পানাজি, 30 অক্টোবর: বিজেপিকে নিয়ে ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor) যে মন্তব্য করেছেন, তার ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ৷ "বিজেপি আরও কয়েক দশক দেশের রাজনীতির ভরকেন্দ্রে থাকবে" - পিকের এই বক্তব্য নিয়ে তোলপাড় শুরু হয়েছিল রাজনৈতিক মহলে ৷ গোয়ায় সেই প্রসঙ্গ উঠতেই প্রশান্তের পাশে দাঁড়াতে দেখা গেল মমতাকে ৷ তাঁর দাবি, পিকে বলতে চেয়েছেন, কংগ্রেস যে ভাবে চলছে, তাতে বিজেপি হারবে না ৷ কংগ্রেসকে তুলোধোনা করে এ দিন মমতা আরও বলেন, "কংগ্রেস সিরিয়াস নয় ৷ তাদের জন্যই শক্তিশালী হয়েছেন নরেন্দ্র মোদি ৷"
আরও পড়ুন: Prashant Kishor: দেশের রাজনীতির ভরকেন্দ্রে থাকবে বিজেপি, প্রশান্ত কিশোরের মন্তব্যে বিতর্ক
মমতা বন্দ্যোপাধ্যায়ের গোয়া সফর শুরু হওয়ার আগেই প্রশান্ত কিশোর বলেছিলেন, জিতুক বা হারুক আগামী কয়েক দশকে বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে ৷ যেমন স্বাধীনতার পরবর্তী 40 বছর ছিল কংগ্রেস ৷ তিনি আরও বলেছিলেন যে, ভারতে কোনও রাজনৈতিক দল একবার 30 শতাংশের বেশি ভোট পেয়ে গেলে দ্রুত প্রস্থানের সম্ভাবনা নেই ৷ পানাজির সাংবাদিক সম্মেলনে আজ এই প্রশ্ন তোলা হলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে ৷ ও বলতে চেয়েছে যে, কংগ্রেস যে ভাবে চলছে, তাতে বিজেপি হারবে না ৷ বিজেপিকে হারাতে হলে শক্ত হাতে লড়াই করতে হবে ৷"
কংগ্রেস প্রসঙ্গে এ দিন আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর দাবি, "কংগ্রেস সিরিয়াস নয় বলেই নরেন্দ্র মোদি শক্তিশালী হয়েছে ৷ কংগ্রেস বিজেপির সঙ্গে সমঝোতা করে ৷ আমরাও জাতীয় পার্টি ৷ তবে কারও সাহায্য ছাড়া আঞ্চলিক পার্টি হিসেবে উঠেছি ৷ আঞ্চলিক দলগুলিকেই জোটবদ্ধ হয়ে শক্তিশালী হতে হবে ৷"
আরও পড়ুন : Mamata Banerjee : 'আমি গোয়ারও মেয়ে', বিজেপির 'বহিরাগত' কটাক্ষের পাল্টা মমতার
কংগ্রেসের জন্য তাঁর জোটের দরজা খোলা কি না এই প্রশ্নের জবাবে মমতা বলেন, "আমার রাজ্যে ওরা বিজেপির বিরুদ্ধে নয়, আমার দলের বিরুদ্ধে লড়েছে ৷ আমি নিশ্চয়ই ওদের ফুলের তোড়া উপহার দেব না !" এক সাংবাদিক বলেন, আজ ঘটনাচক্রে গোয়ায় থাকছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধিও ৷ তাঁর সঙ্গে মমতা দেখা করবেন কি না প্রশ্নে তাঁর এক লাইনে জবাব, "এ নিয়ে কিছু বলছি না, আমার কাছে যে কেউ আসতে পারেন ৷"
আরও পড়ুন : Mamata Banerjee : যে কেউ আসতে পারেন, কোনও প্রভাব পড়বে না; মমতাকে চ্যালেঞ্জ গোয়ার মুখ্যমন্ত্রীর
এদিন বারবারই আঞ্চলিক দলগুলিকে জোটবদ্ধ হওয়ার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুধু বড় দলই কেন্দ্রে ক্ষমতায় যাবে এই চেনা ছক ভেঙে আঞ্চলিক দলগুলিকে শক্তিশালী হওয়ার স্বপ্ন দেখিয়েছেন তিনি ৷ তাঁর কথায়, রাজ্যের আঞ্চলিক দল শক্তিশালী হলে দেশও শক্তিশালী হবে ৷ বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে তিনি যে ভোট ভাগ হতে দিতে চান না, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ বাংলার ফুটবল ও সংস্কৃতিগত নানা মিল তুলে ধরে বাংলা ও গোয়াকে একাত্ম করার চেষ্টা করেছেন তিনি ৷ তবে তিনি প্রধানমন্ত্রী হতে চান কি না এই প্রশ্নে মমতার সাফ জবাব, "আমি সাধারণ থাকতেই ভালবাসি ৷ অনেকে আছেন, যাঁরা নিজেদের ভিআইপি বলতে ভালোবাসেন ৷ কিন্তু আমি নিজেকে এলআইপি ভাবতেই ভালবাসি ৷ লেস ইমপরট্যান্ট পার্সন ৷"