ETV Bharat / bharat

Congress flag falls off : দলের প্রতিষ্ঠা দিবসে বিপত্তি, দড়িতে টান দিতেই পতাকা নেমে এল সোনিয়ার হাতে

author img

By

Published : Dec 28, 2021, 1:14 PM IST

আজ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ৷ নয়াদিল্লির আকবর রোডে দলের দফতরে দলীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে ঘটল বিপত্তি (Congress flag falls off as Congress Interim President Sonia Gandhi tries to unfurl) ৷ দড়ি খুলে পড়ায় পতাকা তুলতে পারেননি সোনিয়া গান্ধি ৷

Congress flag falls off in New Delhi
পতাকা তুলছেন সোনিয়া গান্ধি

নয়াদিল্লি, 28 ডিসেম্বর : দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে বিড়ম্বনা কংগ্রেসের সদর দফতরে ৷ পতাকার দড়ি খুলে পড়ায় তা উপরে ওঠার বদলে খুলে চলে আসে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির হাতে ৷ কংগ্রেসের বর্তমান পরিস্থিতির সঙ্গে এই পতাকা না ওঠার ঘটনা খুব মিল রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আজকের দিনে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের (Indian National Congress) প্রতিষ্ঠা হয় ৷ মঙ্গলবার 137তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির আকবর রোডে কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ আর সেখানেই ঘটল বিপত্তি ৷ একটি জাতীয় সংবাদমাধ্যম এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে ৷ দেখা যাচ্ছে, সভানেত্রী সোনিয়া গান্ধি কংগ্রেসের জাতীয় পতাকাটি উত্তোলন করার জন্য দড়ি ধরে টানলেন ৷ তাঁর সঙ্গে থাকা আরেক কংগ্রেস কর্মীও সভানেত্রীর সঙ্গে হাত লাগিয়ে আরও জোরে দড়িটিতে টান দেন ৷ কিন্তু পতাকা উত্তোলিত হওয়ার বদলে তা পড়ে যায় সোনিয়ার গান্ধির হাতে (Congress flag falls off as Congress Interim President Sonia Gandhi tries to unfurl) ৷

নয়াদিল্লিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান

আরও পড়ুন : Sonia Gandhi slams Modi Government : মোদি সরকার কৃষক আর সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল, আক্রমণ সোনিয়ার

এরপর অবস্থা সামাল দিতে ওই দলীয় কর্মী পতাকাটি সম্পূর্ণ খুলে সোনিয়া গান্ধির হাতে তুলে দেন ৷ তিনি এবং বাকিরা মিলে উপস্থিত সকলের সামনে পতাকাটি মেলে ধরেন ৷ তবে এমন হতচকিত কাণ্ডে বিন্দুমাত্র বিচলিত হননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী ৷ এদিনের অনুষ্ঠানে সোনিয়া গান্ধি বিজেপিকে ঠেস দিয়ে বলেন, "ঘৃণা আর পক্ষপাতের মূলে রয়েছে বিভাজনের আদর্শ ৷ দেশের স্বাধীনতা আন্দোলনে এর কোনও ভূমিকা ছিল না ৷ কিন্তু এখন সমাজকে তা কলুষিত করছে ৷" ছত্তিশগড়ে সম্প্রতি এক ধর্মসভায় মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে স্যালুট জানানো হয় ৷ সে প্রসঙ্গে কারও নাম না করে সোনিয়া বলেন, "তাঁরা নিজেরা নতুন করে ইতিহাস লিখছেন ৷ তাঁরা মানুষের মনে ভয় ও বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন ৷ সংসদের গণতন্ত্রের পরম্পরায় আঘাত হানছেন ৷"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka gandhi), কোষাধ্যক্ষ পবন বনসল, সাধারণ সম্পাদক (AICC general secretary) কে সি বেণুগোপাল (KC Venugopal) এবং অন্যরা ৷

নয়াদিল্লি, 28 ডিসেম্বর : দলের প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলন করতে গিয়ে বিড়ম্বনা কংগ্রেসের সদর দফতরে ৷ পতাকার দড়ি খুলে পড়ায় তা উপরে ওঠার বদলে খুলে চলে আসে কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধির হাতে ৷ কংগ্রেসের বর্তমান পরিস্থিতির সঙ্গে এই পতাকা না ওঠার ঘটনা খুব মিল রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আজকের দিনে 1885 সালে ভারতের জাতীয় কংগ্রেসের (Indian National Congress) প্রতিষ্ঠা হয় ৷ মঙ্গলবার 137তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নয়াদিল্লির আকবর রোডে কংগ্রেসের প্রধান কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ আর সেখানেই ঘটল বিপত্তি ৷ একটি জাতীয় সংবাদমাধ্যম এই ঘটনার ভিডিয়ো পোস্ট করেছে ৷ দেখা যাচ্ছে, সভানেত্রী সোনিয়া গান্ধি কংগ্রেসের জাতীয় পতাকাটি উত্তোলন করার জন্য দড়ি ধরে টানলেন ৷ তাঁর সঙ্গে থাকা আরেক কংগ্রেস কর্মীও সভানেত্রীর সঙ্গে হাত লাগিয়ে আরও জোরে দড়িটিতে টান দেন ৷ কিন্তু পতাকা উত্তোলিত হওয়ার বদলে তা পড়ে যায় সোনিয়ার গান্ধির হাতে (Congress flag falls off as Congress Interim President Sonia Gandhi tries to unfurl) ৷

নয়াদিল্লিতে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান

আরও পড়ুন : Sonia Gandhi slams Modi Government : মোদি সরকার কৃষক আর সাধারণ মানুষের প্রতি অসংবেদনশীল, আক্রমণ সোনিয়ার

এরপর অবস্থা সামাল দিতে ওই দলীয় কর্মী পতাকাটি সম্পূর্ণ খুলে সোনিয়া গান্ধির হাতে তুলে দেন ৷ তিনি এবং বাকিরা মিলে উপস্থিত সকলের সামনে পতাকাটি মেলে ধরেন ৷ তবে এমন হতচকিত কাণ্ডে বিন্দুমাত্র বিচলিত হননি কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী ৷ এদিনের অনুষ্ঠানে সোনিয়া গান্ধি বিজেপিকে ঠেস দিয়ে বলেন, "ঘৃণা আর পক্ষপাতের মূলে রয়েছে বিভাজনের আদর্শ ৷ দেশের স্বাধীনতা আন্দোলনে এর কোনও ভূমিকা ছিল না ৷ কিন্তু এখন সমাজকে তা কলুষিত করছে ৷" ছত্তিশগড়ে সম্প্রতি এক ধর্মসভায় মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে স্যালুট জানানো হয় ৷ সে প্রসঙ্গে কারও নাম না করে সোনিয়া বলেন, "তাঁরা নিজেরা নতুন করে ইতিহাস লিখছেন ৷ তাঁরা মানুষের মনে ভয় ও বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছেন ৷ সংসদের গণতন্ত্রের পরম্পরায় আঘাত হানছেন ৷"

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাহুল গান্ধি (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধি (Priyanka gandhi), কোষাধ্যক্ষ পবন বনসল, সাধারণ সম্পাদক (AICC general secretary) কে সি বেণুগোপাল (KC Venugopal) এবং অন্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.