ETV Bharat / bharat

Monsoon Session: মণিপুরে দুই নারীর যৌন হেনস্তা নিয়ে সংসদে প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি কংগ্রেসের - বাদল অধিবেশন

মণিপুরে প্রকাশ্যে দুই নারীর উপর যৌন হেনস্তার অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করল কংগ্রেস ৷ তাঁরা বাদল অধিবেশনে এই নিয়ে মুলতুবি প্রস্তাবও আনতে চান বলে বৃহস্পতিবার জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী ৷

PM Narendra Modi
PM Narendra Modi
author img

By

Published : Jul 20, 2023, 1:22 PM IST

নয়াদিল্লি, 20 জুলাই: সংসদে বৃহস্পতিবার শুরু হল বাদল অধিবেশন ৷ প্রথমদিন থেকেই মণিপুরে হিংসার ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা ৷ তার মধ্যেই সামনে এসেছে মণিপুরে প্রকাশ্যে দুই মহিলাকে যৌন হেনস্তা করার ভিডিয়ো ৷ যা নিয়ে বিরোধীরা আরও তেড়েফুঁড়ে নেমেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ কংগ্রেস ওই ভিডিয়ো নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে ৷

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘‘আমাদের দলের প্রথম দাবি হল প্রধানমন্ত্রী মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন এবং আমাদের আলোচনার সুযোগ দেবেন । আগামিকাল, আমরা এই বিষয়ে একটি মুলতবি প্রস্তাব আনতে চাই ৷’’

তবে শুধু মণিপুর নয়, এবার আরও কয়েকটি বিষয়ে আলোচনা চায় বিরোধীরা ৷ তার মধ্যে রেলের সুরক্ষা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ভারত-চিন সীমান্তের বর্তমান অবস্থা সংক্রান্ত বিষয়গুলি রয়েছে ৷ কিন্তু গত দু’মাস ধরে অগ্নিগর্ভ হয়ে থাকা মণিপুরই যে মূল ইস্যু, তা বিরোধীদের কথায় স্পষ্ট ৷ কংগ্রেসের পাশাপাশি আরও কয়েকটি বিরোধী দল মণিপুর ইস্যুতে সংসদে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা করছে ৷

আরও পড়ুন: 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য', বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

সংসদের যেকোনও অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক করার প্রথা রয়েছে ৷ সেই প্রথা মেনে এবারও সর্বদলীয় বৈঠক হয়েছে ৷ বুধবার সেই বৈঠকে 34টি রাজনৈতিক দল ও 44 জন নেতা উপস্থিত ছিলেন বলে এ দিন জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷

তিনি জানান, বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার আবেদন করা হয়েছে ৷ অনেক নেতাই সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন ৷ অনেকে অনেক পরামর্শ দিয়েছেন ৷ মণিপুর-সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবিও তোলা হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ৷ সরকার সব বিষয়েই আলোচনায় রাজি বলে তিনি জানিয়েছেন ৷

আজ থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী 11 অগস্ট পর্যন্ত ৷ মোট 17 দিন অধিবেশন বসবে ৷ এই সময়ের মধ্যে 31টি বিল পেশ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার ৷ এর মধ্যে রয়েছে ডিজিটাল প্রটোকশন বিল, 2023 ৷ দিল্লি নিয়ে যে অর্ডিন্যান্স কেন্দ্রীয় সরকার জারি করেছে, সেটাও বিল আকারে এই অধিবেশনে পেশ করা হবে ৷ এর পোশাকি নাম, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, 2023 ৷

এই বিল নিয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কারণ, এর বিরুদ্ধে দিল্লির আম আদমি পার্টি পরিচালিত সরকার সরব হয়েছে ৷ এই বিলকে তারা অসাংবিধানিক বলেছে ৷ তারা সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও করেছে ৷ অন্য বিরোধী দলগুলিকেই এই নিয়ে পাশে চাইছেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তাই সমস্ত বিরোধী দল একজোট হয়ে এই বিলের বিরুদ্ধে সংসদের অন্দরে সরব হতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ কেন্দ্রের

এছাড়া আরও একটি বিলের দিকে নজর রয়েছে সারা দেশের ৷ আর সেটি হল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল ৷ ইতিমধ্যে আইন কমিশন এই নিয়ে দেশের মানুষের মতামত নিতে শুরু করেছে ৷ তাই এই বাদল অধিবেশনে সরকার এই বিল পেশ করবে কি না, সেই নিয়ে জল্পনা চলছে দেশজুড়ে ৷ সেই জল্পনা সত্যি হয়, নাকি পরের কোনও অধিবেশনে সরকার তা পেশ করে, সেটাই এখন দেখার !

নয়াদিল্লি, 20 জুলাই: সংসদে বৃহস্পতিবার শুরু হল বাদল অধিবেশন ৷ প্রথমদিন থেকেই মণিপুরে হিংসার ইস্যুতে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে কোণঠাসা করতে মরিয়া বিরোধীরা ৷ তার মধ্যেই সামনে এসেছে মণিপুরে প্রকাশ্যে দুই মহিলাকে যৌন হেনস্তা করার ভিডিয়ো ৷ যা নিয়ে বিরোধীরা আরও তেড়েফুঁড়ে নেমেছে মোদি সরকারের বিরুদ্ধে ৷ কংগ্রেস ওই ভিডিয়ো নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতি দাবি করেছে ৷

লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী বলেন, ‘‘আমাদের দলের প্রথম দাবি হল প্রধানমন্ত্রী মণিপুর ইস্যুতে সংসদে বিবৃতি দেবেন এবং আমাদের আলোচনার সুযোগ দেবেন । আগামিকাল, আমরা এই বিষয়ে একটি মুলতবি প্রস্তাব আনতে চাই ৷’’

তবে শুধু মণিপুর নয়, এবার আরও কয়েকটি বিষয়ে আলোচনা চায় বিরোধীরা ৷ তার মধ্যে রেলের সুরক্ষা, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, ভারত-চিন সীমান্তের বর্তমান অবস্থা সংক্রান্ত বিষয়গুলি রয়েছে ৷ কিন্তু গত দু’মাস ধরে অগ্নিগর্ভ হয়ে থাকা মণিপুরই যে মূল ইস্যু, তা বিরোধীদের কথায় স্পষ্ট ৷ কংগ্রেসের পাশাপাশি আরও কয়েকটি বিরোধী দল মণিপুর ইস্যুতে সংসদে মুলতবি প্রস্তাব আনার পরিকল্পনা করছে ৷

আরও পড়ুন: 'মণিপুরের মেয়েদের সঙ্গে যা হয়েছে, তা ক্ষমার অযোগ্য', বাদল অধিবেশনের আগে বার্তা মোদির

সংসদের যেকোনও অধিবেশনের আগে সর্বদলীয় বৈঠক করার প্রথা রয়েছে ৷ সেই প্রথা মেনে এবারও সর্বদলীয় বৈঠক হয়েছে ৷ বুধবার সেই বৈঠকে 34টি রাজনৈতিক দল ও 44 জন নেতা উপস্থিত ছিলেন বলে এ দিন জানিয়েছেন সংসদীয় বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী ৷

তিনি জানান, বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের কাছে সুষ্ঠুভাবে অধিবেশন চলতে দেওয়ার আবেদন করা হয়েছে ৷ অনেক নেতাই সরকারের কাছে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন ৷ অনেকে অনেক পরামর্শ দিয়েছেন ৷ মণিপুর-সহ একাধিক ইস্যুতে আলোচনার দাবিও তোলা হয়েছে বেশ কয়েকটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ৷ সরকার সব বিষয়েই আলোচনায় রাজি বলে তিনি জানিয়েছেন ৷

আজ থেকে শুরু হওয়া এই অধিবেশন চলবে আগামী 11 অগস্ট পর্যন্ত ৷ মোট 17 দিন অধিবেশন বসবে ৷ এই সময়ের মধ্যে 31টি বিল পেশ করার পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকার ৷ এর মধ্যে রয়েছে ডিজিটাল প্রটোকশন বিল, 2023 ৷ দিল্লি নিয়ে যে অর্ডিন্যান্স কেন্দ্রীয় সরকার জারি করেছে, সেটাও বিল আকারে এই অধিবেশনে পেশ করা হবে ৷ এর পোশাকি নাম, ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, 2023 ৷

এই বিল নিয়ে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ কারণ, এর বিরুদ্ধে দিল্লির আম আদমি পার্টি পরিচালিত সরকার সরব হয়েছে ৷ এই বিলকে তারা অসাংবিধানিক বলেছে ৷ তারা সুপ্রিম কোর্টে এই নিয়ে মামলাও করেছে ৷ অন্য বিরোধী দলগুলিকেই এই নিয়ে পাশে চাইছেন আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ৷ তাই সমস্ত বিরোধী দল একজোট হয়ে এই বিলের বিরুদ্ধে সংসদের অন্দরে সরব হতে পারেন বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: মণিপুরে মহিলাদের নগ্ন করে হাঁটানোর ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরানোর নির্দেশ কেন্দ্রের

এছাড়া আরও একটি বিলের দিকে নজর রয়েছে সারা দেশের ৷ আর সেটি হল অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল ৷ ইতিমধ্যে আইন কমিশন এই নিয়ে দেশের মানুষের মতামত নিতে শুরু করেছে ৷ তাই এই বাদল অধিবেশনে সরকার এই বিল পেশ করবে কি না, সেই নিয়ে জল্পনা চলছে দেশজুড়ে ৷ সেই জল্পনা সত্যি হয়, নাকি পরের কোনও অধিবেশনে সরকার তা পেশ করে, সেটাই এখন দেখার !

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.