ETV Bharat / bharat

Goa-Manipur Exit Poll 2022 : গোয়ায় এগিয়ে কংগ্রেস, মণিপুর বিজেপির

এই ধরনের বুথ ফেরত সমীক্ষাকে একাধিকবার ভুল প্রমাণ হতে দেখা গিয়েছে । ভোটের পাশা পাল্টাতে যে বেশি সময় লাগে না তার উদাহরণ ইতিহাসে অনেক রয়েছে । তাই শেষ হাসি কে হাসবে তা জানার জন্য বৃহস্পতিবার পর্যন্ত অপেক্ষা করতেই হবে (Exit Poll Prediction 2022) ।

author img

By

Published : Mar 7, 2022, 10:37 PM IST

Goa Manipur Exit Poll
গোয়া ও মণিপুরের বুথ ফেরত সমীক্ষা

কলকাতা, 7 মার্চ : 10 মার্চ ৷ বাইরে আসবে পাঁচ রাজ্যের স্ট্রংরুমে বন্দি থাকা ইভিএম মেশিনগুলো ৷ তারপরেই স্পষ্ট হবে কারা বসছেন রাজ্যগুলির মসনদে ৷ উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ডের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছিল গোয়া, মণিপুরও ৷ রাজনৈতিক মানচিত্রে বাকি তিন রাজ্যের তুলনায় আকারে ছোটো হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই দুই রাজ্যও (Exit Poll Prediction for Goa-Manipur Election 2022) ৷

ভোট মিটতেই সামনে এসেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফল ৷ সমীক্ষা বলছে গোয়ায় সামান্য এগিয়ে কংগ্রেস, মণিপুর ফের বিজেপির ৷ অর্থাৎ, পূর্বাভাষ সঠিক হলে গোয়া হাতছাড়া হতে পারে বিজেপির ৷ অন্যদিকে, গতবারের চেয়েও আসন সংখ্যা বাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যের মসনদ ধরে রাখতে পারে গেরুয়াশিবির ৷

  • গোয়া

গত কয়েক বছরে দেশের রাজনৈতিক মানচিত্রে ক্রমশ উত্থান হয়েছে গোয়ার ৷ চলতি বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নেমেছিল তৃণমূল কংগ্রেসও ৷ একাধিকবার প্রচার সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৷ যদিও বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে জান লড়িয়েও গোয়ায় ছাপ ফেলতে ব্যর্থ জোড়াফুল শিবির ৷ মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস বনাম বিজেপি ৷ এনসিপি-শিবসেনা জোট বাঁধলেও লড়াইয়ে নেই ৷

Goa Exit Poll 2022
বুথ ফেরত সমীক্ষা : গোয়া

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বুথ ফেরত সমীক্ষার ফল পূর্বাভাস মাত্র ৷ অনেক সময় এই পূর্বাভাস মেলে না ৷ কিন্তু এই পূর্বাভাস সত্যি হলেও কংগ্রেসের সরকার গড়া নিয়ে সন্দেহ থেকেই যায় ৷ গত বিধানসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে পারেনি তারা ৷

আরও পড়ুন : UP Exit Polls 2022 : উত্তরপ্রদেশে আবার যোগী সরকার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

  • মণিপুর

গত বিধানসভা নির্বাচনে 60 আসনের মণিপুর বিধানসভায় কংগ্রেস পেয়েছিল 28টি আসন, তৃণমূলের ঝুলিতে গিয়েছিল 1টি আসন । আর বিজেপি পায় 21 টি আসন । কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে কম আসন থাকলেও আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে বিজেপি । সে সময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন ।

Manipur Exit Poll 2022
বুথ ফেরত সমীক্ষা : মণিপুর

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে পদ্মশিবির ৷ বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নূন্যতম লড়াই দিতে পারেনি কোনও রাজনৈতিক প্রতিপক্ষই ৷ গতবারের চেয়েও আসন সংখ্যা বাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যের মসনদ রাখবে গেরুয়াশিবির ৷

মণিপুরে নিজেদের সংগঠন মজবুত করতে সক্রিয় হয়েছিলেন অভিষেক-মুকুলরা । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, চার-পাঁচটি বিধায়ককে জেতাতে দল লড়াই করবে না । মণিপুর বিধানসভায় তৃণমূলের লক্ষ্য কম করে 35টি আসন । আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে মণিপুরে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি করতে চায় এ রাজ্যের শাসকদল । যদিও কয়েকমাসেই আমূল বদলে গিয়েছে পরিস্থিতি ৷ ফলত, বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়ার পাশাপাশি মণিপুরেও তৃণমূলের প্রাপ্তির ভাণ্ডার ‘শূন্য’ ৷

কলকাতা, 7 মার্চ : 10 মার্চ ৷ বাইরে আসবে পাঁচ রাজ্যের স্ট্রংরুমে বন্দি থাকা ইভিএম মেশিনগুলো ৷ তারপরেই স্পষ্ট হবে কারা বসছেন রাজ্যগুলির মসনদে ৷ উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ডের পাশাপাশি নির্বাচনী লড়াইয়ের ময়দানে নেমেছিল গোয়া, মণিপুরও ৷ রাজনৈতিক মানচিত্রে বাকি তিন রাজ্যের তুলনায় আকারে ছোটো হলেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই দুই রাজ্যও (Exit Poll Prediction for Goa-Manipur Election 2022) ৷

ভোট মিটতেই সামনে এসেছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার ফলাফল ৷ সমীক্ষা বলছে গোয়ায় সামান্য এগিয়ে কংগ্রেস, মণিপুর ফের বিজেপির ৷ অর্থাৎ, পূর্বাভাষ সঠিক হলে গোয়া হাতছাড়া হতে পারে বিজেপির ৷ অন্যদিকে, গতবারের চেয়েও আসন সংখ্যা বাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যের মসনদ ধরে রাখতে পারে গেরুয়াশিবির ৷

  • গোয়া

গত কয়েক বছরে দেশের রাজনৈতিক মানচিত্রে ক্রমশ উত্থান হয়েছে গোয়ার ৷ চলতি বিধানসভা নির্বাচনে কোমর বেঁধে নেমেছিল তৃণমূল কংগ্রেসও ৷ একাধিকবার প্রচার সেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ৷ যদিও বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে জান লড়িয়েও গোয়ায় ছাপ ফেলতে ব্যর্থ জোড়াফুল শিবির ৷ মুখোমুখি লড়াইয়ে কংগ্রেস বনাম বিজেপি ৷ এনসিপি-শিবসেনা জোট বাঁধলেও লড়াইয়ে নেই ৷

Goa Exit Poll 2022
বুথ ফেরত সমীক্ষা : গোয়া

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বুথ ফেরত সমীক্ষার ফল পূর্বাভাস মাত্র ৷ অনেক সময় এই পূর্বাভাস মেলে না ৷ কিন্তু এই পূর্বাভাস সত্যি হলেও কংগ্রেসের সরকার গড়া নিয়ে সন্দেহ থেকেই যায় ৷ গত বিধানসভা নির্বাচনেও একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও সরকার গড়তে পারেনি তারা ৷

আরও পড়ুন : UP Exit Polls 2022 : উত্তরপ্রদেশে আবার যোগী সরকার, ইঙ্গিত বুথ ফেরত সমীক্ষায়

  • মণিপুর

গত বিধানসভা নির্বাচনে 60 আসনের মণিপুর বিধানসভায় কংগ্রেস পেয়েছিল 28টি আসন, তৃণমূলের ঝুলিতে গিয়েছিল 1টি আসন । আর বিজেপি পায় 21 টি আসন । কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে কম আসন থাকলেও আঞ্চলিক দলগুলির সঙ্গে জোট বেঁধে সরকার গঠন করে বিজেপি । সে সময় তৃণমূল কংগ্রেসের টিকিটে জেতা একমাত্র বিধায়ক দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন ।

Manipur Exit Poll 2022
বুথ ফেরত সমীক্ষা : মণিপুর

বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, এবার রাজ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে পদ্মশিবির ৷ বেশিরভাগ সমীক্ষাতেই দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে নূন্যতম লড়াই দিতে পারেনি কোনও রাজনৈতিক প্রতিপক্ষই ৷ গতবারের চেয়েও আসন সংখ্যা বাড়িয়ে উত্তর-পূর্বের রাজ্যের মসনদ রাখবে গেরুয়াশিবির ৷

মণিপুরে নিজেদের সংগঠন মজবুত করতে সক্রিয় হয়েছিলেন অভিষেক-মুকুলরা । অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছিলেন, চার-পাঁচটি বিধায়ককে জেতাতে দল লড়াই করবে না । মণিপুর বিধানসভায় তৃণমূলের লক্ষ্য কম করে 35টি আসন । আঞ্চলিক দলগুলিকে সঙ্গে নিয়ে মণিপুরে সরকার গঠনের মতো পরিস্থিতি তৈরি করতে চায় এ রাজ্যের শাসকদল । যদিও কয়েকমাসেই আমূল বদলে গিয়েছে পরিস্থিতি ৷ ফলত, বুথ ফেরত সমীক্ষা বলছে, গোয়ার পাশাপাশি মণিপুরেও তৃণমূলের প্রাপ্তির ভাণ্ডার ‘শূন্য’ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.