মুম্বই, 26 ডিসেম্বর: মানবপাচারে জড়িয়ে পড়ার অভিযোগ ওঠা যাত্রীদের জিজ্ঞাসাবাদ করেন সিআইএসএফ আধিকারিকরা ৷ মঙ্গলবার তাঁরা মুম্বই বিমানবন্দরে ফিরে আসার পর সিআইএসএফ-এর তরফে এই জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ যাঁদের উত্তরে আধিকারিকরা সন্তুষ্ট হচ্ছেন, তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷
উল্লেখ্য, সম্প্রতি ফ্রান্সে একটি বিমান আটক করা হয় ৷ সেই বিমানে 303 জন ভারতীয় যাত্রী ছিলেন ৷ ওই যাত্রীদের পাচার করা হচ্ছিল বলে সন্দেহ হওয়ায় ফ্রান্সের ভার্তি বিমানবন্দরে বিমানটি আটক করা হয় ৷ বিমানটি দুবাই থেকে নিকারাগুয়ায় যাচ্ছিল ৷ পরে ফ্রান্স থেকে বিমানটি ছেড়ে দেওয়া হলেও বেশ কয়েকজন আটক করা হয় ৷
বাকিদের ভারতে ফিরিয়ে দেওয়া হয় ৷ মঙ্গলবার সেই যাত্রীরাই মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ৷ তার পরই জিজ্ঞাসাবাদ শুরু হয় ৷ সেই জিজ্ঞাসাবাদের পর যে যাত্রীরা ছাড়া পান, তাঁরা বাইরে এসে সংবাদমাধ্যমকে এড়িয়ে চলে যান ৷
এ দিকে এই নিয়ে ফ্রান্সের পদক্ষেপের প্রশংসা করেছে ভারত ৷ সেখানে ভারতীয় দূতাবাস থেকে সোমবারই ফরাসি সরকারকে এবং ভার্তি বিমানবন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় ৷ তাছাড়া ভারতীয় যাত্রীদের থাকার যে ব্যবস্থা করা হয় এবং তাঁদের দেশে ফেরাতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া নিয়েও ধন্যবাদ জ্ঞাপন করেছে ভারতীয় দূতাবাস ৷ ভারতীয় দূতাবাস জানিয়েছে, যেভাবে ছুটির সময় ফরাসি কর্তৃপক্ষ কাজ করেছে, তাতে তাদের জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয় ৷
এই নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয় ভারতীয় দূতাবাসের তরফে ৷ সেখানে লেখা হয়, "ভারতীয় যাত্রীদের বাড়িতে ফেরাতে এবং থাকার ব্যবস্থা করার মতো পরিস্থিতির তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য ফরাসি সরকার ও ভার্তি বিমানবন্দরকে ধন্যবাদ । এছাড়াও নিরাপদে প্রত্যাবর্তন নিশ্চিত করতে সেখানে উপস্থিত দূতাবাস দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্যও ধন্যবাদ । ভারতের সংস্থাগুলিকেও ধন্যবাদ ।"
সংবাদসংস্থা - এএনআই
আরও পড়ুন: