ETV Bharat / bharat

Firing During Birthday Party: জন্মদিনের অনুষ্ঠানে চলল গুলি, মৃত্যু নাবালিকার

author img

By

Published : Dec 4, 2022, 9:23 PM IST

জন্মদিনের অনুষ্ঠানে গুলি ৷ ঘটনায় মৃত্যু হয়েছে 12 বছরের এক নাবালিকার (Nalanda Crime News) ৷ বিহারের নালন্দা এলাকায় ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে দীপনগর থানার পুলিশ ৷

Firing During Birthday Party
ETV Bharat

নালন্দা, 4 ডিসেম্বর: জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালিকার (Girl killed in firing during Birthday Party) ৷ মৃতের নাম টুসি কুমারী (12) ৷ শনিবার রাতে দীপনগর থানা এলাকার গঞ্জপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, গ্রামে একটি জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল ৷ নাবালিকা টুসি কুমারীও নাচ দেখতে গিয়েছিল সেই অনুষ্ঠানে ৷ সেইসময়েই অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন যুবক বেশ কয়েকরাউন্ড গুলি চালায় ৷ তাদের গুলিতেই মৃত্যু হয় ওই নাবালিকার ৷

ঘটনাস্থলে উপস্থিত, মৃত নাবালিকার দাদা অজিত কুমার জানান, গ্রামে জন্মদিনের একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে বেশ কয়েকজন নর্তকীও উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন যুবক নর্তকীদের সঙ্গে তাল মেলাতে মঞ্চে উঠে যান ৷ হঠাৎই ওই যুবকরা গুলি চালাতে থাকেন ৷ তাদের ছোঁড়া গুলিতেই জখম হয় ওই নাবালিকা ৷ মাথায় গুলি লাগে তার । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় টুসি কুমারীর ৷

আরও পড়ুন: মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দুবাইয়ের ব্যবসায়ীর

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দীপনগর থানার পুলিশ ৷ এক পুলিশ আধিকারিক জানান, এলাকায় এই ধরনের কোনও কর্মসূচির বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই । তবে পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহার শরীফ সদর হাসপাতালে পাঠিয়েছে ৷ তদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ দীপনগর পুলিশ স্টেশনের পুলিশ হেড সঞ্জয় কুমার জয়সওয়াল বলেন, ‘‘একজন নাবালিকার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পেয়েছি ৷ শীঘ্রই দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে ৷’’

নালন্দা, 4 ডিসেম্বর: জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নাবালিকার (Girl killed in firing during Birthday Party) ৷ মৃতের নাম টুসি কুমারী (12) ৷ শনিবার রাতে দীপনগর থানা এলাকার গঞ্জপাড় গ্রামে ঘটনাটি ঘটেছে ৷ জানা গিয়েছে, গ্রামে একটি জন্মদিনের অনুষ্ঠান হচ্ছিল ৷ নাবালিকা টুসি কুমারীও নাচ দেখতে গিয়েছিল সেই অনুষ্ঠানে ৷ সেইসময়েই অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন যুবক বেশ কয়েকরাউন্ড গুলি চালায় ৷ তাদের গুলিতেই মৃত্যু হয় ওই নাবালিকার ৷

ঘটনাস্থলে উপস্থিত, মৃত নাবালিকার দাদা অজিত কুমার জানান, গ্রামে জন্মদিনের একটি অনুষ্ঠান ছিল ৷ সেখানে বেশ কয়েকজন নর্তকীও উপস্থিত ছিলেন ৷ অনুষ্ঠানে উপস্থিত কয়েকজন যুবক নর্তকীদের সঙ্গে তাল মেলাতে মঞ্চে উঠে যান ৷ হঠাৎই ওই যুবকরা গুলি চালাতে থাকেন ৷ তাদের ছোঁড়া গুলিতেই জখম হয় ওই নাবালিকা ৷ মাথায় গুলি লাগে তার । গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় টুসি কুমারীর ৷

আরও পড়ুন: মুম্বইয়ের তাজ হোটেলের 10 তলা থেকে ঝাঁপ দুবাইয়ের ব্যবসায়ীর

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে উপস্থিত হয় দীপনগর থানার পুলিশ ৷ এক পুলিশ আধিকারিক জানান, এলাকায় এই ধরনের কোনও কর্মসূচির বিষয়ে তাঁর কাছে কোনও তথ্য নেই । তবে পুলিশ নাবালিকার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিহার শরীফ সদর হাসপাতালে পাঠিয়েছে ৷ তদন্তের রিপোর্ট এলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে ৷ দীপনগর পুলিশ স্টেশনের পুলিশ হেড সঞ্জয় কুমার জয়সওয়াল বলেন, ‘‘একজন নাবালিকার গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর খবর পেয়েছি ৷ শীঘ্রই দোষীদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হবে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.