নয়াদিল্লি, 26 নভেম্বর: চিনের বিভিন্ন শহরে ক্রমে বাড়ছে রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ৷ মূলত ছোটরাই আক্রন্ত হচ্ছে শ্বাসকষ্টজনিত এই সমস্যায় ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ রবিবার এই নিউমোনিয়া নিয়ে রাজ্যগুলিকে তৈরি থাকার বার্তা দিল কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে ৷ সেখানে হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হাসপাতালগুলি শ্বাসকষ্ট জনিত অসুস্থতার চিকিৎসায় কতটা প্রস্তুত, তা আগাম খতিয়ে দেখতে হবে ৷
তবে এদিনের বিবৃতিতে সরাসরি চিনের সংক্রমণের কথা উল্লেখ করেনি কেন্দ্র ৷ বলা হয়েছে, শীতকালে বেড়ে চলা ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কথা মাথায় রেখে হাসপাতালগুলির জনস্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে হবে ৷ ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে, এদেশে এখনই এই নিয়ে উদ্বেগের কিছু নেই ৷
কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, হাসপাতালগুলি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ মোকাবিলায় কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে হবে ৷ শয্যা, ওযুধ ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান রয়েছে কি না, তাও দেখে রাখতে হবে ৷ সংক্রমণ রোধ ব্যবস্থা, অক্সিজেন প্ল্যান্ট, টেস্টেং কিটস, পিপিই কিট, মেডিক্যাল অক্সিজেন, অ্যান্টিবায়োটিকের পর্যাপ্ত জোগান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে ৷
ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ ও গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যার মোকাবিলায় নিয়মিত নজরদারির কথাও বলা হয়েছে এই চিঠিতে ৷ কোভিড মোকাবিলায় যেরকম সতর্কতা অবলম্বন করা হয়েছিল, এক্ষেত্রেও তা মাথায় রাখতে বলা হয়েছে ৷ ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ ও গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় কোনও রোগী আক্রান্ত হলে যাবতীয় তথ্য সঠিক সময়ে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷ রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠাতেও বলা হয়েছে ৷ উল্লেখ্য, চিনের উত্তরাংশের এই ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু ৷ চিনের থেকে তারা তথ্যও চেয়ে পাঠিয়েছে ৷
আরও পড়ুন:
- বেজিংয়ের হাসপাতালে 'অজানা নিউমোনিয়ায়' আক্রান্ত শিশুদের ভিড় ! চিনের কাছে রিপোর্ট চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- চিনের নিউমোনিয়া পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের রফতানিকারীদের, সংক্রমণ ছড়ালে ব্যবসায় প্রভাব পড়ার শঙ্কা
- H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, শুধু সচেতন থাকুন ও নিরাপত্তার নিয়ম মেনে চলুন