ETV Bharat / bharat

চিনে নিউমোনিয়া আতঙ্কের মাঝেই রাজ্যগুলিকে বার্তা কেন্দ্রের, হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ - নিউমোনিয়া নিয়ে সতর্ক কেন্দ্র

Chinese Pneumonia: চিনের উত্তরাংশে প্রকোপ বাড়ছে রহস্যময় নিউমোনিয়ায় ৷ এই অবস্থায় কেন্দ্রের তরফে রাজ্যগুলিকে বার্তা পাঠিয়ে ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে বলা হল ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2023, 8:28 PM IST

নয়াদিল্লি, 26 নভেম্বর: চিনের বিভিন্ন শহরে ক্রমে বাড়ছে রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ৷ মূলত ছোটরাই আক্রন্ত হচ্ছে শ্বাসকষ্টজনিত এই সমস্যায় ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ রবিবার এই নিউমোনিয়া নিয়ে রাজ্যগুলিকে তৈরি থাকার বার্তা দিল কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে ৷ সেখানে হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হাসপাতালগুলি শ্বাসকষ্ট জনিত অসুস্থতার চিকিৎসায় কতটা প্রস্তুত, তা আগাম খতিয়ে দেখতে হবে ৷

তবে এদিনের বিবৃতিতে সরাসরি চিনের সংক্রমণের কথা উল্লেখ করেনি কেন্দ্র ৷ বলা হয়েছে, শীতকালে বেড়ে চলা ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কথা মাথায় রেখে হাসপাতালগুলির জনস্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে হবে ৷ ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে, এদেশে এখনই এই নিয়ে উদ্বেগের কিছু নেই ৷

কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, হাসপাতালগুলি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ মোকাবিলায় কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে হবে ৷ শয্যা, ওযুধ ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান রয়েছে কি না, তাও দেখে রাখতে হবে ৷ সংক্রমণ রোধ ব্যবস্থা, অক্সিজেন প্ল্যান্ট, টেস্টেং কিটস, পিপিই কিট, মেডিক্যাল অক্সিজেন, অ্যান্টিবায়োটিকের পর্যাপ্ত জোগান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে ৷

ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ ও গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যার মোকাবিলায় নিয়মিত নজরদারির কথাও বলা হয়েছে এই চিঠিতে ৷ কোভিড মোকাবিলায় যেরকম সতর্কতা অবলম্বন করা হয়েছিল, এক্ষেত্রেও তা মাথায় রাখতে বলা হয়েছে ৷ ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ ও গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় কোনও রোগী আক্রান্ত হলে যাবতীয় তথ্য সঠিক সময়ে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷ রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠাতেও বলা হয়েছে ৷ উল্লেখ্য, চিনের উত্তরাংশের এই ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু ৷ চিনের থেকে তারা তথ্যও চেয়ে পাঠিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বেজিংয়ের হাসপাতালে 'অজানা নিউমোনিয়ায়' আক্রান্ত শিশুদের ভিড় ! চিনের কাছে রিপোর্ট চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2. চিনের নিউমোনিয়া পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের রফতানিকারীদের, সংক্রমণ ছড়ালে ব্যবসায় প্রভাব পড়ার শঙ্কা
  3. H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, শুধু সচেতন থাকুন ও নিরাপত্তার নিয়ম মেনে চলুন

নয়াদিল্লি, 26 নভেম্বর: চিনের বিভিন্ন শহরে ক্রমে বাড়ছে রহস্যময় নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা ৷ মূলত ছোটরাই আক্রন্ত হচ্ছে শ্বাসকষ্টজনিত এই সমস্যায় ৷ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ৷ রবিবার এই নিউমোনিয়া নিয়ে রাজ্যগুলিকে তৈরি থাকার বার্তা দিল কেন্দ্র ৷ এদিন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যগুলির উদ্দেশ্যে একটি বিবৃতি জারি করেছে ৷ সেখানে হাসপাতালগুলির পরিস্থিতি খতিয়ে দেখতে পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যগুলিকে ৷ স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, হাসপাতালগুলি শ্বাসকষ্ট জনিত অসুস্থতার চিকিৎসায় কতটা প্রস্তুত, তা আগাম খতিয়ে দেখতে হবে ৷

তবে এদিনের বিবৃতিতে সরাসরি চিনের সংক্রমণের কথা উল্লেখ করেনি কেন্দ্র ৷ বলা হয়েছে, শীতকালে বেড়ে চলা ইনফ্লুয়েঞ্জা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কথা মাথায় রেখে হাসপাতালগুলির জনস্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে হবে ৷ ভারত সরকার পরিস্থিতির উপর নজর রাখছে, এদেশে এখনই এই নিয়ে উদ্বেগের কিছু নেই ৷

কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে যে চিঠি দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে, হাসপাতালগুলি ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ মোকাবিলায় কতটা প্রস্তুত তা খতিয়ে দেখতে হবে ৷ শয্যা, ওযুধ ও ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের পর্যাপ্ত জোগান রয়েছে কি না, তাও দেখে রাখতে হবে ৷ সংক্রমণ রোধ ব্যবস্থা, অক্সিজেন প্ল্যান্ট, টেস্টেং কিটস, পিপিই কিট, মেডিক্যাল অক্সিজেন, অ্যান্টিবায়োটিকের পর্যাপ্ত জোগান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতালগুলিকে ৷

ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ ও গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যার মোকাবিলায় নিয়মিত নজরদারির কথাও বলা হয়েছে এই চিঠিতে ৷ কোভিড মোকাবিলায় যেরকম সতর্কতা অবলম্বন করা হয়েছিল, এক্ষেত্রেও তা মাথায় রাখতে বলা হয়েছে ৷ ইনফ্লুয়েঞ্জার মতো সংক্রমণ ও গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যায় কোনও রোগী আক্রান্ত হলে যাবতীয় তথ্য সঠিক সময়ে নির্দিষ্ট পোর্টালে আপলোড করতে বলা হয়েছে রাজ্যগুলিকে ৷ রোগীদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষাগারে পাঠাতেও বলা হয়েছে ৷ উল্লেখ্য, চিনের উত্তরাংশের এই ইনফ্লুয়েঞ্জা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে হু ৷ চিনের থেকে তারা তথ্যও চেয়ে পাঠিয়েছে ৷

আরও পড়ুন:

  1. বেজিংয়ের হাসপাতালে 'অজানা নিউমোনিয়ায়' আক্রান্ত শিশুদের ভিড় ! চিনের কাছে রিপোর্ট চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
  2. চিনের নিউমোনিয়া পরিস্থিতি উদ্বেগ বাড়াচ্ছে ভারতের রফতানিকারীদের, সংক্রমণ ছড়ালে ব্যবসায় প্রভাব পড়ার শঙ্কা
  3. H3N2 ইনফ্লুয়েঞ্জা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, শুধু সচেতন থাকুন ও নিরাপত্তার নিয়ম মেনে চলুন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.