ETV Bharat / bharat

Cattle Smuggling Case : গরুপাচার কাণ্ডে অনুব্রতকে বাগে আনতে বিকাশই হাতিয়ার সিবিআই-য়ের - CBI will interrogate Bikash Mishra in Cattle Smuggling Case

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গরুপাচার-কাণ্ডের তদন্তে ইতিমধ্যেই চার সপ্তাহ সময় চেয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি । এই অবস্থায় গোয়েন্দাদের অনুমান, গরুপাচার-কাণ্ডে যে সকল তথ্য এবং মিসিং লিঙ্ক রয়েছে, তা জানার জন্য বিকাশ মিশ্রকে হাতিয়ার করা অত্যন্ত প্রয়োজন (CBI to find Anubrata Mandal's connection with Cattle Smuggling Case) ।

Cattle Smuggling
অনুব্রতকে বাগে আনতে বিকাশই হাতিয়ার সিবিআই-য়ের
author img

By

Published : Apr 9, 2022, 10:29 AM IST

Updated : Apr 9, 2022, 7:12 PM IST

কলকাতা, 9 এপ্রিল : 18 এপ্রিল পর্যন্ত গরুপাচার-কাণ্ডে বিকাশ মিশ্রকে হেফাজতে পেয়েছে সিবিআই । সূত্রের খবর, গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের যোগসুত্র খুঁজে পেতে এবার তাকেই হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI will interrogate Bikash Mishra in Cattle Smuggling Case) ।

জানা গিয়েছে, রাজ্যে গরুপাচার-কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই । গরু পাচারের টাকায় কোন কোন প্রভাবশালী লাভবান হয়েছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এছাড়াও সেই টাকা কোন কোন ব্যবসায় লাগানো হয়েছে তা জানতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই-য়ের গোয়েন্দারা । কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইতিমধ্যেই চার সপ্তাহ সময় চেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ।

এই অবস্থায় গোয়েন্দাদের অনুমান, গরুপাচার-কাণ্ডে যে সকল তথ্য এবং মিসিং লিঙ্ক রয়েছে, তা জানার জন্য বিকাশ মিশ্রকে হাতিয়ার করা অত্যন্ত প্রয়োজন । নিজেদের হেফাজতে নিয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে গরুপাচার-কাণ্ডে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে । ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় সিবিআই দফতরে নিয়ে আসা হয়েছে ।

আরও পড়ুন : এবার গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ, নতুন তথ্য মেলার আশায় গোয়েন্দারা

বেআইনি কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) গত বছর মার্চ মাসে দিল্লিতে গ্রেফতার হয় বিকাশ মিশ্র । বেশ কয়েকবার শুনানি ও সিবিআই হেফাজতের পর বিকাশ মিশ্রের জেল হেফাজত হয় । 90 দিন পর জামিনের আবেদন করা হলেও জামিন নামাঞ্জুর হয়ে যায় । গত মার্চ মাসে বারবার তারিখ পরিবর্তন হলেও বিকাশ মিশ্রকে সশরীরে আসানসোল সিবিআই কোর্টে (Asansol CBI Court) হাজির করানো সম্ভব হয়নি ৷ দীর্ঘ টালবাহানার পর গতকাল অবশেষে তাকে আসানসোল সিবিআই কোর্টে সশরীরে হাজির করানো হয় । সিবিআই কোর্টের বিচারক কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে 14 দিনের জেল হেফাজত ও গরুপাচার কাণ্ডে 10 দিনের পুলিশি হেফাজতের (সিবিআই হেফাজত) নির্দেশ দিয়েছেন ৷

কলকাতা, 9 এপ্রিল : 18 এপ্রিল পর্যন্ত গরুপাচার-কাণ্ডে বিকাশ মিশ্রকে হেফাজতে পেয়েছে সিবিআই । সূত্রের খবর, গরুপাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলের যোগসুত্র খুঁজে পেতে এবার তাকেই হাতিয়ার করতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (CBI will interrogate Bikash Mishra in Cattle Smuggling Case) ।

জানা গিয়েছে, রাজ্যে গরুপাচার-কাণ্ডে একাধিক জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই । গরু পাচারের টাকায় কোন কোন প্রভাবশালী লাভবান হয়েছেন তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা ৷ এছাড়াও সেই টাকা কোন কোন ব্যবসায় লাগানো হয়েছে তা জানতেই অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল সিবিআই-য়ের গোয়েন্দারা । কিন্তু শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ইতিমধ্যেই চার সপ্তাহ সময় চেয়েছেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি ।

এই অবস্থায় গোয়েন্দাদের অনুমান, গরুপাচার-কাণ্ডে যে সকল তথ্য এবং মিসিং লিঙ্ক রয়েছে, তা জানার জন্য বিকাশ মিশ্রকে হাতিয়ার করা অত্যন্ত প্রয়োজন । নিজেদের হেফাজতে নিয়ে বিকাশ মিশ্রকে জিজ্ঞাসাবাদ করলে গরুপাচার-কাণ্ডে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে । ফলে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য কলকাতায় সিবিআই দফতরে নিয়ে আসা হয়েছে ।

আরও পড়ুন : এবার গরু পাচারকাণ্ডে সিবিআই হেফাজতে বিকাশ, নতুন তথ্য মেলার আশায় গোয়েন্দারা

বেআইনি কয়লা কাণ্ডে (Coal Smuggling Case) গত বছর মার্চ মাসে দিল্লিতে গ্রেফতার হয় বিকাশ মিশ্র । বেশ কয়েকবার শুনানি ও সিবিআই হেফাজতের পর বিকাশ মিশ্রের জেল হেফাজত হয় । 90 দিন পর জামিনের আবেদন করা হলেও জামিন নামাঞ্জুর হয়ে যায় । গত মার্চ মাসে বারবার তারিখ পরিবর্তন হলেও বিকাশ মিশ্রকে সশরীরে আসানসোল সিবিআই কোর্টে (Asansol CBI Court) হাজির করানো সম্ভব হয়নি ৷ দীর্ঘ টালবাহানার পর গতকাল অবশেষে তাকে আসানসোল সিবিআই কোর্টে সশরীরে হাজির করানো হয় । সিবিআই কোর্টের বিচারক কয়লা কাণ্ডে বিকাশ মিশ্রকে 14 দিনের জেল হেফাজত ও গরুপাচার কাণ্ডে 10 দিনের পুলিশি হেফাজতের (সিবিআই হেফাজত) নির্দেশ দিয়েছেন ৷

Last Updated : Apr 9, 2022, 7:12 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.