ধারওয়াড় (কর্নাটক), 21 অগস্ট: খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা ! তিনি যাতে নিজের পছন্দের হোটেলে প্রেমিকার সঙ্গে থাকতে পারেন, করা হল তারই বন্দোবস্ত ! কাঠগড়ায় কর্নাটক পুলিশ (Karnataka Police) ৷ অভিযোগ, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরাই নাকি এই বিশেষ ব্যবস্থা করেছিলেন ! ধারওয়াড় শহরের (Dharwad City) এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে (Case Filed Against Cops) ৷
রবিবার কর্নাটক পুলিশের তরফ থেকে জানানো হয়, খুনের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাচ্চা খান (Bachcha Khan) ৷ প্রথমে তাঁকে পাকড়াও করে বরেলি পুলিশ ৷ শনিবার অভিযুক্তকে ধারওয়াড়ের আদালতে পেশ করার কথা ছিল ৷ সেই অনুসারেই গোটা প্রক্রিয়া সারা হয় ৷ কিন্তু, এরপর আদালতের নির্দেশ মাফিক অভিযুক্তকে আবারও পুলিশের গাড়িতেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, বাস্তবে তেমনটা করা হয়নি ৷ বদলে একটি হোটেলের ঘরে বাচ্চা খানের থাকার ব্যবস্থা করা হয় ৷ সেই একই ঘরে সেই সময় বাচ্চার সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ! ঘরের দরজার বাইরে পাহারায় ছিলেন দু'জন পুলিশকর্মী !
আরও পড়ুন: দলিত যুবককে হাওয়াই চটির মার, হাজতে গ্রাম প্রধান
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বাচ্চার সঙ্গে সময় কাটাবেন বলেই নাকি তাঁর প্রেমিকা শনিবার বেঙ্গালুরু থেকে ধারওয়াড় আসেন ! এরপর তিনি পৌঁছে যান নির্দিষ্ট হোটেলের ঘরে ৷ সেখানেই প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকেন ৷ পরে পুলিশ বাচ্চা খানকে সেখানে পৌঁছে দেয় ৷ ইতিমধ্যে এই খবর পৌঁছে যায় অন্য একটি থানার পুলিশের কাছে ৷ তারা জানতে পারে, পুলিশেরই একাংশ আইন ভেঙেছে ৷ এরপরই ওই হোটেলে অভিযান চালানো হয় ৷ সেখান থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় বাচ্চা খানকে ৷
পরবর্তীতে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, বাচ্চা খানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছে ৷ পুলিশের হাতে গ্রেফতারও হতে হয়েছে তাঁকে ৷ তবে, এবার কেন তাঁর জন্য এমন বিশেষ আয়োজন করা হল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷