ETV Bharat / bharat

Case Filed Against Cops in Dharwad খুনে অভিযুক্তকে প্রেমিকার সঙ্গে হোটেলে থাকার অনুমতি, বিপাকে পুলিশ - বাচ্চা খান

খুনে অভিযুক্ত ব্যক্তিকে প্রেমিকার সঙ্গে হোটেলে থাকার অনুমতি দিল পুলিশ ৷ কর্নাটকের ধারওয়াড় শহরের (Dharwad City) ঘটনা ৷ সমালোচনার মধ্যেই অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হল (Case Filed Against Cops) ৷

Case Filed Against Cops in Dharwad as they allowed to stay Murder accused with lover
Case Filed Against Cops in Dharwad খুনে অভিযুক্তকে প্রেমিকার সঙ্গে হোটেলে থাকার অনুমতি, বিপাকে পুলিশ
author img

By

Published : Aug 21, 2022, 9:13 PM IST

ধারওয়াড় (কর্নাটক), 21 অগস্ট: খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা ! তিনি যাতে নিজের পছন্দের হোটেলে প্রেমিকার সঙ্গে থাকতে পারেন, করা হল তারই বন্দোবস্ত ! কাঠগড়ায় কর্নাটক পুলিশ (Karnataka Police) ৷ অভিযোগ, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরাই নাকি এই বিশেষ ব্যবস্থা করেছিলেন ! ধারওয়াড় শহরের (Dharwad City) এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে (Case Filed Against Cops) ৷

রবিবার কর্নাটক পুলিশের তরফ থেকে জানানো হয়, খুনের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাচ্চা খান (Bachcha Khan) ৷ প্রথমে তাঁকে পাকড়াও করে বরেলি পুলিশ ৷ শনিবার অভিযুক্তকে ধারওয়াড়ের আদালতে পেশ করার কথা ছিল ৷ সেই অনুসারেই গোটা প্রক্রিয়া সারা হয় ৷ কিন্তু, এরপর আদালতের নির্দেশ মাফিক অভিযুক্তকে আবারও পুলিশের গাড়িতেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, বাস্তবে তেমনটা করা হয়নি ৷ বদলে একটি হোটেলের ঘরে বাচ্চা খানের থাকার ব্যবস্থা করা হয় ৷ সেই একই ঘরে সেই সময় বাচ্চার সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ! ঘরের দরজার বাইরে পাহারায় ছিলেন দু'জন পুলিশকর্মী !

আরও পড়ুন: দলিত যুবককে হাওয়াই চটির মার, হাজতে গ্রাম প্রধান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বাচ্চার সঙ্গে সময় কাটাবেন বলেই নাকি তাঁর প্রেমিকা শনিবার বেঙ্গালুরু থেকে ধারওয়াড় আসেন ! এরপর তিনি পৌঁছে যান নির্দিষ্ট হোটেলের ঘরে ৷ সেখানেই প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকেন ৷ পরে পুলিশ বাচ্চা খানকে সেখানে পৌঁছে দেয় ৷ ইতিমধ্যে এই খবর পৌঁছে যায় অন্য একটি থানার পুলিশের কাছে ৷ তারা জানতে পারে, পুলিশেরই একাংশ আইন ভেঙেছে ৷ এরপরই ওই হোটেলে অভিযান চালানো হয় ৷ সেখান থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় বাচ্চা খানকে ৷

পরবর্তীতে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, বাচ্চা খানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছে ৷ পুলিশের হাতে গ্রেফতারও হতে হয়েছে তাঁকে ৷ তবে, এবার কেন তাঁর জন্য এমন বিশেষ আয়োজন করা হল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷

ধারওয়াড় (কর্নাটক), 21 অগস্ট: খুনের ঘটনায় অভিযুক্ত ব্যক্তির জন্য বিশেষ ব্যবস্থা ! তিনি যাতে নিজের পছন্দের হোটেলে প্রেমিকার সঙ্গে থাকতে পারেন, করা হল তারই বন্দোবস্ত ! কাঠগড়ায় কর্নাটক পুলিশ (Karnataka Police) ৷ অভিযোগ, পুলিশের সংশ্লিষ্ট আধিকারিকরাই নাকি এই বিশেষ ব্যবস্থা করেছিলেন ! ধারওয়াড় শহরের (Dharwad City) এই ঘটনা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে (Case Filed Against Cops) ৷

রবিবার কর্নাটক পুলিশের তরফ থেকে জানানো হয়, খুনের ঘটনায় অভিযুক্ত ওই ব্যক্তির নাম বাচ্চা খান (Bachcha Khan) ৷ প্রথমে তাঁকে পাকড়াও করে বরেলি পুলিশ ৷ শনিবার অভিযুক্তকে ধারওয়াড়ের আদালতে পেশ করার কথা ছিল ৷ সেই অনুসারেই গোটা প্রক্রিয়া সারা হয় ৷ কিন্তু, এরপর আদালতের নির্দেশ মাফিক অভিযুক্তকে আবারও পুলিশের গাড়িতেই নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেওয়ার কথা ছিল ৷ কিন্তু, বাস্তবে তেমনটা করা হয়নি ৷ বদলে একটি হোটেলের ঘরে বাচ্চা খানের থাকার ব্যবস্থা করা হয় ৷ সেই একই ঘরে সেই সময় বাচ্চার সঙ্গে ছিলেন তাঁর প্রেমিকা ! ঘরের দরজার বাইরে পাহারায় ছিলেন দু'জন পুলিশকর্মী !

আরও পড়ুন: দলিত যুবককে হাওয়াই চটির মার, হাজতে গ্রাম প্রধান

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুধুমাত্র বাচ্চার সঙ্গে সময় কাটাবেন বলেই নাকি তাঁর প্রেমিকা শনিবার বেঙ্গালুরু থেকে ধারওয়াড় আসেন ! এরপর তিনি পৌঁছে যান নির্দিষ্ট হোটেলের ঘরে ৷ সেখানেই প্রেমিকের জন্য অপেক্ষা করতে থাকেন ৷ পরে পুলিশ বাচ্চা খানকে সেখানে পৌঁছে দেয় ৷ ইতিমধ্যে এই খবর পৌঁছে যায় অন্য একটি থানার পুলিশের কাছে ৷ তারা জানতে পারে, পুলিশেরই একাংশ আইন ভেঙেছে ৷ এরপরই ওই হোটেলে অভিযান চালানো হয় ৷ সেখান থেকে পাকড়াও করে নিয়ে যাওয়া হয় বাচ্চা খানকে ৷

পরবর্তীতে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় ৷ প্রসঙ্গত, বাচ্চা খানের বিরুদ্ধে এর আগেও একাধিকবার নানা অভিযোগ উঠেছে ৷ পুলিশের হাতে গ্রেফতারও হতে হয়েছে তাঁকে ৷ তবে, এবার কেন তাঁর জন্য এমন বিশেষ আয়োজন করা হল, সেটা এখনও স্পষ্ট নয় ৷ ঘটনার তদন্ত চলছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.