ETV Bharat / bharat

Victory Processions Banned: বিজয় মিছিল নিষিদ্ধ, চিঠি পাঠিয়ে মনে করিয়ে দিল কমিশন

বিজয় মিছিল নিষিদ্ধ (Victory Processions Banned) ৷ উপনির্বাচনের ফলপ্রকাশের (Bypoll Counting) দিনই পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়ে সে কথা মনে করিয়ে দিল নির্বাচন কমিশন (Election Commission) ৷

Bypoll counting: Election Commission reminds its CEOs of ban on victory processions
বিজয় মিছিল নিষিদ্ধ, চিঠি পাঠিয়ে মনে করিয়ে দিল কমিশন
author img

By

Published : Nov 2, 2021, 5:37 PM IST

নয়াদিল্লি, 2 নভেম্বর: উপনির্বাচনে ফলপ্রকাশের (Bypoll Counting) পর বিজয় মিছিল (Victory Processions Banned) করতে পারবে না কোনও দল ৷ বিধানসভা নির্বাচনের সময়ই এই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)৷ সেই নির্দেশই অব্যাহত থাকছে উপনির্বাচনের ক্ষেত্রেও ৷ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে সে কথাই আবার মনে করিয়ে দিল নির্বাচন কমিশন ৷

30 অক্টোবর 29টি বিধানসভা আসন ও তিনটি লোকসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হয় ৷ আজ ছিল তার ভোটগণনা ৷ কোভিড বিধির কথা মাথায় রেখে এই ভোটের ক্ষেত্রেও ফলপ্রকাশের পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, কর্নাটক, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, তেলাঙ্গানা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ কমিশন জানিয়ে দিয়েছে, এপ্রিল মাসে বিজয় মিছিলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বজায় থাকবে উপনির্বাচনের ক্ষেত্রেও ৷

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

27 এপ্রিলের নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে চিঠিতে কমিশন লিখেছে, "গণনার পর কোনও বিজয় মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না ৷ বিজয়ী প্রার্থী যখন রিটার্নিং অফিসারের থেকে উপনির্বাচনে জেতার শংসাপত্র নিতে যাবেন, তখন তাঁর সঙ্গে 2 জনের বেশি থাকলে তাতে অনুমতি দেওয়া হবে না ৷"

আরও পড়ুন: Trinamool Congress : উপনির্বাচনে বাংলায় সবুজ ঝড় পরিণত হল সাইক্লোনে

রাজ্যে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে ৷ অপরদিকে, খড়দায় 93 হাজার 832 ভোটে এবং শান্তিপুরে 63 হাজার 892 ভোটে জয়লাভ করেছে তৃণমূল ৷ জয়ের পরই কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

নয়াদিল্লি, 2 নভেম্বর: উপনির্বাচনে ফলপ্রকাশের (Bypoll Counting) পর বিজয় মিছিল (Victory Processions Banned) করতে পারবে না কোনও দল ৷ বিধানসভা নির্বাচনের সময়ই এই নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন (Election Commission)৷ সেই নির্দেশই অব্যাহত থাকছে উপনির্বাচনের ক্ষেত্রেও ৷ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে সে কথাই আবার মনে করিয়ে দিল নির্বাচন কমিশন ৷

30 অক্টোবর 29টি বিধানসভা আসন ও তিনটি লোকসভা আসনে উপনির্বাচন সম্পন্ন হয় ৷ আজ ছিল তার ভোটগণনা ৷ কোভিড বিধির কথা মাথায় রেখে এই ভোটের ক্ষেত্রেও ফলপ্রকাশের পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, হিমাচলপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, কর্নাটক, মহারাষ্ট্র, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, রাজস্থান, তেলাঙ্গানা, দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-এর মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন ৷ কমিশন জানিয়ে দিয়েছে, এপ্রিল মাসে বিজয় মিছিলের উপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, তা বজায় থাকবে উপনির্বাচনের ক্ষেত্রেও ৷

আরও পড়ুন: Mamata Banerjee : চার আসনের উপনির্বাচনে মানুষের জয়, টুইট মমতার

27 এপ্রিলের নির্দেশিকার কথা মনে করিয়ে দিয়ে চিঠিতে কমিশন লিখেছে, "গণনার পর কোনও বিজয় মিছিলে অনুমতি দেওয়া হচ্ছে না ৷ বিজয়ী প্রার্থী যখন রিটার্নিং অফিসারের থেকে উপনির্বাচনে জেতার শংসাপত্র নিতে যাবেন, তখন তাঁর সঙ্গে 2 জনের বেশি থাকলে তাতে অনুমতি দেওয়া হবে না ৷"

আরও পড়ুন: Trinamool Congress : উপনির্বাচনে বাংলায় সবুজ ঝড় পরিণত হল সাইক্লোনে

রাজ্যে খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটার উপনির্বাচনে বিপুল ব্যবধানে জয়ী হয়েছে তৃণমূল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের দল দিনহাটায় 1 লাখ 64 হাজার 89 ভোটে এবং গোসাবায় 1 লাখ 43 হাজার 51 ভোটে জয়ী হয়েছে ৷ অপরদিকে, খড়দায় 93 হাজার 832 ভোটে এবং শান্তিপুরে 63 হাজার 892 ভোটে জয়লাভ করেছে তৃণমূল ৷ জয়ের পরই কর্মীদের সংযত থাকার বার্তা দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

আরও পড়ুন : Abhishek Banerjee: উপনির্বাচনে ধুলিসাৎ বিজেপিকে দীপাবলির শুভেচ্ছা জানিয়ে কটাক্ষ অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.