অযোধ্যা, 25 মে : পশ্চিমবঙ্গে নির্বাচন পরবর্তী হিংসা চলছে ৷ তাই এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা উচিত ৷ এমনটাই মনে করেন জগদগুরু পরমহংস আচার্য ৷ কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি না করলে তিনি আগুনে আত্মাহুতি দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই ধর্মগুরু ৷ আর দাবি আদায়ে তিনি কেন্দ্রীয় সরকারকে 24 ঘণ্টার সময়সীমাও বেঁধে দিয়েছেন ৷
জগদগুরু পরমহংস আচার্যের অভিযোগ, 2 মে নির্বাচনের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীরা আক্রান্ত ৷ অনেককে খুন করা হয়েছে ৷ অপরাধীদের তিনি যোগ্য জবাব দিতেই পারেন ৷ কিন্তু তিনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না ৷ তাঁর দাবি, গণতন্ত্রে কে কাকে ভোট দেবেন তার অধিকার সংবিধান দিয়েছে ৷ কিন্তু ভোটের ফল প্রকাশিত হওয়ার পর থেকে অনুপ্রবেশকারীদের হাতে হিন্দুরা আক্রান্ত হচ্ছেন ৷
আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা নিয়ে রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট
তাঁর আরও অভিযোগ, এখনও পর্যন্ত 5 হাজার বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে ৷ কয়েক হাজার নাবালিকা ধর্ষিতা হয়েছে ৷ সম্পত্তি লুঠপাট করা হচ্ছে ৷