ETV Bharat / bharat

প্রতিরক্ষা খাতে গত 15 বছরের মধ্যে সর্বাধিক বরাদ্দ বাজেটে - কেন্দ্রীয় অর্থমন্ত্রী

প্রতিরক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ালেন নির্মলা সীতারমন৷ গত 15 বছরে যা সর্বাধিক৷ প্রতিরক্ষা খাতে 2021-22 অর্থবর্ষে 4 লাখ 78 হাজার কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা৷ যারমধ্যে মূলধনী খরচের জন্য নির্দিষ্ট করা হয়েছে 1 লাখ 35 হাজার কোটি টাকা৷ যা দিয়ে নতুন মিলিটারি হার্ডওয়্যার কেনা যাবে৷

union budget 2021_budget gives 19% more buying power to defence forces
প্রতিরক্ষা খাতে রেকর্ডবৃদ্ধি বাজেট বরাদ্দের
author img

By

Published : Feb 1, 2021, 8:11 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিরক্ষা খাতে 19 শতাংশ বরাদ্দ বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ যা এক ধাক্কায় প্রতিরক্ষাবাহিনীগুলির ক্রয়ক্ষমতা বাড়িয়ে দিল অনেকটাই৷ তথ্য বলছে, গত 15 বছরে যা সর্বাধিক৷

সোমবার সংসদে তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা৷ তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 4 লাখ 78 হাজার কোটি টাকা৷ এরমধ্যে মূলধনী খরচের জন্য নির্দিষ্ট করা হয়েছে 1 লাখ 35 হাজার কোটি টাকা৷ যা দিয়ে নতুন মিলিটারি হার্ডওয়্যার কেনা যাবে৷ অর্থমন্ত্রীর এই পদক্ষেপের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

এদিন রাজনাথ তাঁর টুইটারে লেখেন, ‘‘2021-22 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে 4 লাখ 78 হাজার কোটি টাকা করার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ৷ যার মধ্যে মূলধনী খরচের পরিমাণ রাখা হয়েছে 1 লাখ 35 হাজার কোটি টাকা৷ গত 15 বছরে এই বরাদ্দ বৃদ্ধি সর্বাধিক৷’’

  • I specially thank PM& FM for increasing the defence budget to 4.78 lakh cr for FY21-22 which includes capital expenditure worth Rs 1.35 lakh crore. It is nearly19 percent increase in Defence capital expenditure. This is highest ever increase in capital outlay for defence in 15yrs

    — Rajnath Singh (@rajnathsingh) February 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আত্মনির্ভর হওয়ার দিশা দেখছেন মোদি, 'শিল্পপতিদের বাজেট'; কটাক্ষ ইয়েচুরির

গত বছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত 20 হাজার 776 কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল মূলধনী বাজেট হিসাবে৷ যার অর্থ, ওই খরচ ছিল পরিকল্পনা বহির্ভূত৷ সূত্রের খবর, লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্য়া শুরু হওয়ার পর এই অতিরিক্ত বরাদ্দ খরচ করেই জরুরি ভিত্তিতে অস্ত্রশস্ত্র কিনেছিল তিন প্রতিরক্ষাবাহিনী৷

দিল্লি, 1 ফেব্রুয়ারি : প্রতিরক্ষা খাতে 19 শতাংশ বরাদ্দ বাড়ালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ যা এক ধাক্কায় প্রতিরক্ষাবাহিনীগুলির ক্রয়ক্ষমতা বাড়িয়ে দিল অনেকটাই৷ তথ্য বলছে, গত 15 বছরে যা সর্বাধিক৷

সোমবার সংসদে তৃতীয়বারের জন্য কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা৷ তাতে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছে 4 লাখ 78 হাজার কোটি টাকা৷ এরমধ্যে মূলধনী খরচের জন্য নির্দিষ্ট করা হয়েছে 1 লাখ 35 হাজার কোটি টাকা৷ যা দিয়ে নতুন মিলিটারি হার্ডওয়্যার কেনা যাবে৷ অর্থমন্ত্রীর এই পদক্ষেপের জন্য তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷

এদিন রাজনাথ তাঁর টুইটারে লেখেন, ‘‘2021-22 অর্থবর্ষে প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়িয়ে 4 লাখ 78 হাজার কোটি টাকা করার জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ৷ যার মধ্যে মূলধনী খরচের পরিমাণ রাখা হয়েছে 1 লাখ 35 হাজার কোটি টাকা৷ গত 15 বছরে এই বরাদ্দ বৃদ্ধি সর্বাধিক৷’’

  • I specially thank PM& FM for increasing the defence budget to 4.78 lakh cr for FY21-22 which includes capital expenditure worth Rs 1.35 lakh crore. It is nearly19 percent increase in Defence capital expenditure. This is highest ever increase in capital outlay for defence in 15yrs

    — Rajnath Singh (@rajnathsingh) February 1, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন: আত্মনির্ভর হওয়ার দিশা দেখছেন মোদি, 'শিল্পপতিদের বাজেট'; কটাক্ষ ইয়েচুরির

গত বছরের কেন্দ্রীয় বাজেটে প্রতিরক্ষা খাতে অতিরিক্ত 20 হাজার 776 কোটি টাকা বরাদ্দ করতে হয়েছিল মূলধনী বাজেট হিসাবে৷ যার অর্থ, ওই খরচ ছিল পরিকল্পনা বহির্ভূত৷ সূত্রের খবর, লাদাখে চিনের সঙ্গে সীমান্ত সমস্য়া শুরু হওয়ার পর এই অতিরিক্ত বরাদ্দ খরচ করেই জরুরি ভিত্তিতে অস্ত্রশস্ত্র কিনেছিল তিন প্রতিরক্ষাবাহিনী৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.