অমৃতসর, 7 মার্চ: পঞ্জাব সীমান্তে পাকিস্তানের ড্রোনকে গুলি করে নামালেন বিএসএফ জওয়ানরা (BSF Shoots Down Drone) ৷ রাত 3টেয় ভারত-পাকিস্তান বর্ডারে পাহারা দেওয়ার সময় ড্রোনটির শব্দ শুনতে পান বিএসএফের জওয়ানরা ৷
বিএসএফের তরফে জানানো হয়েছে, পাকিস্তানের দিক থেকে আসা ড্রোনটি পঞ্জাবের ফিরোজপুর সেক্টরে নামানোর চেষ্টা হয় ৷ ড্রোনটিকে দেখতে পেয়ে তৎক্ষণাৎ সেটিকে গুলি করে নামানো হয় ৷ ড্রোনটি থেকে পাঁচ প্যাকেট মাদক দ্রব্যও উদ্ধার করা হয়েছে ৷
বিএসএফের এক আধিকারিক জানিয়েছেন, রাত 3টে নাগাদ জওয়ানরা শব্দ শুনতে পান ৷ এরপরেই 'প্যারা বম্ব' দিয়ে এলাকাটিকে আলোকিত করা হয় ড্রোনটিকে দেখার জন্য ৷ এরপর ড্রোনটিকে গুলি করার পর বিএসএফ জওয়ানরা একটি সবুজ রংয়ের ব্যাগও উদ্ধার করে ৷ সঙ্গে ছিল হলুদ রংয়ের প্যাকেটে মোড়া বেশ কয়েকটি প্যাকেট ৷ যে প্যাকেটগুলির ওজন প্রায় 4 কেজির মত ৷
আরও পড়ুন: প্যালেস্তাইনে ভারতীয় দূত মুকুল আর্যর রহস্যমৃত্যু
এর আগে 2021 সালেও বিএসএফের জওয়ানরা অস্ত্র এবং গোলাবারুদ বহনকারী ড্রোনকে ধ্বংস করেছিল ৷ বিএসএফ ফিরোজপুর সেক্টর ওয়ান সীমান্ত চৌকির কাছে পঞ্জাবের ভারত-পাকিস্তান সীমান্ত বরাবর একটি চিনের তৈরি ড্রোনকে গুলি করে নামিয়েছিলেন বিএসএফের জওয়ানরা ৷