ETV Bharat / bharat

Pak Intruder Arrested: গুজরাতে বিএসএফ ধরল পাকিস্তানি অনুপ্রবেশকারীকে - গুজরাতের বনাসকাঁথা জেলা

বিএসএফের তরফে পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে ৷ পুলিশ ধৃতকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে ৷

Pak Intruder Arrested
Pak Intruder Arrested
author img

By

Published : Apr 5, 2023, 6:58 PM IST

বনাসকাঁথা (গুজরাত), 5 এপ্রিল: গুজরাতের বনাসকাঁথা জেলার আন্তর্জাতিক সীমান্তে মঙ্গলবার বিএসএফের জওয়ানরা একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে ৷ অভিযুক্তকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নগরপারকারের বাসিন্দা দয়া রাম হিসাবে চিহ্নিত করা হয়েছে । বিএসএফের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য দেওয়া হয়েছে ৷

বিএসএফ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তকে জেরা করা হবে ৷ এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, “গত 4 এপ্রিল বনাসকাঁথা জেলার নাদেশ্বরীতে বিএসএফ জওয়ানরা এক পাকিস্তানি নাগরিককে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার অতিক্রম করতে দেখেন । নাদেশ্বরী সীমান্ত ফাঁড়ির কাছে কাঁটাতারের গেটে উঠতে দেখা মাত্রই তাকে আটক করা হয় ।’’

প্রসঙ্গ, ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ধরা বা গুলি করে হত্যার এরকম বেশ কয়েকটি ঘটনা অতীতে রিপোর্ট করা হয়েছে । গত বছর ডিসেম্বরে পাকিস্তান থেকে রাজস্থানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হয় । ঘটনাটি ঘটে রাজস্থানের শ্রী গঙ্গানগরের হারমুখ চেকপোস্টের কাছে 14 এস গ্রামে । পাক রেঞ্জার্স তখন মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করে বলেও সূত্র মারফত জানা গিয়েছিল ৷

অন্যদিকে গত 27 অগস্ট, জম্মুর আরিনা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্যরা একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করে । এর আগে 25 অগস্ট বিএসএফ জওয়ান জম্মুর সাম্বা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মাদক পাচারকারী পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছিল ।

21 অগস্ট আরেকটি ঘটনায় নওশেরা শহরের সেহার মাকরি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জওয়ানরা একটি অনুপ্রবেশকারীকে গুলি করে ও আটক করে ৷ তদন্তে জানা যায় যে ওই ব্যক্তি আত্মঘাতী হামলার জন্য পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ৷

গুজরাতে দয়া রাম নামে যে ধরা পড়েছে, তার সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে, নাকি সে অন্য কোনও কারণে এপারে আসার চেষ্টা করছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : গুলি চালাল বিএসএফ! রাজস্থানে জখম পাকিস্তানি অনুপ্রবেশকারী

বনাসকাঁথা (গুজরাত), 5 এপ্রিল: গুজরাতের বনাসকাঁথা জেলার আন্তর্জাতিক সীমান্তে মঙ্গলবার বিএসএফের জওয়ানরা একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করেছে ৷ অভিযুক্তকে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নগরপারকারের বাসিন্দা দয়া রাম হিসাবে চিহ্নিত করা হয়েছে । বিএসএফের তরফে বিবৃতি দিয়ে এই তথ্য দেওয়া হয়েছে ৷

বিএসএফ তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে ৷ পুলিশের তরফে তদন্ত শুরু হয়েছে৷ অভিযুক্তকে জেরা করা হবে ৷ এদিকে বিএসএফের তরফে জানানো হয়েছে, “গত 4 এপ্রিল বনাসকাঁথা জেলার নাদেশ্বরীতে বিএসএফ জওয়ানরা এক পাকিস্তানি নাগরিককে আন্তর্জাতিক সীমান্তের কাঁটাতার অতিক্রম করতে দেখেন । নাদেশ্বরী সীমান্ত ফাঁড়ির কাছে কাঁটাতারের গেটে উঠতে দেখা মাত্রই তাকে আটক করা হয় ।’’

প্রসঙ্গ, ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় পাকিস্তানি অনুপ্রবেশকারীদের ধরা বা গুলি করে হত্যার এরকম বেশ কয়েকটি ঘটনা অতীতে রিপোর্ট করা হয়েছে । গত বছর ডিসেম্বরে পাকিস্তান থেকে রাজস্থানে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করার সময় সীমান্ত নিরাপত্তা বাহিনীর গুলিতে একজন নিহত হয় । ঘটনাটি ঘটে রাজস্থানের শ্রী গঙ্গানগরের হারমুখ চেকপোস্টের কাছে 14 এস গ্রামে । পাক রেঞ্জার্স তখন মৃতদেহ গ্রহণ করতে অস্বীকার করে বলেও সূত্র মারফত জানা গিয়েছিল ৷

অন্যদিকে গত 27 অগস্ট, জম্মুর আরিনা সেক্টরে আন্তর্জাতিক সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্স সদস্যরা একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে আটক করে । এর আগে 25 অগস্ট বিএসএফ জওয়ান জম্মুর সাম্বা এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মাদক পাচারকারী পাকিস্তানি অনুপ্রবেশকারীকে গুলি করে হত্যা করেছিল ।

21 অগস্ট আরেকটি ঘটনায় নওশেরা শহরের সেহার মাকরি এলাকায় নিয়ন্ত্রণ রেখা বরাবর জওয়ানরা একটি অনুপ্রবেশকারীকে গুলি করে ও আটক করে ৷ তদন্তে জানা যায় যে ওই ব্যক্তি আত্মঘাতী হামলার জন্য পাকিস্তানের দিক থেকে ভারতে অনুপ্রবেশ করেছিল ৷

গুজরাতে দয়া রাম নামে যে ধরা পড়েছে, তার সঙ্গে জঙ্গিদের কোনও যোগ আছে, নাকি সে অন্য কোনও কারণে এপারে আসার চেষ্টা করছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ ৷

আরও পড়ুন : গুলি চালাল বিএসএফ! রাজস্থানে জখম পাকিস্তানি অনুপ্রবেশকারী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.