আগরতলা, 11 অক্টোবর : 47 কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার (Brown Sugar) উদ্ধার করল অসম পুলিশ (Assam Police) ও বিএসএফ (BSF) ৷ মিজোরাম থেকে ওই মাদক ত্রিপুরায় আনা হচ্ছিল বলে জানা গিয়েছে ৷
এই নিয়ে বিএসএফের তরফে একটি প্রেস রিলিজ দেওয়া হয়েছে ৷ সেখানে জানানো হয়েছে যে গত 11 অক্টোবর মাদক পাচারের খবর সূত্র মারফত বিএসএফের কাছে আসে ৷ সেই মতো বিএসএফের মিজোরামে থাকা 7 ব্যাটালিয়ন ও কাছার ফ্রন্টিয়ারের জওয়ানরা করিমগঞ্জ পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালান ৷
মিজোরাম থেকে ত্রিপুরা যাওয়ার পথে একটি ট্রাককে আটক করা হয় অসমের করিমগঞ্জে ৷ স্থানীয় রেল স্টেশনের কাছে ওই ট্রাকটিকে আটক করা হয় ৷ মঙ্গলবার রাত 1টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ উদ্ধার হয় 764টি সাবানের বাক্স ৷ তার মধ্যেই ব্রাউন সুগার ছিল ৷
বিএসএফের তরফে জানানো হয়েছে, 9.477 কিলোগ্রামের ব্রাউন সুগার উদ্ধার হয়েছে ৷ যার মূল্য প্রায় 47.4 কোটি টাকা ৷ ওই ট্রাকের চালককে আটক করা হয়েছে ৷ আপাতত ওই ট্রাক চালককে জেরা করে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে করিমগঞ্জের পুলিশ (Karimganj Police) ৷
আরও পড়ুন : 60 লক্ষেরও বেশি নগদ উদ্ধার করল নৈহাটি জিআরপিএফ, আটক এক