ETV Bharat / bharat

683 কোটি অনুদান পেয়ে দেশের আঞ্চলিক দলগুলোর মধ্যে এগিয়ে বিআরএস, জানাল কমিশন

BRS got Rs 683 crore as donations said by ECI. জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিভিন্ন মাধ্যমে দেশের আঞ্চলিক দলগুলোর প্রাপ্ত তহবিল প্রকাশ করেছে। আর সেই পরিসংখ্য়ানেই দেখা যাচ্ছে দেশের যেকোনও আঞ্চলিক দলের তুলনায় সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিআরএস। দলে মোট 64.03 কোটি টাকার অনুদানের মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে মন্ত্রী, জনপ্রতিনিধি, নেতা এবং তাদের পরিবারের সদস্য এবং তাদের সংগঠন থেকে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 24, 2023, 10:48 PM IST

হায়দরাবাদ, 24 নভেম্বর: বিভিন্ন মাধ্যমে 2022-23 সালের জন্য ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) মোট 683 কোটি 6 লক্ষ 70 হাজার 500 টাকার অনুদান সংগ্রহ করেছে ৷ এতে নির্বাচনী বন্ড আকারে 529 কোটি তিন লক্ষ 70 হাজার টাকা, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে 90 কোটি টাকা এবং ব্যক্তি ও সংস্থার কাছ থেকে 64 কোটি তিন লক্ষ 500 টাকা অনুদান নিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের পার্টি ৷

জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিভিন্ন মাধ্যমে দেশের আঞ্চলিক দলগুলোর প্রাপ্ত তহবিল প্রকাশ করেছে। আর সেই পরিসংখ্য়ানেই দেখা যাচ্ছে দেশের যেকোনও আঞ্চলিক দলের তুলনায় সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিআরএস। দলে মোট 64.03 কোটি টাকার অনুদানের মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে মন্ত্রী, জনপ্রতিনিধি, নেতা এবং তাদের পরিবারের সদস্য এবং তাদের সংগঠন থেকে। রাজ্যের অসামরিক সরবরাহ মন্ত্রী গাঙ্গুলা কমলাকার 10 কোটি টাকা, পরিবহণমন্ত্রী পুভভাদা অজয় কুমারের স্ত্রী জয়শ্রী, উদয় কুমারের স্ত্রী এবং তাদের ছেলে নরেন, হনস পাওয়ার অ্যান্ড ইনফ্রা কোম্পানির ডিরেক্টর 10 কোটি টাকা, রাজ্যসভার সদস্য ভাদ্দিরাজু রবিচন্দ্রের গায়ত্রীর গ্রানাইট কোম্পানি 10 কোটি, শ্রমমন্ত্রী চামাকুরা মাল্লারেডি 2 কোটি 75 লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী কল্পনা 2 কোটি 25 লক্ষ টাকা পার্টি ফান্ডে দান করেছেন বলে কমিশন সূত্রে খবর ৷

এমএলসি পি ভেঙ্কটরামরেডির ঘনিষ্ঠ আত্মীয় রাজাপুষ্প 10 কোটি টাকা দান করেছেন। চালমেদা নরসিমা রাও-এর পরিবারের অন্তর্গত চালমেদা ফিডস এবং বিমলা ফিডস, যিনি বর্তমানে ভেমুলাওয়াড়া থেকে বিআরএস প্রার্থী, প্রত্যেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা দান করেছে পার্টি ফান্ডে ৷ কলকাতার এমকেজে এন্টারপ্রাইজেস বিআরএস'কে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে বলেও খবর ৷ কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী বিআরএস-এর পরেই সবচেয়ে বেশি অনুদান পাওয়ার তালিকায় রয়েছে ডিএমকে ৷

বিআরএস-এর পরে আঞ্চলিক দলগুলির মধ্যে ডিএমকে সর্বাধিক 192.22 কোটি টাকা পেয়েছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় থাকা ওয়াইএসআরসিপি 68 কোটি 30 হাজার টাকার অনুদান পেয়েছে ৷ যার মধ্যে 52 কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড আকারে ৷ 16 কোটি টাকা প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে এবং 30 হাজার টাকা অনুদানের ফর্মে এসেছে বলে দাবি করা হয়েছে। টিডিপি 11 কোটি 92 লক্ষ 39 হাজার 124 টাকা পেয়েছে এবং সেই অর্থ ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদানের আকারে সংগ্রহ করা হয়েছিল বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। হায়দরাবাদে অন্যতম রাজনৈতিক দল এমআইএম দল 24 লক্ষ নয় হাজার টাকা অনুদান সংগ্রহ করেছে বলে খবর। তাদের এই অনুদান এসেছে মূলত উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে ৷

আরও পড়ুন

টানেলে 13 দিন! 'শ্রমিক-উদ্ধারের পরবর্তী পর্যায় নিয়ে বেশি ব্যস্ত সরকার,' বললেন উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী

'দম থাকলে মুখ্যমন্ত্রী আগে আমাকে গ্রেফতার করুন,' পালটা হুঁশিয়ারি সুকান্তর

হায়দরাবাদ, 24 নভেম্বর: বিভিন্ন মাধ্যমে 2022-23 সালের জন্য ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) মোট 683 কোটি 6 লক্ষ 70 হাজার 500 টাকার অনুদান সংগ্রহ করেছে ৷ এতে নির্বাচনী বন্ড আকারে 529 কোটি তিন লক্ষ 70 হাজার টাকা, প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে 90 কোটি টাকা এবং ব্যক্তি ও সংস্থার কাছ থেকে 64 কোটি তিন লক্ষ 500 টাকা অনুদান নিয়েছে কে চন্দ্রশেখর রাওয়ের পার্টি ৷

জাতীয় নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিভিন্ন মাধ্যমে দেশের আঞ্চলিক দলগুলোর প্রাপ্ত তহবিল প্রকাশ করেছে। আর সেই পরিসংখ্য়ানেই দেখা যাচ্ছে দেশের যেকোনও আঞ্চলিক দলের তুলনায় সবচেয়ে বেশি অনুদান পেয়েছে বিআরএস। দলে মোট 64.03 কোটি টাকার অনুদানের মধ্যে সবচেয়ে বেশি টাকা এসেছে মন্ত্রী, জনপ্রতিনিধি, নেতা এবং তাদের পরিবারের সদস্য এবং তাদের সংগঠন থেকে। রাজ্যের অসামরিক সরবরাহ মন্ত্রী গাঙ্গুলা কমলাকার 10 কোটি টাকা, পরিবহণমন্ত্রী পুভভাদা অজয় কুমারের স্ত্রী জয়শ্রী, উদয় কুমারের স্ত্রী এবং তাদের ছেলে নরেন, হনস পাওয়ার অ্যান্ড ইনফ্রা কোম্পানির ডিরেক্টর 10 কোটি টাকা, রাজ্যসভার সদস্য ভাদ্দিরাজু রবিচন্দ্রের গায়ত্রীর গ্রানাইট কোম্পানি 10 কোটি, শ্রমমন্ত্রী চামাকুরা মাল্লারেডি 2 কোটি 75 লক্ষ টাকা এবং তাঁর স্ত্রী কল্পনা 2 কোটি 25 লক্ষ টাকা পার্টি ফান্ডে দান করেছেন বলে কমিশন সূত্রে খবর ৷

এমএলসি পি ভেঙ্কটরামরেডির ঘনিষ্ঠ আত্মীয় রাজাপুষ্প 10 কোটি টাকা দান করেছেন। চালমেদা নরসিমা রাও-এর পরিবারের অন্তর্গত চালমেদা ফিডস এবং বিমলা ফিডস, যিনি বর্তমানে ভেমুলাওয়াড়া থেকে বিআরএস প্রার্থী, প্রত্যেকে দুই কোটি টাকা করে মোট চার কোটি টাকা দান করেছে পার্টি ফান্ডে ৷ কলকাতার এমকেজে এন্টারপ্রাইজেস বিআরএস'কে পাঁচ কোটি টাকা অনুদান দিয়েছে বলেও খবর ৷ কমিশনের তরফে দেওয়া তথ্য অনুযায়ী বিআরএস-এর পরেই সবচেয়ে বেশি অনুদান পাওয়ার তালিকায় রয়েছে ডিএমকে ৷

বিআরএস-এর পরে আঞ্চলিক দলগুলির মধ্যে ডিএমকে সর্বাধিক 192.22 কোটি টাকা পেয়েছে। অন্ধ্রপ্রদেশে ক্ষমতায় থাকা ওয়াইএসআরসিপি 68 কোটি 30 হাজার টাকার অনুদান পেয়েছে ৷ যার মধ্যে 52 কোটি টাকা এসেছে নির্বাচনী বন্ড আকারে ৷ 16 কোটি টাকা প্রুডেন্ট ইলেক্টোরাল ট্রাস্ট থেকে এবং 30 হাজার টাকা অনুদানের ফর্মে এসেছে বলে দাবি করা হয়েছে। টিডিপি 11 কোটি 92 লক্ষ 39 হাজার 124 টাকা পেয়েছে এবং সেই অর্থ ব্যক্তি ও সংস্থার কাছ থেকে অনুদানের আকারে সংগ্রহ করা হয়েছিল বলে কমিশন সূত্রে দাবি করা হয়েছে। হায়দরাবাদে অন্যতম রাজনৈতিক দল এমআইএম দল 24 লক্ষ নয় হাজার টাকা অনুদান সংগ্রহ করেছে বলে খবর। তাদের এই অনুদান এসেছে মূলত উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র থেকে ৷

আরও পড়ুন

টানেলে 13 দিন! 'শ্রমিক-উদ্ধারের পরবর্তী পর্যায় নিয়ে বেশি ব্যস্ত সরকার,' বললেন উত্তরাখণ্ডের অর্থমন্ত্রী

'দম থাকলে মুখ্যমন্ত্রী আগে আমাকে গ্রেফতার করুন,' পালটা হুঁশিয়ারি সুকান্তর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.