ETV Bharat / bharat

Paralympics : সুযোগ পেলেন না পাঁচবারের শ্যুটার, প্যারালিম্পিক্স কমিটির কাছে জবাব চাইল দিল্লি হাইকোর্ট

নরেশ কুমারের নাম দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । নাম পাঠানোও হয় তৎপরতার সঙ্গে । কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার তা বাতিল করে দেয় আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটি ।

Paralympics
ফাইল ছবি
author img

By

Published : Aug 6, 2021, 6:18 PM IST

নয়াদিল্লি, 6 অগস্ট : টোকিওয় প্যারালিম্পিক্স শুরু হচ্ছে 24 অগস্ট থেকে । অথচ প্যারাঅলিম্পিক্সে ভারতের হয়ে পাঁচবার প্রতিনিধিত্ব করা শ্যুটার নরেশকুমার শর্মাকে এবার প্রথমে সুযোগ পাননি । কেন তিনি সুযোগ পেলেন না সেই সংক্রান্ত তথ্য আদালতে জানানোর জন্য ভারতের প্যারালিম্পিক্স কমিটি এবং নরেশকুমার শর্মাকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ।

আদালতে নরেশকুমার শর্মার আইনজীবী বরুণ সিং প্যারালিম্পিক্স কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন । পক্ষপাতিত্বের কারণেই তাঁর নাম বাদ পড়েছে বলে অভিযোগ ।

তবে এই ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে প্যারালিম্পিক্স কমিটি । কমিটির পক্ষে আইনজীবী মহাবীর রাওয়াত বলেন, ভারতের প্রতিনিধিত্বের তালিকা পাঠানোর শেষ দিন পেরিয়ে গিয়েছে । এরপরও শ্যুটিংয়ে নরেশকুমারের নাম পাঠানো হয়েছিল কিন্তু আন্তর্জাতিক প্যারালিম্পিক্স সংস্থা তা বাতিল করে দেয় ।

Paralympics
ফাইল ছবি

মহাবীর রাওয়াত আদালতে আরও বলেন, "এটি ক্রিকেটের মতো নয় । এখানে একটি গাণিতিক পদ্ধতিতে বাছাই করা হয় । যিনি বেশি নম্বর পাবেন, তাঁকে বাছাই করা হবে ।"

উল্লেখ্য প্যারালিম্পিক্সের দিন এগিয়ে আসার কারণে নরেশ কুমার মামলাটির দ্রুত নিষ্পত্তি চেয়েছিলেন । কিন্তু দিল্লি হাইকোর্ট তাতে রাজি না হওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । নরেশ কুমারের নাম দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । নাম পাঠানোও হয় তৎপরতার সঙ্গে । কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার তা বাতিল করে দেয় আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটি ।

নয়াদিল্লি, 6 অগস্ট : টোকিওয় প্যারালিম্পিক্স শুরু হচ্ছে 24 অগস্ট থেকে । অথচ প্যারাঅলিম্পিক্সে ভারতের হয়ে পাঁচবার প্রতিনিধিত্ব করা শ্যুটার নরেশকুমার শর্মাকে এবার প্রথমে সুযোগ পাননি । কেন তিনি সুযোগ পেলেন না সেই সংক্রান্ত তথ্য আদালতে জানানোর জন্য ভারতের প্যারালিম্পিক্স কমিটি এবং নরেশকুমার শর্মাকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট ।

আদালতে নরেশকুমার শর্মার আইনজীবী বরুণ সিং প্যারালিম্পিক্স কমিটির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন । পক্ষপাতিত্বের কারণেই তাঁর নাম বাদ পড়েছে বলে অভিযোগ ।

তবে এই ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে প্যারালিম্পিক্স কমিটি । কমিটির পক্ষে আইনজীবী মহাবীর রাওয়াত বলেন, ভারতের প্রতিনিধিত্বের তালিকা পাঠানোর শেষ দিন পেরিয়ে গিয়েছে । এরপরও শ্যুটিংয়ে নরেশকুমারের নাম পাঠানো হয়েছিল কিন্তু আন্তর্জাতিক প্যারালিম্পিক্স সংস্থা তা বাতিল করে দেয় ।

Paralympics
ফাইল ছবি

মহাবীর রাওয়াত আদালতে আরও বলেন, "এটি ক্রিকেটের মতো নয় । এখানে একটি গাণিতিক পদ্ধতিতে বাছাই করা হয় । যিনি বেশি নম্বর পাবেন, তাঁকে বাছাই করা হবে ।"

উল্লেখ্য প্যারালিম্পিক্সের দিন এগিয়ে আসার কারণে নরেশ কুমার মামলাটির দ্রুত নিষ্পত্তি চেয়েছিলেন । কিন্তু দিল্লি হাইকোর্ট তাতে রাজি না হওয়ায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন । নরেশ কুমারের নাম দ্রুত তালিকায় অন্তর্ভুক্ত করানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট । নাম পাঠানোও হয় তৎপরতার সঙ্গে । কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার তা বাতিল করে দেয় আন্তর্জাতিক প্যারালিম্পিক্স কমিটি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.