ETV Bharat / bharat

Naseema Khatoon: নিষিদ্ধ পল্লী থেকে মানবাধিকার কমিশন, লড়াইয়ের আরেক নাম নাসিমা - Naseema Khatoon

মুজাফফরপুরের এক নিষিদ্ধ পল্লীতে জন্ম নাসিমা খাতুনের ৷ লড়াইয়ের দীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনিই এখন জাতীয় মানবাধিকার কমিশনের উপদেষ্টা কমিটির সদস্য (Naseema Khatoon becomes advisor to NHRC) ৷

ETV Bharat
light area girl
author img

By

Published : Nov 11, 2022, 11:03 PM IST

মুজাফফরপুর, 11 নভেম্বর: বিহারের মুজাফফরপুরের নাসিমা খাতুন ৷ জীবনের কঠিন লড়াইয়ের পথ পাড়ি দিয়ে সাফল্যের নয়া দৃষ্টান্ত গড়েছেন এই তরুণী ৷ মুজাফফরপুরের এক নিষিদ্ধ পল্লীতে জন্ম নাসিমার ৷ বেড়ে ওঠাও সেখানেই ৷ এই তরুণীই বর্তমানে জায়গা করে নিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনে ৷ সংস্থার উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন তিনি (Naseema Khatoon becomes advisor to NHRC) ৷

এই প্রসঙ্গে নাসিমা খাতুন জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গড়েছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ সেখানেই তিনি জায়গা পেয়েছেন ৷ এই মঞ্চ ব্যবহার করে সমাজের অবহেলিত ও নির্যাতিতদের কথা সঠিক জায়গায় তিনি পৌঁছে দিতে পারবেন বলে আশাবাদী এই তরুণী ৷ সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের লড়াইয়ে পাশে থাকতে চান নাসিমা (Naseema Khatoon from Muzaffarpur, Bihar) ৷

আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা ! চোর সন্দেহে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে অভিযুক্তকে মারধর

মুজাফফরপুরের চতুর্ভূজ স্থানে জন্ম নাসিমার (Naseema Khatoon Born In Red Light Area) ৷ তাঁর বাবাকে দত্তক নিয়েছিলেন একজন যৌনকর্মী ৷ সেই বৃদ্ধাই বড় করে তোলেন নাসিমাকে ৷ 1995 সালে নতুন জীবন পান তিনি ৷ সেই সময় আইএএস অফিসার রাজবালা ভার্মার উদ্যোগে নিষিদ্ধ পল্লী থেকে বেরিয়ে নতুন কিছু করার, দারিদ্রতা সত্ত্বেও আত্ম-নির্ভর হওয়ার সাহস পান তিনি ৷

নাসিমা বর্তমানে পরচম নামক একটি সংস্থার সহযোগিতায় প্রান্তিক মানুষদের শিক্ষা ও অধিকারের বিষয়ে কাজ করেন ৷ একটি ম্যাগাজিনও চালান তিনি ৷ নিষিদ্ধ পল্লী এলাকার মহিলারা যাতে অন্য কাজ করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন স্থানীয় প্রশাসনের সাহায্যে এখন সেই চেষ্টাই চালাচ্ছেন তিনি ৷

মুজাফফরপুর, 11 নভেম্বর: বিহারের মুজাফফরপুরের নাসিমা খাতুন ৷ জীবনের কঠিন লড়াইয়ের পথ পাড়ি দিয়ে সাফল্যের নয়া দৃষ্টান্ত গড়েছেন এই তরুণী ৷ মুজাফফরপুরের এক নিষিদ্ধ পল্লীতে জন্ম নাসিমার ৷ বেড়ে ওঠাও সেখানেই ৷ এই তরুণীই বর্তমানে জায়গা করে নিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনে ৷ সংস্থার উপদেষ্টা কমিটিতে স্থান পেয়েছেন তিনি (Naseema Khatoon becomes advisor to NHRC) ৷

এই প্রসঙ্গে নাসিমা খাতুন জানিয়েছেন, বিভিন্ন ক্ষেত্রে কাজ করা ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা কমিটি গড়েছে জাতীয় মানবাধিকার কমিশন (National Human Rights Commission) ৷ সেখানেই তিনি জায়গা পেয়েছেন ৷ এই মঞ্চ ব্যবহার করে সমাজের অবহেলিত ও নির্যাতিতদের কথা সঠিক জায়গায় তিনি পৌঁছে দিতে পারবেন বলে আশাবাদী এই তরুণী ৷ সমাজের প্রান্তিক শ্রেণির মানুষদের লড়াইয়ে পাশে থাকতে চান নাসিমা (Naseema Khatoon from Muzaffarpur, Bihar) ৷

আরও পড়ুন: মধ্যযুগীয় বর্বরতা ! চোর সন্দেহে বোরিং লিফটার মেশিনে ঝুলিয়ে অভিযুক্তকে মারধর

মুজাফফরপুরের চতুর্ভূজ স্থানে জন্ম নাসিমার (Naseema Khatoon Born In Red Light Area) ৷ তাঁর বাবাকে দত্তক নিয়েছিলেন একজন যৌনকর্মী ৷ সেই বৃদ্ধাই বড় করে তোলেন নাসিমাকে ৷ 1995 সালে নতুন জীবন পান তিনি ৷ সেই সময় আইএএস অফিসার রাজবালা ভার্মার উদ্যোগে নিষিদ্ধ পল্লী থেকে বেরিয়ে নতুন কিছু করার, দারিদ্রতা সত্ত্বেও আত্ম-নির্ভর হওয়ার সাহস পান তিনি ৷

নাসিমা বর্তমানে পরচম নামক একটি সংস্থার সহযোগিতায় প্রান্তিক মানুষদের শিক্ষা ও অধিকারের বিষয়ে কাজ করেন ৷ একটি ম্যাগাজিনও চালান তিনি ৷ নিষিদ্ধ পল্লী এলাকার মহিলারা যাতে অন্য কাজ করে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারেন স্থানীয় প্রশাসনের সাহায্যে এখন সেই চেষ্টাই চালাচ্ছেন তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.