ETV Bharat / bharat

Bomb recovered from Delhi : সাধারণতন্ত্র দিবসের আগে রাজধানীতে আইইডি উদ্ধার - দিল্লির ফুল মার্কেটে বোমা উদ্ধার

দিল্লিতে নাশকতার ছক বানচাল ৷ পুলিশের তৎপরতায় উদ্ধার হল ফুলের বাজারে রাখা আইইডি বিস্ফোরক ৷

Bomb recovered from Delhi flower market
Bomb recovered from Delhi flower market
author img

By

Published : Jan 14, 2022, 3:17 PM IST

Updated : Jan 14, 2022, 3:44 PM IST

নয়াদিল্লি, 14 জানুয়ারি : কয়েকদিন পরই সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে রাজধানী দিল্লিতে নাশকতার আশঙ্কা ৷ আজ পূর্ব দিল্লির গাজিপুরের একটি ফুলের বাজার থেকে আইইডি উদ্ধার করেছে পুলিশ ৷ পরিত্যক্ত ব্য়াগে রাখা ছিল বোমাটি ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করেছে ৷

ফুলের বাজারের একটি পরিত্যাক্ত বাজারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক ৷ আজ সকালে বাজার পরিষ্কারের সময় ব্যাগটি দেখে সন্দেহ হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড ৷ ফাঁকা করে দেওয়া হয় পুরো এলাকা ৷ ঘটনাস্থলে আসে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, দমকল ইঞ্জিনও ঘটনাস্থলে রাখা হয়েছিল ৷ এরপর আট ফুট গভীর গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে আইইডি-র নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান এনএসজির কমান্ডোরা ৷

আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ? জানালেন রেলমন্ত্রী

কয়েকদিন পরই নেতাজির জন্মদিন ও সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে নাশকতা ছড়াতে গাজিপুরের ওই ব্যস্ত ফুলের বাজারে বিস্ফোরকটি রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ ফুলের বাজারে থাকা 15টি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কে বা কারা বিস্ফোরকটি ফুল বাজারে রেখে গেল তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ বিস্ফোরক আইনের অধীনে দিল্লি পুলিশের স্পেশাল সেলে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

নয়াদিল্লি, 14 জানুয়ারি : কয়েকদিন পরই সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে রাজধানী দিল্লিতে নাশকতার আশঙ্কা ৷ আজ পূর্ব দিল্লির গাজিপুরের একটি ফুলের বাজার থেকে আইইডি উদ্ধার করেছে পুলিশ ৷ পরিত্যক্ত ব্য়াগে রাখা ছিল বোমাটি ৷ ঘটনাস্থলে বম্ব স্কোয়াড এসে বোমা নিষ্ক্রিয় করেছে ৷

ফুলের বাজারের একটি পরিত্যাক্ত বাজারের মধ্যে রাখা ছিল বিস্ফোরক ৷ আজ সকালে বাজার পরিষ্কারের সময় ব্যাগটি দেখে সন্দেহ হয় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ এবং বম্ব স্কোয়াড ৷ ফাঁকা করে দেওয়া হয় পুরো এলাকা ৷ ঘটনাস্থলে আসে ন্যাশনাল সিকিউরিটি গার্ড ৷ দিল্লি পুলিশ জানিয়েছে, দমকল ইঞ্জিনও ঘটনাস্থলে রাখা হয়েছিল ৷ এরপর আট ফুট গভীর গর্ত খুঁড়ে মাটি চাপা দিয়ে আইইডি-র নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটান এনএসজির কমান্ডোরা ৷

আরও পড়ুন : Bikaner-Guwahati Express Accident : ইঞ্জিনের ত্রুটিতেই বেলাইন বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ? জানালেন রেলমন্ত্রী

কয়েকদিন পরই নেতাজির জন্মদিন ও সাধারণতন্ত্র দিবস ৷ তার আগে নাশকতা ছড়াতে গাজিপুরের ওই ব্যস্ত ফুলের বাজারে বিস্ফোরকটি রাখা হয়েছিল বলে মনে করা হচ্ছে ৷ ফুলের বাজারে থাকা 15টি সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে ৷ কে বা কারা বিস্ফোরকটি ফুল বাজারে রেখে গেল তা জানার চেষ্টা করা হচ্ছে ৷ বিস্ফোরক আইনের অধীনে দিল্লি পুলিশের স্পেশাল সেলে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে ৷ তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ ৷

Last Updated : Jan 14, 2022, 3:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.