ETV Bharat / bharat

Jammu & Kashmir Blast: বান্দিপোরায় বোমা বিস্ফোরণে আহত 6 নাগরিক

জম্মু ও কাশ্মীরের বান্দিপোরায় বিস্ফোরণ ৷ বান্দিপোরার সম্বলের এই বিস্ফোরণের ঘটনায় 6 জন আহত হয়েছেন ৷ তাঁরা সবাই শ্রীনগর হাসপাতালে চিকিৎসাধীন ৷

blast-in-jammu-and-kashmir-sumbal-area-six-people-injured
বান্দিপোরায় বোমা বিস্ফোরণে আহত 6 নাগরিক
author img

By

Published : Oct 26, 2021, 1:12 PM IST

বান্দিপোরা (জম্মু ও কাশ্মীর), 26 অক্টোবর : উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সম্বলে বিস্ফোরণ ৷ মঙ্গলবার সকালের ঘটনায় 6 জন জখম হয়েছেন ৷ আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না ৷ তবে, এই বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ৷

পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর জওয়ানরা বিস্ফোরণ স্থলে পৌঁছেছে ৷ কী ধরনের বিস্ফোরক ব্য়বহার করা হয়েছে ? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ এ নিয়ে জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘কম তীব্রতার একটি বিস্ফোরণ হয়েছে সম্বল এলাকায় ৷ যে ঘটনায় 6 জন আহত হয়েছেন ৷ প্রথমে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে শ্রীনগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷’’

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দ্রুত রেকর্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

হাসপাতালের তরফে আহতদের পরিচয় জানানো হয়েছে ইতিমধ্যে ৷ তাঁরা হলেন, মারকুন্ডালের বাসিন্দা মুস্তাক আহমেদ ভাট, তসলিমা, তাঁর স্বামীর নাম আব্দুল হামিদ মোল্লা ৷ তিনিও মারকুন্ডালের বাসিন্দা ৷ ফারজ আহমেদ, পিতার নাম বসির আহমেদ ৷ নানিনারার বাসিন্দা মহম্মদ আলতাফ ৷ সাফাপোরার বাসিন্দা ফইসল ফায়াজ এবং আব্দুল হামিদ মোল্লা ৷ কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ? তা এখনও জানা যায়নি ৷ তবে, স্থানীয় কোনও জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷

বান্দিপোরা (জম্মু ও কাশ্মীর), 26 অক্টোবর : উত্তর কাশ্মীরের বান্দিপোরা জেলায় সম্বলে বিস্ফোরণ ৷ মঙ্গলবার সকালের ঘটনায় 6 জন জখম হয়েছেন ৷ আহতদের মধ্যে একজন মহিলা রয়েছেন ৷ তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা খুব একটা বেশি ছিল না ৷ তবে, এই বিস্ফোরণের জেরে এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে ৷

পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর জওয়ানরা বিস্ফোরণ স্থলে পৌঁছেছে ৷ কী ধরনের বিস্ফোরক ব্য়বহার করা হয়েছে ? তা খতিয়ে দেখছে তদন্তকারীরা ৷ এ নিয়ে জম্মু ও কাশ্মীরের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘‘কম তীব্রতার একটি বিস্ফোরণ হয়েছে সম্বল এলাকায় ৷ যে ঘটনায় 6 জন আহত হয়েছেন ৷ প্রথমে তাঁদের প্রাথমিক চিকিৎসার জন্য স্থানীয় কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখান থেকে শ্রীনগর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে ৷’’

আরও পড়ুন : Lakhimpur Kheri Case : লখিমপুর কাণ্ডে প্রত্যক্ষদর্শীদের জবানবন্দি দ্রুত রেকর্ডের নির্দেশ সুপ্রিম কোর্টের

হাসপাতালের তরফে আহতদের পরিচয় জানানো হয়েছে ইতিমধ্যে ৷ তাঁরা হলেন, মারকুন্ডালের বাসিন্দা মুস্তাক আহমেদ ভাট, তসলিমা, তাঁর স্বামীর নাম আব্দুল হামিদ মোল্লা ৷ তিনিও মারকুন্ডালের বাসিন্দা ৷ ফারজ আহমেদ, পিতার নাম বসির আহমেদ ৷ নানিনারার বাসিন্দা মহম্মদ আলতাফ ৷ সাফাপোরার বাসিন্দা ফইসল ফায়াজ এবং আব্দুল হামিদ মোল্লা ৷ কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত ? তা এখনও জানা যায়নি ৷ তবে, স্থানীয় কোনও জঙ্গি সংগঠন এর সঙ্গে জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.