হায়দরাবাদ , 25 এপ্রিল : শনিবার সোশাল মিডিয়াতে বাকযুদ্ধ ৷ একধারে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধি ৷ অন্যধারে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র ৷
গতকাল রাহুল গান্ধিকে টুইটারে ভারতে করোনা টিকাকরণের মূল্যায়ন করতে দেখা যায় ৷ সেই মূল্যায়নের তথ্যকে ভুল বলে দাবি করেন সম্বিত পাত্র ৷ এমনকি, রাহুলকে 'মিস্টার বিন' বলে কটাক্ষও করেন তিনি ৷ একইসঙ্গে, রাহুলকে জলদি টিকাকরণের পরামর্শও দেন টুইটারে ৷
শনিবার রাহুল গান্ধি টুইটারে একটি গ্রাফের ছবি শেয়ার করে লেখেন , ' ভারতের প্রয়োজন #ভ্যাকসিন , মিস্টার মিথ্যুক যন্ত্র ' ৷ সেই গ্রাফে স্পষ্ট ছিল করোনা প্রতিষেধক দেওয়ার মধ্যে প্রথম দশটি দেশের মধ্যে নবম স্থানে রয়েছে ভারত ৷ মাত্র 1.4 শতাংশ মানুষ করোনা প্রতিষেধক নিয়েছেন এখানে ৷
-
India needs #vaccine, Mr. Lying Machine! pic.twitter.com/SbUWyLMIL5
— Rahul Gandhi (@RahulGandhi) April 24, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">India needs #vaccine, Mr. Lying Machine! pic.twitter.com/SbUWyLMIL5
— Rahul Gandhi (@RahulGandhi) April 24, 2021India needs #vaccine, Mr. Lying Machine! pic.twitter.com/SbUWyLMIL5
— Rahul Gandhi (@RahulGandhi) April 24, 2021
এই পোস্টের পরিপ্রেক্ষিতে সম্বিত পাত্র টুইট করে লেখেন , ' মিস্টার বিন , আপনার শুধু তথ্যেই ভুল নয় ,গণনাও ভুল ৷ 132 কোটি জনগনের মধ্যে প্রায় 13.5 কোটি মানুষ প্রতিষেধক নিয়েছেন অর্থাৎ 10 শতাংশ , 1.48 শতাংশ নয় ৷ তাছাড়া , আপনার বয়স যদি 45-এর বেশি হয়ে থাকে , আপনি কি টিকাকরণ করেছেন ?'