ETV Bharat / bharat

Minor Dalit Girl Rape Case: দলিত নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে খুনে অভিযুক্ত বিজেপির সংখ্য়ালঘু মোর্চার নেতা - বিজেপি

BJP Leader Accused in Rape and Murder: উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে এক দলিত নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে অভিযুক্তের হাতে বাবা খুন হন বলে অভিযোগ উঠেছে ৷ অভিযুক্ত বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতা ৷ পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ৷

Minor Dalit Girl Rape Case
Minor Dalit Girl Rape Case
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 6, 2023, 1:15 PM IST

Updated : Sep 6, 2023, 2:08 PM IST

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 6 সেপ্টেম্বর: দলিত নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে খুনের অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ ওই রাজ্য়ের মহারাজগঞ্জের সদর কোতওয়ালি থানায় এই অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্ত বিজেপি নেতার নাম মাসুম রাজা রাহি ৷

মেয়েটির বয়স 17 ৷ সে-ই পুলিশের কাছে মাসুমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ তার অভিযোগ, গত 28 অগস্ট তার উপর শারীরিক নির্যাতন চালায় মাসুম ৷ তার বাবা তাকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে ৷ সেই সময় মাসুম তার বাবাকে ধাক্কা মারে ৷ তার বাবা গুরুতর আহত হন৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

মেয়েটির মা নেই ৷ বাবার সঙ্গে সে ভাড়া বাড়িতে থাকত ৷ এছাড়াও সেখানে থাকে তার তিন বোন ও ছোট ভাই ৷ যে বাড়িতে তারা ভাড়া থাকে, সেই বাড়িটি মাসুম রাজা রাহির ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাসুম রাজার রাহির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে ৷ তার মধ্যে ধর্ষণ ও খুনের ধারাও রয়েছে ৷ তাছাড়া যেহেতু মেয়েটি নাবালিকা, তাই পকসো আইনও যোগ করা হয়েছে অভিযোগে ৷ এর সঙ্গে মেয়েটি দলিত হওয়ায় অভিযোগে যোগ করা হয়েছে তফসিলি জাতি ও তপসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনও ৷

বিজেপির জেলা আহ্বায়ক সঞ্জয় পান্ডে জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করেছেন ৷ আর এই বিষয়ে পদক্ষেপ করা হবে । তাছাড়া আইন আইনের পথেই চলবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, নির্যাতিতা অবশ্য়ই সুবিচার পাবে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে ৷

এদিকে এই ঘটনায় বিজেপির নাম জড়িয়ে যাওয়ায়, হইচই শুরু হয়েছে উত্তরপ্রদেশে ৷ বিরোধীরা সমালোচনা শুরু করেছে এই নিয়ে ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা তলানিতে এসে পৌঁছেছে বলে বিরোধীদের অভিযোগ ৷

(পিটিআই ইনপুট সহ)

আরও পড়ুন: গণধর্ষণ করে মহিলা-সহ দুই সন্তানকে খুন, 3 জনের মৃত্যুদণ্ডের সাজা

মহারাজগঞ্জ (উত্তরপ্রদেশ), 6 সেপ্টেম্বর: দলিত নাবালিকাকে ধর্ষণ ও তার বাবাকে খুনের অভিযোগে বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতার বিরুদ্ধে মামলা রুজু করল উত্তরপ্রদেশ পুলিশ ৷ ওই রাজ্য়ের মহারাজগঞ্জের সদর কোতওয়ালি থানায় এই অভিযোগ দায়ের হয়েছে ৷ অভিযুক্ত বিজেপি নেতার নাম মাসুম রাজা রাহি ৷

মেয়েটির বয়স 17 ৷ সে-ই পুলিশের কাছে মাসুমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ৷ তার অভিযোগ, গত 28 অগস্ট তার উপর শারীরিক নির্যাতন চালায় মাসুম ৷ তার বাবা তাকে অত্যাচারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করে ৷ সেই সময় মাসুম তার বাবাকে ধাক্কা মারে ৷ তার বাবা গুরুতর আহত হন৷ পরে তাঁর মৃত্যু হয় ৷

মেয়েটির মা নেই ৷ বাবার সঙ্গে সে ভাড়া বাড়িতে থাকত ৷ এছাড়াও সেখানে থাকে তার তিন বোন ও ছোট ভাই ৷ যে বাড়িতে তারা ভাড়া থাকে, সেই বাড়িটি মাসুম রাজা রাহির ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মাসুম রাজার রাহির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা হয়েছে ৷ তার মধ্যে ধর্ষণ ও খুনের ধারাও রয়েছে ৷ তাছাড়া যেহেতু মেয়েটি নাবালিকা, তাই পকসো আইনও যোগ করা হয়েছে অভিযোগে ৷ এর সঙ্গে মেয়েটি দলিত হওয়ায় অভিযোগে যোগ করা হয়েছে তফসিলি জাতি ও তপসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনও ৷

বিজেপির জেলা আহ্বায়ক সঞ্জয় পান্ডে জানিয়েছেন, তিনি ঘটনার বিষয়ে দলের সিনিয়র নেতৃত্বকে অবহিত করেছেন ৷ আর এই বিষয়ে পদক্ষেপ করা হবে । তাছাড়া আইন আইনের পথেই চলবে বলে বিজেপির তরফে জানানো হয়েছে ৷ তারা জানিয়েছে, নির্যাতিতা অবশ্য়ই সুবিচার পাবে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল টেস্ট করানো হয়েছে ৷ তবে অভিযুক্তকে এখনও গ্রেফতার করা যায়নি বলে জানা গিয়েছে ৷

এদিকে এই ঘটনায় বিজেপির নাম জড়িয়ে যাওয়ায়, হইচই শুরু হয়েছে উত্তরপ্রদেশে ৷ বিরোধীরা সমালোচনা শুরু করেছে এই নিয়ে ৷ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জমানায় উত্তরপ্রদেশে নারীর নিরাপত্তা তলানিতে এসে পৌঁছেছে বলে বিরোধীদের অভিযোগ ৷

(পিটিআই ইনপুট সহ)

আরও পড়ুন: গণধর্ষণ করে মহিলা-সহ দুই সন্তানকে খুন, 3 জনের মৃত্যুদণ্ডের সাজা

Last Updated : Sep 6, 2023, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.