ETV Bharat / bharat

BJP Leader Shot in Ghazipur : দিল্লির ময়ূর বিহারে গুলিতে খুন বিজেপি নেতা জিতু চৌধুরী - east Delhi Ghazipur area

পূর্ব দিল্লির ময়ূর বিহার সংগঠনের বিজেপি সচিব জিতু চৌধুরী ৷ গতকাল রাত 8টা নাগাদ তাঁর বাড়ির সামনে রাস্তায় রক্তাক্ত দেহ পাওয়া যায় ৷ তদন্তে নেমেছে পুলিশ (BJP Leader Shot in Ghazipur) ৷

BJP Secretary Jeetu Choudhary Shot
বিজেপি নেতা জিতু চৌধুরী
author img

By

Published : Apr 21, 2022, 7:54 AM IST

নয়াদিল্লি, 20 এপ্রিল : দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি নেতা ৷ বুধবার রাত 8.15 মিনিট নাাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির গাজিপুর এলাকায়, জানিয়েছে পুলিশ ৷ মৃত ব্যক্তির নাম জিতু চৌধুরী, বয়স 42 ৷ তিনি ময়ূর বিহার জেলা সংগঠনের সচিব ছিলেন (BJP leader Jeetu Choudhary shot dead in Mayur Vihar East Delhi) ৷

অন্য দিনের মতো গতকালও গাজিপুর থানা এলাকায় টহল দিচ্ছিল পুলিশ ৷ হঠাৎ পুলিশকর্মী খেয়াল করেন ময়ূর বিহার অঞ্চলে এক জায়গায় অনেকে ভিড় করেছেন ৷ ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান এক ব্যক্তি তাঁর বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ ৷

আরও পড়ুন : Indian student shot dead : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ও পুলিশ মিলে জিতুকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ এ বিষয়ে ডিসিপি (পূর্ব) প্রিয়াঙ্কা কাশ্যপ বলেন, "সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ খুনির খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷"

ডিসিপি জানিয়েছেন, পুলিশের অপরাধ বিভাগের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে পুরো জায়গাটি ভাল করে খুঁটিয়ে দেখেছে ৷ তারা সেখান থেকে কয়েকটি খালি কার্টিজ এবং অন্য গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে ৷ পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রত্যক্ষদর্শীদের ভয় না-পেয়ে এগিয়ে এসে পুলিশকে সাহায্য করার অনুরোধ জানিয়েছে পুলিশ ৷ যাতে কীভাবে বিজেপি নেতা খুন হলেন, তা বোঝা যায় ৷

নয়াদিল্লি, 20 এপ্রিল : দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন বিজেপি নেতা ৷ বুধবার রাত 8.15 মিনিট নাাগাদ ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির গাজিপুর এলাকায়, জানিয়েছে পুলিশ ৷ মৃত ব্যক্তির নাম জিতু চৌধুরী, বয়স 42 ৷ তিনি ময়ূর বিহার জেলা সংগঠনের সচিব ছিলেন (BJP leader Jeetu Choudhary shot dead in Mayur Vihar East Delhi) ৷

অন্য দিনের মতো গতকালও গাজিপুর থানা এলাকায় টহল দিচ্ছিল পুলিশ ৷ হঠাৎ পুলিশকর্মী খেয়াল করেন ময়ূর বিহার অঞ্চলে এক জায়গায় অনেকে ভিড় করেছেন ৷ ঘটনাস্থলে পৌঁছে তিনি দেখতে পান এক ব্যক্তি তাঁর বাড়ির সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন এবং তিনি গুলিবিদ্ধ ৷

আরও পড়ুন : Indian student shot dead : কানাডায় গুলিবিদ্ধ হয়ে মৃত ভারতীয় পড়ুয়া

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ও পুলিশ মিলে জিতুকে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ এ বিষয়ে ডিসিপি (পূর্ব) প্রিয়াঙ্কা কাশ্যপ বলেন, "সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে ৷ পুলিশ খুনির খোঁজে তল্লাশি চালাচ্ছে ৷"

ডিসিপি জানিয়েছেন, পুলিশের অপরাধ বিভাগের একটি দল দুর্ঘটনাস্থলে পৌঁছে পুরো জায়গাটি ভাল করে খুঁটিয়ে দেখেছে ৷ তারা সেখান থেকে কয়েকটি খালি কার্টিজ এবং অন্য গুরুত্বপূর্ণ প্রমাণ পেয়েছে ৷ পাশাপাশি সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে ৷ প্রত্যক্ষদর্শীদের ভয় না-পেয়ে এগিয়ে এসে পুলিশকে সাহায্য করার অনুরোধ জানিয়েছে পুলিশ ৷ যাতে কীভাবে বিজেপি নেতা খুন হলেন, তা বোঝা যায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.