ETV Bharat / state

25 লক্ষের মাদক-সহ গ্রেফতার মালদার 2 পরিযায়ী শ্রমিক - DRUG SMUGGLING

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে ওই দুই পাচারকারীকে ৷ গুয়াহাটি থেকে মালদার দিকে যাচ্ছিল ধৃত মুস্তাক শেখ ও রাকিব শেখ ৷

drug smuggling
কামরাম এক্সপ্রেসের জেনারেল কামরা থেকে গ্রেফতার 2 পাচারকারী (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 25, 2025, 6:57 PM IST

শিলিগুড়ি, 25 জানুয়ারি: ট্রেনে অভিযান চালিয়ে মাদক-সহ গ্রেফতার করা হল দুই পরিযায়ী শ্রমিককে । শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে এই সাফল্য মেলে । রেল পুলিশ ও কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এই অভিযান চালায় । তাতে 520 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয় এবং দু'জনকে পাকড়াও করা হয় ৷ ধৃতরা অসমে শ্রমিকের কাজ করে ৷ উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার দর অন্তত 25 লক্ষ টাকা ।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত স্টেশন ও ট্রেনে নজরদারি বাড়িয়েছে রেল পুলিশ । যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দূরপাল্লার ট্রেনগুলিতে । সেই অনুয়াযী গোপন সূত্রে পাওয়া তথ্য ধরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে 15630 কামরাম এক্সপ্রেসের জেনারেল কামরায় হানা দেয় পুলিশ । অভিযানে দুই ব্যক্তিকে আটক করে । পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ তাঁদের তল্লাশিতে 520 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে জিআরপি ।

নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে মাদক উদ্ধার (ইটিভি ভারত)

ঘটনায় ধৃত ব্যক্তিদের নাম মুস্তাক শেখ । তাঁর বাড়ি মালদার কালিয়াচকের সুলতানগঞ্জে ৷ আরেকজনের নাম রাকিব শেখ । তাঁর বাড়ি কালিয়াচকের মজমপুরে । পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অসমের গুয়াহাটি থেকে মালদার দিকে যাচ্ছিল ওই পাচারকারীরা । ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।

drug smuggling
মাদক-সহ গ্রেফতার মালদার 2 পরিযায়ী শ্রমিক (নিজস্ব ছবি)

এই বিষয়ে এনজেপি-র ডেপুটি এসআরপি অভিজিৎ পাল চৌধুরী বলেন, "ধৃতরা মূলত পরিযায়ী শ্রমিক । অসমে শ্রমিকের কাজ করে । প্রথমে মালদা ও পরে হাওড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । স্পেশাল অপারেশন গ্রুপ ও রেল পুলিশ এসআরপি কুনওয়ার ভূষণ সিংয়ের নেতৃত্বে ওই অভিযান চালানো হয় । পাচারকারীরা কোথা থেকে ওই মাদক পেল ও কাকে পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

drug smuggling
25 লক্ষের মাদক বাজেয়াপ্ত (নিজস্ব ছবি)

শিলিগুড়ি, 25 জানুয়ারি: ট্রেনে অভিযান চালিয়ে মাদক-সহ গ্রেফতার করা হল দুই পরিযায়ী শ্রমিককে । শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে অভিযান চালিয়ে এই সাফল্য মেলে । রেল পুলিশ ও কমিশনারেটের স্পেশাল অপারেশন গ্রুপ যৌথভাবে এই অভিযান চালায় । তাতে 520 গ্রাম ব্রাউন সুগার বাজেয়াপ্ত হয় এবং দু'জনকে পাকড়াও করা হয় ৷ ধৃতরা অসমে শ্রমিকের কাজ করে ৷ উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার দর অন্তত 25 লক্ষ টাকা ।

সাধারণতন্ত্র দিবস উপলক্ষে সমস্ত স্টেশন ও ট্রেনে নজরদারি বাড়িয়েছে রেল পুলিশ । যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে দূরপাল্লার ট্রেনগুলিতে । সেই অনুয়াযী গোপন সূত্রে পাওয়া তথ্য ধরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে 15630 কামরাম এক্সপ্রেসের জেনারেল কামরায় হানা দেয় পুলিশ । অভিযানে দুই ব্যক্তিকে আটক করে । পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷ তাঁদের তল্লাশিতে 520 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে জিআরপি ।

নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে মাদক উদ্ধার (ইটিভি ভারত)

ঘটনায় ধৃত ব্যক্তিদের নাম মুস্তাক শেখ । তাঁর বাড়ি মালদার কালিয়াচকের সুলতানগঞ্জে ৷ আরেকজনের নাম রাকিব শেখ । তাঁর বাড়ি কালিয়াচকের মজমপুরে । পুলিশ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে, অসমের গুয়াহাটি থেকে মালদার দিকে যাচ্ছিল ওই পাচারকারীরা । ধৃতদের শনিবার শিলিগুড়ি আদালতে তোলা হয় ।

drug smuggling
মাদক-সহ গ্রেফতার মালদার 2 পরিযায়ী শ্রমিক (নিজস্ব ছবি)

এই বিষয়ে এনজেপি-র ডেপুটি এসআরপি অভিজিৎ পাল চৌধুরী বলেন, "ধৃতরা মূলত পরিযায়ী শ্রমিক । অসমে শ্রমিকের কাজ করে । প্রথমে মালদা ও পরে হাওড়ায় নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল । স্পেশাল অপারেশন গ্রুপ ও রেল পুলিশ এসআরপি কুনওয়ার ভূষণ সিংয়ের নেতৃত্বে ওই অভিযান চালানো হয় । পাচারকারীরা কোথা থেকে ওই মাদক পেল ও কাকে পাচারের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে ।"

drug smuggling
25 লক্ষের মাদক বাজেয়াপ্ত (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.