ETV Bharat / bharat

ত্রিপুরায় আদিবাসী পরিষদের ভোটে ভরাডুবি বিজেপির - ত্রিপুরায় আদিবাসী পরিষদের ভোট

বাংলা যখন বিধানসভা নির্বাচন নিয়ে সরগরম, তখনই ত্রিপুরার আদিবাসী পরিষদের নির্বাচনে ভরাডুবি হল বিজেপির ৷ প্রদ্যোত্ মাণিক্য দেব বর্মণের নেতৃত্বাধীন টিপরা বিপুল ভোটে জিতেছে ৷

BJP and his Ally Suffer Shock Defeat In Tripura Tribal Council Polls
ত্রিপুরায় আদিবাসী পরিষদের ভোটে ভরাডুবি বিজেপির
author img

By

Published : Apr 10, 2021, 7:41 PM IST

আগরতলা, 10 এপ্রিল: বিজেপি শাসিত ত্রিপুরায় আদিবাসী পরিষদের নির্বাচনে শোচনীয় হার বিজেপির ৷ গেরুয়া শিবির ও তাদের শরিকদের জোট ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাত্ আইপিএফটি-কে বিপুল ব্যবধানে হারিয়ে দিল নয়া জোট দ্য ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স অর্থাত্ টিপরা ৷ 28টি আসনের মধ্যে তারা জিতেছে 18টি আসনে ৷ আর বিজেপি ও তার শরিকরা পেয়েছে মাত্র 9টি আসন ৷ একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী ৷ আগের নির্বাচনে জেতা বামেরা ও কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি ৷

6 এপ্রিল হওয়া ভোটে জয়লাভ করেছে প্রদ্যোত্ মাণিক্য দেব বর্মণের নেতৃত্বাধীন টিপরা জোট ৷ নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের সঙ্গে মতানৈক্য হওয়ায় গত সেপ্টেম্বরে দলের রাজ্য নেতৃত্বের প্রধানের পদ ছাড়েন বর্মণ ৷

আরও পড়ুন: ‘চক্রান্তকারী’ অমিত শাহ-এর পদত্যাগ চাইলেন মমতা

আদিবাসী পরিষদে মোট আসনের সংখ্যা 30, এর মধ্যে 2টি আসনে মনোনীত করেন রাজ্যপাল ৷ 20টি বিধানসভা কেন্দ্রেই ছড়িয়ে রয়েছে বাকি 28টি আসন ৷ কাজেই পরিষদে বিজেপির পরাজয়কে যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ 2015 সালের মে মাসের নির্বাচনে পরিষদের ভোটে জয়লাভ করেছিল বামেরা ৷ 25টি আসনে জয়লাভ করেছিল তারা ৷

আগরতলা, 10 এপ্রিল: বিজেপি শাসিত ত্রিপুরায় আদিবাসী পরিষদের নির্বাচনে শোচনীয় হার বিজেপির ৷ গেরুয়া শিবির ও তাদের শরিকদের জোট ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাত্ আইপিএফটি-কে বিপুল ব্যবধানে হারিয়ে দিল নয়া জোট দ্য ইন্ডিজেনাস প্রোগ্রেসিভ রিজিয়নাল অ্যালায়েন্স অর্থাত্ টিপরা ৷ 28টি আসনের মধ্যে তারা জিতেছে 18টি আসনে ৷ আর বিজেপি ও তার শরিকরা পেয়েছে মাত্র 9টি আসন ৷ একটি আসনে জিতেছেন নির্দল প্রার্থী ৷ আগের নির্বাচনে জেতা বামেরা ও কংগ্রেস একটিও আসনে জিততে পারেনি ৷

6 এপ্রিল হওয়া ভোটে জয়লাভ করেছে প্রদ্যোত্ মাণিক্য দেব বর্মণের নেতৃত্বাধীন টিপরা জোট ৷ নাগরিকত্ব আইন নিয়ে কংগ্রেসের সঙ্গে মতানৈক্য হওয়ায় গত সেপ্টেম্বরে দলের রাজ্য নেতৃত্বের প্রধানের পদ ছাড়েন বর্মণ ৷

আরও পড়ুন: ‘চক্রান্তকারী’ অমিত শাহ-এর পদত্যাগ চাইলেন মমতা

আদিবাসী পরিষদে মোট আসনের সংখ্যা 30, এর মধ্যে 2টি আসনে মনোনীত করেন রাজ্যপাল ৷ 20টি বিধানসভা কেন্দ্রেই ছড়িয়ে রয়েছে বাকি 28টি আসন ৷ কাজেই পরিষদে বিজেপির পরাজয়কে যথেষ্ট তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে ৷ 2015 সালের মে মাসের নির্বাচনে পরিষদের ভোটে জয়লাভ করেছিল বামেরা ৷ 25টি আসনে জয়লাভ করেছিল তারা ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.