ETV Bharat / bharat

প্রেমিকার বিয়ে আটকাতে লকডাউনে বিয়ে নিষিদ্ধ করার দাবি যুবকের - corona

প্রেমিকার বিয়ে ঠিক হয়েছে অন্য পুরুষের সঙ্গে ৷ তাই বিহারের মুখ্যমন্ত্রীকে লকডাউন চলাকালীন বিয়ের উপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন করলেন এক যুবক ! যার জবাব দিলেন যুবকেরই সেই প্রেমিকা ৷ গোটা ঘটনা নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের ৷

Bihar youth demanded to ban marriage in lockdown to prevent the marriage of the girl friend
প্রেমিকার বিয়ে আটকাতে লকডাউনে বিয়ে নিষিদ্ধ করার দাবি যুবকের
author img

By

Published : May 19, 2021, 10:02 PM IST

পটনা, 19 মে : করোনার বাড়বাড়ন্তে ভারতের একাধিক রাজ্য় তাদের ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ৷ একই পথে হেঁটেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বিহারে আগামী 25 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন তিনি ৷ সম্প্রতি টুইটারে নীতীশ লিখেছিলেন, লকডাউনের সুফল মিলছে ৷ সেই কারণেই তার মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল ৷

ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রীর কাছে এক আজব দাবি করে বসলেন এক যুবক ৷ পঙ্কজ কুমার নামে ওই যুবকের আবেদন, লকডাউনের এই সময়ে বিয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করা হোক ৷ পঙ্কজের এই আর্জি নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের ৷

মুখ্যমন্ত্রীর টুইটের উত্তরে এই তরুণ লিখেছেন, ‘‘স্য়ার, আপনি কি বিয়ের উপরও আপাতত নিষেধাজ্ঞা জারি করতে পারবেন ? তাহলে আগামী 19 মে আমার প্রেমিকার বিয়েও আটকে যাবে ৷ আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ ’’

  • @NitishKumar प्यार के दुश्म केवल दुनिया वाले ही नही है
    बल्कि प्यार का असल दुश्म तो सरकारी नौकरी है आज मेरे पास "सरकारी जॉब" होती तो मेरी प्रेमिका मेरे पास होती "बेरोजगारी के वजह से आज मेरी प्रेमिका मेरे से दूर हो गई...
    19 मई girlfriend गई #Missyoupuchki 😭
    अपना ध्यान रखना❤

    — Pankaj Kumar Gupta (@PankajK78249443) May 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তেলাঙ্গানায় লকডাউনের সময়সীমা বেড়ে 30 মে

মজার বিষয় হল, পঙ্কজের এই টুইটের জবাব দিয়েছেন তাঁর সেই প্রেমিকা ৷ তিনি পঙ্কজের টুইটের প্রেক্ষিতে লেখেন, ‘‘যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, পূজার সঙ্গে কথা বলা শুরু করেছিলে, আমি খুব কেঁদেছিলাম ৷ আজ আমি আনন্দের সঙ্গেই বিয়ে করছি ৷ তাই দয়া করে এসব কোরো না ৷ তবে পঙ্কজ, আমি যাঁকেই বিয়ে করি না কেন, আমার হৃদয়ে চিরকাল তুমিই থাকবে ৷ দয়া করে আমার বিয়েতে এসো ৷ আমার ভাল লাগবে ৷’’

পটনা, 19 মে : করোনার বাড়বাড়ন্তে ভারতের একাধিক রাজ্য় তাদের ঘোষিত লকডাউনের মেয়াদ বাড়িয়েছে ৷ একই পথে হেঁটেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও ৷ সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের মন্ত্রী ও আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর বিহারে আগামী 25 মে পর্যন্ত লকডাউনের মেয়াদ বাড়িয়েছেন তিনি ৷ সম্প্রতি টুইটারে নীতীশ লিখেছিলেন, লকডাউনের সুফল মিলছে ৷ সেই কারণেই তার মেয়াদ আরও 10 দিন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল ৷

ইতিমধ্যে বিহারের মুখ্যমন্ত্রীর কাছে এক আজব দাবি করে বসলেন এক যুবক ৷ পঙ্কজ কুমার নামে ওই যুবকের আবেদন, লকডাউনের এই সময়ে বিয়ের উপরও নিষেধাজ্ঞা জারি করা হোক ৷ পঙ্কজের এই আর্জি নজর কেড়েছে নেট দুনিয়ার বাসিন্দাদের ৷

মুখ্যমন্ত্রীর টুইটের উত্তরে এই তরুণ লিখেছেন, ‘‘স্য়ার, আপনি কি বিয়ের উপরও আপাতত নিষেধাজ্ঞা জারি করতে পারবেন ? তাহলে আগামী 19 মে আমার প্রেমিকার বিয়েও আটকে যাবে ৷ আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ৷ ’’

  • @NitishKumar प्यार के दुश्म केवल दुनिया वाले ही नही है
    बल्कि प्यार का असल दुश्म तो सरकारी नौकरी है आज मेरे पास "सरकारी जॉब" होती तो मेरी प्रेमिका मेरे पास होती "बेरोजगारी के वजह से आज मेरी प्रेमिका मेरे से दूर हो गई...
    19 मई girlfriend गई #Missyoupuchki 😭
    अपना ध्यान रखना❤

    — Pankaj Kumar Gupta (@PankajK78249443) May 19, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : তেলাঙ্গানায় লকডাউনের সময়সীমা বেড়ে 30 মে

মজার বিষয় হল, পঙ্কজের এই টুইটের জবাব দিয়েছেন তাঁর সেই প্রেমিকা ৷ তিনি পঙ্কজের টুইটের প্রেক্ষিতে লেখেন, ‘‘যখন তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, পূজার সঙ্গে কথা বলা শুরু করেছিলে, আমি খুব কেঁদেছিলাম ৷ আজ আমি আনন্দের সঙ্গেই বিয়ে করছি ৷ তাই দয়া করে এসব কোরো না ৷ তবে পঙ্কজ, আমি যাঁকেই বিয়ে করি না কেন, আমার হৃদয়ে চিরকাল তুমিই থাকবে ৷ দয়া করে আমার বিয়েতে এসো ৷ আমার ভাল লাগবে ৷’’

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.