পটনা, 9 নভেম্বর: বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না নীতীশ কুমারের ৷ একদিন আগেই বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের উদ্দেশে বিতর্কিত মন্তব্য করেছিলেন নীতীশ কুমার ৷ সেই রেশ কাটতে না কাটতে ফের বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন নীতীশ ৷
-
#WATCH | Former Bihar CM Jitan Ram Manjhi says, "...I wanted to get up and speak (in the Assembly) but the Chief Minister got up and started saying nonsense. I was surprised if this was the same Nitish Kumar who was there a few days back. It seemed that he was here today in a… https://t.co/XMnkVdXfqS pic.twitter.com/Q4gyqSRWai
— ANI (@ANI) November 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Former Bihar CM Jitan Ram Manjhi says, "...I wanted to get up and speak (in the Assembly) but the Chief Minister got up and started saying nonsense. I was surprised if this was the same Nitish Kumar who was there a few days back. It seemed that he was here today in a… https://t.co/XMnkVdXfqS pic.twitter.com/Q4gyqSRWai
— ANI (@ANI) November 9, 2023#WATCH | Former Bihar CM Jitan Ram Manjhi says, "...I wanted to get up and speak (in the Assembly) but the Chief Minister got up and started saying nonsense. I was surprised if this was the same Nitish Kumar who was there a few days back. It seemed that he was here today in a… https://t.co/XMnkVdXfqS pic.twitter.com/Q4gyqSRWai
— ANI (@ANI) November 9, 2023
এদিনও স্থান সেই বিধানসভা ৷ বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে গিয়ে এবার বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি প্রসঙ্গ টানলেন নীতীশ কুমার ৷ আর সেখানেই জিতনরামকে মুখ্যমন্ত্রী করা তাঁর ভুল ছিল বলেও উল্লেখ করেন নীতীশ কুমার ৷ শুধু তাই নয়, জিতনরাম মাঝিকে উদ্দেশ্য করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেন, "এটা আমার ভুল ছিল যে, আমি এই ব্যক্তিকে মুখ্যমন্ত্রী করেছিলাম ৷ আমার দলের লোকেরা দুই মাস পর বলতে শুরু করে, কিছু সমস্যা আছে, তাঁকে সরিয়ে দিন ৷ তারপর ফের আমি মুখ্যমন্ত্রী হয়েছি ৷ কিন্তু তিনি (জিতনরাম) বারবার বলেন, তিনি মুখ্যমন্ত্রী ছিলেন! সে আদতে আমার বোকামির জন্য মুখ্যমন্ত্রী হয়েছিলেন ৷"
এর পর পালটা নীতীশ কুমারকে 'মানসিক ভারসাম্যহীন' বলে কটাক্ষ করেছেন জিতনরাম মাঝি ৷ বিধানসভার বাইরে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাঝি বলেন, "আমি বিধানসভায় কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মুখ্যমন্ত্রী উঠে বাজে কথা বলতে শুরু করেন। আমি অবাক হয়ে গিয়েছিলাম, কিছুদিন আগে পর্যন্ত এই একই নীতীশ কুমার ছিলেন ? মনে হচ্ছিল, আজকে সে এখানে এসেছে ভিন্ন রূপে। আমার মনে হয় তাঁর কিছু মানসিক দুর্বলতা আছে ৷ যার কারণে সে এইসব কথা বলছেন ৷ আমার মনে হয় সে তাঁর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন ৷ তার জিতনরাম মাঝিকে চিনতে পারেননি ৷ তিনি ভেবেছিলেন, আমি ভুঁইয়া-মুশার সম্প্রদায়ের ৷ তিনি যা বলবেন আমি তাই করব।"
আরও পড়ুন: মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্য ! চাপের মুখে ক্ষমা চাইলেন নীতীশ
আর আগে মঙ্গলবার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায় ৷ জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে তাঁর বক্তব্য নিয়ে তীব্র শোরগোল বাঁধে রাজনৈতিক মহলে ৷ বিজেপি সদস্যরা অভিযোগ করেন যে, মহিলাদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, এ জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে । এই নিয়ে তীব্র চাপের মুখে অবশেষে নতি স্বীকার করেন নীতীশ কুমার ৷ তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশও করেন ৷