পটনা, 8 নভেম্বর: মহিলাদের নিয়ে তাঁর বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ জন্ম নিয়ন্ত্রণ ও নারীদের শিক্ষা প্রসঙ্গে বলতে গিয়ে মঙ্গলবার বিধানসভায় দাঁড়িয়ে মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করার অভিযোগ ওঠে নীতীশের বিরুদ্ধে ৷ সেই মন্তব্যের জন্য বুধবারও বিধানসভায় বিরোধীদের প্রবল বিরোধিতায় পড়তে হয় তাঁকে ৷ অবশেষে চাপের মুখে নীতীশ বলেন যে, তিনি তাঁর মন্তব্য ফিরিয়ে নিচ্ছেন এবং ক্ষমা প্রার্থনা করছেন ৷
মঙ্গলবার বিধানসভায় বিহারের শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মন্তব্য নিয়ে তোলপাড় পড়ে যায় ৷ তার জের চলে আজও ৷ বুধবার রাজ্য বিধানসভায় পৌঁছনোর সঙ্গে সঙ্গে নীতীশকে ঘিরে ধরেন বিজেপির বিধায়ক ও এমএলসিরা । বিরোধী সদস্যরা তাঁকে সংসদে প্রবেশে বাধা দেন ৷ মহিলাদের সম্পর্কে তাঁর বক্তব্যের ব্যাখ্যা চাওয়া হয় বিহারের মুখ্যমন্ত্রীর থেকে । বিজেপি সদস্যরা অভিযোগ করেন যে, মহিলাদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী, এ জন্য তাঁকে ক্ষমা চাইতে হবে । এই নিয়ে তীব্র চাপের মুখে অবশেষে নতি স্বীকার করেন নীতীশ কুমার ৷ তিনি তাঁর বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে বলেন যে, তিনি তাঁর বক্তব্য ফিরিয়ে নিচ্ছেন ।
-
#WATCH | Bihar CM Nitish Kumar says, "I apologise & I take back my words..." pic.twitter.com/wRIB1KAI8O
— ANI (@ANI) November 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Bihar CM Nitish Kumar says, "I apologise & I take back my words..." pic.twitter.com/wRIB1KAI8O
— ANI (@ANI) November 8, 2023#WATCH | Bihar CM Nitish Kumar says, "I apologise & I take back my words..." pic.twitter.com/wRIB1KAI8O
— ANI (@ANI) November 8, 2023
নীতীশ এ দিন বিধানসভায় বলেছেন, "আমার বক্তব্য যদি কারওকে আঘাত করে থাকে, তাহলে আমি ক্ষমাপ্রার্থী । বিবৃতিটি কারওকে আঘাত করার উদ্দেশ্যে ছিল না । উদ্দেশ্য মানুষের অনুভূতিতে আঘাত করা ছিল না । আমরা ক্রমাগত মহিলাদের উন্নতির জন্য কাজ করছি ৷"
এ দিকে, নীতীশ কুমারের বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি নেতা নিত্যানন্দ রাই বলেন, "এটা খুবই আপত্তিকর, নীতীশ কুমার যেভাবে নারীদের নিয়ে বিবৃতি দিয়েছেন, তা অশালীন, নিন্দনীয় ।" মুখ্যমন্ত্রীর বক্তব্যের পক্ষে তেজস্বী যাদবের বক্তব্যও আপত্তিকর বলে দাবি করেন নিত্যানন্দ রাই । তাঁর দাবি, "নীতীশ কুমার আর মুখ্যমন্ত্রী পদে থাকার উপযুক্ত নন । আপনি এই দেশের সংস্কৃতি ধ্বংস করেছেন । আপনার ক্ষমা চাওয়া উচিত এবং রাজনীতি থেকে নিজেকে দূরে রাখা উচিত ৷"
আরও পড়ুন: জন্মনিয়ন্ত্রণ প্রসঙ্গে নীতীশের বিরুদ্ধে অশালীন মন্তব্যের অভিযোগ, সরব বিজেপি
-
#WATCH | Bihar CM Nitish Kumar uses derogatory language to explain the role of education and the role of women in population control pic.twitter.com/4Dx3Ode1sl
— ANI (@ANI) November 7, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH | Bihar CM Nitish Kumar uses derogatory language to explain the role of education and the role of women in population control pic.twitter.com/4Dx3Ode1sl
— ANI (@ANI) November 7, 2023#WATCH | Bihar CM Nitish Kumar uses derogatory language to explain the role of education and the role of women in population control pic.twitter.com/4Dx3Ode1sl
— ANI (@ANI) November 7, 2023
মঙ্গলবার জনসংখ্যা নিয়ন্ত্রণে মহিলাদের মধ্যে শিক্ষার গুরুত্বের উপর জোর দিতে গিয়ে তীব্র বিতর্কের জন্ম দেন নীতীশ কুমার । একজন শিক্ষিত মহিলা কীভাবে যৌন মিলনের সময় তাঁর স্বামীকে আটকাতে পারেন এবং জন্ম নিয়ন্ত্রণ করতে পারেন, বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি তার বর্ণনা দেন বিহারের মুখ্যমন্ত্রী ৷ তিনি বলেন, "স্বামীর কর্মকাণ্ডের ফলে আরও জন্ম হচ্ছে । তবে, একজন শিক্ষিত মহিলা জানেন, কখন কীভাবে তাঁকে আটকাতে হয়...এই কারণেই সংখ্যা (জন্মের) কমছে...আপনারা, সাংবাদিকরাও এটি ভালোভাবে বোঝেন । আগে প্রজনন হার ছিল 4.3, কিন্তু এখন তা 2.9-এ পৌঁছেছে । এবং শীঘ্রই আমরা 2-এ পৌঁছব ৷"