ETV Bharat / bharat

Bihar Bandh Today: আজ ছাত্র-যুবর ডাকে বিহারে বনধ, পাশে বিরোধী রাজনৈতিক দলগুলি - রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি

রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতি নিয়ে ছাত্রদের অভিযোগ খতিয়ে দেখতে কমিটি গড়বে বলে জানিয়েছে সরকার (RRB NTPC Students Bihar Bandh) ৷ তবে তাতে আশ্বস্ত না হয়ে আজ বিহারে বনধ পালন (Bihar Bandh Today) করছে ছাত্র ও যুবরা ৷

bihar-bandh-today-opposition-supports-youth-call-against-rrb-ntpc exam-rigging
আজ ছাত্র-যুবর ডাকে বিহার বনধ, পাশে বিভিন্ন রাজনৈতিক দল
author img

By

Published : Jan 28, 2022, 12:45 PM IST

পটনা (বিহার), 28 জানুয়ারি: রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির (RRB NTPC Students Bihar Bandh) অভিযোগে আজ বিহারে বনধ পালন (Bihar Bandh Today) করছে ছাত্র ও যুব সংগঠনগুলি ৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA Bandh) ও অন্যান্য যুব সংগঠনের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও ৷ বনধের সমর্থনে রাস্তায় নামবে বিহারের মহাগঠবন্ধনের সব দল ৷ পাশে আছে জন অধিকার পার্টির সব শাখাও ৷ ছাত্র সংগঠন ইনকিলাবি নওজোয়ানও এই বনধকে সমর্থন করেছে ৷

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি প্রথম পরীক্ষার ফলাফলে দুর্নীতি ছাড়াও বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, মামলা করা ও গ্রেফতারির বিরুদ্ধেও সরব (RRB NTPC Protest) হয়েছেন বনধ সমর্থকরা ৷ বিক্ষুব্ধ ছাত্রদের প্রতি সরকার যে অবস্থান নিয়েছে, তার বিরোধিতা করে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মহাজোটের সব দল ৷ বিহার বনধকে (Bihar Bandh live Update) সমর্থনের কথা জানিয়ে আরজেডি-র রাজ্য সভাপতি জগদানন্দ সিং হুঁশিয়ারি দেন সরকারকে ৷

আরজেডি, কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম যৌথ বিবৃতিতে (railway Student Protest live news) জানিয়েছে, "দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যুব রয়েছেন বিহারে ৷ আর এখানেই বেকারত্বের হার সর্বাধিক ৷ কেন্দ্র ও বিহার সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করছে ৷"

আরও পড়ুন: Students unions call Bihar Bandh : রেলে নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন চক্রান্ত ! শুক্রে বিহার বনধের ডাক ছাত্রদের

এনডিএ শরিক হিন্দুস্থানি আবাম মোর্চার প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝিও ছাত্রদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে ভাবে গ্রেফতার করা হয়েছে, তার জেরে ছাত্র বিক্ষোভ আরও বৃদ্ধি পাওয়ারই কথা বলে মত তাঁর ৷ সরকারের এখন বেকারত্ব নিয়ে আলোচনায় বসা উচিত ও এই সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত বলে জানিয়েছেন মাঝি ৷

আরও পড়ুন: Aspirants protests in Bihar : রেলের নিয়োগে বেনিয়মের অভিযোগ, প্রতিবাদে ট্রেনের কামরা জ্বলল গয়া স্টেশনে

2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জুলাই মাস পর্যন্ত সাত দফায় অনুষ্ঠিত হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পদে নিয়োগের পরীক্ষা ৷ গত 15 জানুয়ারি সেই পরীক্ষার ফলাফল প্রকাশের পর ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই নিয়েই গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহারের বিভিন্ন জায়গা ৷ বুধবার সেই বিক্ষোভ চরম আকার নেয় ৷ সাধারণতন্ত্র দিবসের সকালে গয়া স্টেশনে ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা (Bhabua Road InterCity Express set on fire at Gaya station) ৷

পটনা (বিহার), 28 জানুয়ারি: রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির (RRB NTPC Students Bihar Bandh) অভিযোগে আজ বিহারে বনধ পালন (Bihar Bandh Today) করছে ছাত্র ও যুব সংগঠনগুলি ৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA Bandh) ও অন্যান্য যুব সংগঠনের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও ৷ বনধের সমর্থনে রাস্তায় নামবে বিহারের মহাগঠবন্ধনের সব দল ৷ পাশে আছে জন অধিকার পার্টির সব শাখাও ৷ ছাত্র সংগঠন ইনকিলাবি নওজোয়ানও এই বনধকে সমর্থন করেছে ৷

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এনটিপিসি প্রথম পরীক্ষার ফলাফলে দুর্নীতি ছাড়াও বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ, মামলা করা ও গ্রেফতারির বিরুদ্ধেও সরব (RRB NTPC Protest) হয়েছেন বনধ সমর্থকরা ৷ বিক্ষুব্ধ ছাত্রদের প্রতি সরকার যে অবস্থান নিয়েছে, তার বিরোধিতা করে বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে মহাজোটের সব দল ৷ বিহার বনধকে (Bihar Bandh live Update) সমর্থনের কথা জানিয়ে আরজেডি-র রাজ্য সভাপতি জগদানন্দ সিং হুঁশিয়ারি দেন সরকারকে ৷

আরজেডি, কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম যৌথ বিবৃতিতে (railway Student Protest live news) জানিয়েছে, "দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যুব রয়েছেন বিহারে ৷ আর এখানেই বেকারত্বের হার সর্বাধিক ৷ কেন্দ্র ও বিহার সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করছে ৷"

আরও পড়ুন: Students unions call Bihar Bandh : রেলে নিয়োগে দুর্নীতির তদন্তে কমিটি গঠন চক্রান্ত ! শুক্রে বিহার বনধের ডাক ছাত্রদের

এনডিএ শরিক হিন্দুস্থানি আবাম মোর্চার প্রধান তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝিও ছাত্রদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন ৷ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের যে ভাবে গ্রেফতার করা হয়েছে, তার জেরে ছাত্র বিক্ষোভ আরও বৃদ্ধি পাওয়ারই কথা বলে মত তাঁর ৷ সরকারের এখন বেকারত্ব নিয়ে আলোচনায় বসা উচিত ও এই সমস্যার সমাধান খুঁজে বের করা উচিত বলে জানিয়েছেন মাঝি ৷

আরও পড়ুন: Aspirants protests in Bihar : রেলের নিয়োগে বেনিয়মের অভিযোগ, প্রতিবাদে ট্রেনের কামরা জ্বলল গয়া স্টেশনে

2020 সালের ডিসেম্বর থেকে 2021 সালের জুলাই মাস পর্যন্ত সাত দফায় অনুষ্ঠিত হয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের নন-টেকনিক্যাল পদে নিয়োগের পরীক্ষা ৷ গত 15 জানুয়ারি সেই পরীক্ষার ফলাফল প্রকাশের পর ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে ৷ সেই নিয়েই গত কয়েকদিন ধরে উত্তপ্ত বিহারের বিভিন্ন জায়গা ৷ বুধবার সেই বিক্ষোভ চরম আকার নেয় ৷ সাধারণতন্ত্র দিবসের সকালে গয়া স্টেশনে ভাবুয়া-পটনা ইন্টারসিটি এক্সপ্রেসের একটি কামরায় আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধ চাকরিপ্রার্থীরা (Bhabua Road InterCity Express set on fire at Gaya station) ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.