ETV Bharat / bharat

মাটি চাপা পড়ে মৃত 4 শিশু, আহত 2

বাচ্চাগুলি যখন সেখান থেকে মাটি তুলছিল, সে সময় হঠাৎই মাটির ঢিবি ধসে পড়ে তাদের উপর ৷ সাত জনের মধ্য়ে 6 জন কাদামাটির ঢিবিতে চাপা পড়ে যায় ৷

bhopal-4-children-killed-2-injured-as-mud-mound-caves-in
মাটির ঢিবিতে চাপা পড়ে নিহত 4 শিশু, আহত 2
author img

By

Published : Nov 9, 2020, 6:21 PM IST

ভোপাল, 9 নভেম্বর : খালের ধার থেকে মাটি তুলতে গিয়ে কাদার ঢিবি ধসে মৃত্য়ু হল 4 শিশুর ৷ ঘটনায় আরও 2 শিশু আহত হয়েছে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ভোপালের সুখী সেভানিয়া থানার বারখেডি গ্রামে ৷

গ্রামের 7 বাচ্চা বাড়ির দেওয়ালে মাটি লেপার জন্য় কাদামাটি আনতে কাছের একটি খালে নামে ৷ বাচ্চাগুলি যখন সেখান থেকে মাটি তুলছিল, সে সময় হঠাৎই মাটির ঢিবি ধসে পড়ে তাদের উপর ৷ সাত জনের মধ্য়ে 6 জন চাপা পড়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে যায় পুলিশ ৷ অবশ্য় তার আগেই স্থানীয়রা দ্রুত শিশুগুলিকে উদ্ধার করে ফেলে ৷ 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে চিকিৎসকরা 4 শিশুকে মৃত ঘোষণা করেন ৷ বাকি 2 শিশু হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

ভোপালের কালেক্টর অবিনাশ লাভানিয়া জানান, সাত জনের মধ্য়ে আরেক শিশু দুর্ঘটনার সময়ই ঢিবি থেকে বেরিয়ে আসতে পেরেছিল ৷ মৃত 4 শিশুর দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ আহত শিশুরা ভোপালের হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তাদের অবস্থা আপাতত স্থিতিশীল ৷ ওই 4 শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মারা গিয়েছিল ৷

শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য়ের কথা জানিয়েছেন অবিনাশ লাভানিয়া ৷ তাদের 4 লাখ টাকা করে সাহায্য় দেওয়া হচ্ছে ৷ নিহত ও আহত শিশুদের সবার বয়স 7 থেকে 9 বছরের মধ্য়ে ৷

ভোপাল, 9 নভেম্বর : খালের ধার থেকে মাটি তুলতে গিয়ে কাদার ঢিবি ধসে মৃত্য়ু হল 4 শিশুর ৷ ঘটনায় আরও 2 শিশু আহত হয়েছে ৷ সোমবার ঘটনাটি ঘটেছে ভোপালের সুখী সেভানিয়া থানার বারখেডি গ্রামে ৷

গ্রামের 7 বাচ্চা বাড়ির দেওয়ালে মাটি লেপার জন্য় কাদামাটি আনতে কাছের একটি খালে নামে ৷ বাচ্চাগুলি যখন সেখান থেকে মাটি তুলছিল, সে সময় হঠাৎই মাটির ঢিবি ধসে পড়ে তাদের উপর ৷ সাত জনের মধ্য়ে 6 জন চাপা পড়ে যায় ৷ ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে যায় পুলিশ ৷ অবশ্য় তার আগেই স্থানীয়রা দ্রুত শিশুগুলিকে উদ্ধার করে ফেলে ৷ 6 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে চিকিৎসকরা 4 শিশুকে মৃত ঘোষণা করেন ৷ বাকি 2 শিশু হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷

ভোপালের কালেক্টর অবিনাশ লাভানিয়া জানান, সাত জনের মধ্য়ে আরেক শিশু দুর্ঘটনার সময়ই ঢিবি থেকে বেরিয়ে আসতে পেরেছিল ৷ মৃত 4 শিশুর দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ আহত শিশুরা ভোপালের হামিদিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৷ তাদের অবস্থা আপাতত স্থিতিশীল ৷ ওই 4 শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে মারা গিয়েছিল ৷

শিশুদের পরিবারকে আর্থিক সাহায্য়ের কথা জানিয়েছেন অবিনাশ লাভানিয়া ৷ তাদের 4 লাখ টাকা করে সাহায্য় দেওয়া হচ্ছে ৷ নিহত ও আহত শিশুদের সবার বয়স 7 থেকে 9 বছরের মধ্য়ে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.