ETV Bharat / state

আরজি করের 'বিচারহীনতার' 100 দিন, রবিতে একগুচ্ছ কর্মসূচি অভয়া মঞ্চের

আরজি করের ঘটনার 100 দিন উপলক্ষে আগামী রবিবার একগুচ্ছ কর্মসূচি নিয়েছে অভয়া মঞ্চ ৷ হবে মশাল মিছিল ও 100 জায়গায় নীরবতা পালন ৷

ETV BHARAT
আরজি করের 'বিচারহীনতার' 100 দিনে একগুচ্ছ কর্মসূচি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2024, 2:51 PM IST

কলকাতা, 14 নভেম্বর: আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার 100 দিন অতিক্রম হতে চলেছে আগামী রবিবার । সেদিন একাধিক কর্মসূচির ডাক দিল অভয়া মঞ্চ । মশাল হাতে সেদিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত হবে সাইকেল মিছিল । এছাড়াও সেদিন 100টি জায়গায় নীরবতা পালন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । 100টি জায়গায় 100 মিনিটের জন্য হবে নীরবতা পালন । তবে শুধুমাত্র রবিবার নয়, এর পাশাপাশি আগামী দিনগুলোতেও একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে অভয়া মঞ্চ । যার দিনক্ষণ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 8 অগস্ট রাতে ঘটে যায় নারকীয় হত্যাকাণ্ড । নিজের কর্মস্থলে ধর্ষণ ও খুন হন এক তরুণী চিকিৎসক । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরের দিন অর্থাৎ 9 অগস্ট সকালে । তারপর থেকে লাগাতার আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের । আন্দোলনে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ । পরবর্তীকালে তাঁদেরকে নিয়ে গঠিত হয়েছে অভয়া মঞ্চ ।

এই অভয়া মঞ্চ ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে । আগামী রবিবার 'বিচারহীনতা'র শততম দিনেও বেশকিছু কর্মসূচি নিয়েছে এই অভয়া মঞ্চ ৷ ওইদিন আরজি করের নির্যাতিতার মায়ের হাত থেকে মশাল নিয়ে 100 জন সাইকেল আরোহী শ্যামবাজার পর্যন্ত যাবেন । তারপর সেই দ্রোহের মশাল পৌঁছে যাবে বিভিন্ন জেলায় ।

অন্যদিকে, ঠিক তার আগের দিন রাজ্যের সমস্ত সাংসদ এবং বিধায়কদের পাঠানো হবে জনতার চার্জশিট । সবাইকে ডাকযোগে এই চার্জশিট পাঠাবে অভয়া মঞ্চ । এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে একটি কনভেনশন করার পরিকল্পনাও তাদের রয়েছে । সমাজের যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সর্বত্র আন্দোলন করার পরিকল্পনা রয়েছে । সমস্ত জেলায় অভয়া মঞ্চ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ।

অন্যদিকে, মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে ডাক দেওয়া হয়েছে একটি গণ কনভেনশনের । আগামী শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে সেই গণ গণভেনশন করা হবে । সেখানে নার্সেস ইউনিটি, মেডিক্যাল সার্ভিস সেন্টারের পাশাপাশি থাকছে 130টিরও বেশি সংগঠন । দুপুর তিনটে থেকে শুরু হবে এই গণ কনভেনশন ।

কলকাতা, 14 নভেম্বর: আরজি করের চিকিৎসক তরুণীর ধর্ষণ ও খুনের ঘটনার 100 দিন অতিক্রম হতে চলেছে আগামী রবিবার । সেদিন একাধিক কর্মসূচির ডাক দিল অভয়া মঞ্চ । মশাল হাতে সেদিন সোদপুর থেকে শ্যামবাজার পর্যন্ত হবে সাইকেল মিছিল । এছাড়াও সেদিন 100টি জায়গায় নীরবতা পালন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে । 100টি জায়গায় 100 মিনিটের জন্য হবে নীরবতা পালন । তবে শুধুমাত্র রবিবার নয়, এর পাশাপাশি আগামী দিনগুলোতেও একাধিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে অভয়া মঞ্চ । যার দিনক্ষণ পরবর্তী সময়ে ঘোষণা করা হবে ।

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গত 8 অগস্ট রাতে ঘটে যায় নারকীয় হত্যাকাণ্ড । নিজের কর্মস্থলে ধর্ষণ ও খুন হন এক তরুণী চিকিৎসক । যাঁর দেহ উদ্ধার হয়েছিল পরের দিন অর্থাৎ 9 অগস্ট সকালে । তারপর থেকে লাগাতার আন্দোলন চলছে জুনিয়র চিকিৎসকদের । আন্দোলনে সামিল হয়েছেন সিনিয়র চিকিৎসক থেকে সাধারণ মানুষ । পরবর্তীকালে তাঁদেরকে নিয়ে গঠিত হয়েছে অভয়া মঞ্চ ।

এই অভয়া মঞ্চ ইতিমধ্যেই একাধিক কর্মসূচি নিয়েছে । আগামী রবিবার 'বিচারহীনতা'র শততম দিনেও বেশকিছু কর্মসূচি নিয়েছে এই অভয়া মঞ্চ ৷ ওইদিন আরজি করের নির্যাতিতার মায়ের হাত থেকে মশাল নিয়ে 100 জন সাইকেল আরোহী শ্যামবাজার পর্যন্ত যাবেন । তারপর সেই দ্রোহের মশাল পৌঁছে যাবে বিভিন্ন জেলায় ।

অন্যদিকে, ঠিক তার আগের দিন রাজ্যের সমস্ত সাংসদ এবং বিধায়কদের পাঠানো হবে জনতার চার্জশিট । সবাইকে ডাকযোগে এই চার্জশিট পাঠাবে অভয়া মঞ্চ । এছাড়াও সমাজের বিভিন্ন স্তরের মানুষকে নিয়ে একটি কনভেনশন করার পরিকল্পনাও তাদের রয়েছে । সমাজের যেখানে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, সর্বত্র আন্দোলন করার পরিকল্পনা রয়েছে । সমস্ত জেলায় অভয়া মঞ্চ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে ।

অন্যদিকে, মেডিক্যাল সার্ভিস সেন্টারের তরফে ডাক দেওয়া হয়েছে একটি গণ কনভেনশনের । আগামী শুক্রবার মৌলালি যুবকেন্দ্রে সেই গণ গণভেনশন করা হবে । সেখানে নার্সেস ইউনিটি, মেডিক্যাল সার্ভিস সেন্টারের পাশাপাশি থাকছে 130টিরও বেশি সংগঠন । দুপুর তিনটে থেকে শুরু হবে এই গণ কনভেনশন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.