চেন্নাই, 14 নভেম্বর: ব্যবধান মাত্র একদিনের। একই সরকারি হাসপাতালে পরপর দু'দিন আক্রান্ত হলেন দুই প্রবীণ চিকিৎসক। পরপর হামলার ঘটনায় আতঙ্কিত হাসপাতালের অন্য চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। নিরাপত্তার দাবিতে তাঁরা ইতিমধ্যেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন।
প্রথম ঘটনাটি ঘটে বুধবার। পরপর সাতবার ছুরির কোপ বসানো হয় সরকারি হাসপাতালের সিনিয়র চিকিৎসক বালাজির ঘাড়ে-বুকে ৷ এই ঘটনার পর আজ, বৃহস্পতিবার ফের চেন্নাইয়ের রায়পুরমের সরকারি স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালের আরও এক চিকিৎসক আক্রান্ত হলেন ৷ গতকাল যিনি আক্রান্ত হয়েছিলেন তিনি ছিলেন ক্যানসার বিশেষজ্ঞ ৷ আর আজ রোগীর দ্বারা আক্রান্ত হন হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ হরিহরন ৷ তার জেরে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অন্য চিকিৎসকরা ৷
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভরত নামে ওই রোগীর বাড়ি নীলঙ্করাইয়ে। পরিবারে সদস্যরা তাঁকে চিকিৎসার জন্য চেন্নাইয়ের স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। চিকিৎসা চলাকালীন, আচমকাই চিকিৎসকের উপর ঝাঁপিয়ে পড়ে ভরত ৷ মুখে আঁচড়ে দেয় ৷ যার জেরে ডাক্তার বেশ খানিকটা চোট পান ৷ এখন তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে, হাসপাতাল সূত্রে ৷ ঘটনার ভিত্তিতে ভান্নানপেট্টাই থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
উল্লেখ্য়, স্ট্যানলি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসকের উপর এনিয়ে দু'বার হামলা হল ৷ গতকালই এক ক্যানসার চিকিৎসককে এক রোগীর ছেলে সাতবার ছুরির কোপ মারে ৷ রক্তাক্ত হয় হাসপাতাল ৷ তাঁর শারীরিক পরিস্থিতিও আপাতত স্থিতিশীল ৷ এই হাসপাতালেই চিকিৎসা চলছে । অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ এদিকে, আবাসিক চিকিৎসকরা হামলার নিন্দা জানিয়ে এবং উন্নত সুরক্ষার দাবিতে বিক্ষোভ শুরু করেছেন ৷ আন্দোলনরত চিকিৎসকরা বলছেন, "এই ধরনের ক্রমাগত হামলা আমাদের মধ্যে ভয়ের অনুভূতি তৈরি করেছে।" চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে সরব বিভিন্ন মহল।