রামপুর (উত্তরপ্রদেশ), ৬ মার্চ: উত্তরপ্রদেশের রামপুরে সমাজবাদি পার্টির নেতা আজ়ম খানের নির্মিত 'উর্দু তোরণ' ভেঙে ফেলল যোগী আদিত্যনাথের সরকার। অভিযোগ, বেআইনিভাবে তোরণটি নির্মাণ করা হয়েছিল।
উল্লেখ্য, মহম্মদ আলি জহর বিশ্ববিদ্যালয়ের প্রবেশদ্বার হিসেবে তোরণটি বানানো হয়েছিল। সেই সময় ক্ষমতায় ছিলেন SP নেতা আজ়ম খান। অভিযোগ, অবৈধভাবে জমি দখল করে তোরণটি বানানো হয়েছিল।
জেলা প্রশাসক অঞ্জন কুমার সিং জানান, তোরণটি নির্মাণের সময় কোনও আইন মানা হয়নি। প্রশাসনের কাছ থেকে অনুমতি নেওয়া হয়নি।
প্রশাসনের অভিযোগ, পূর্তদপ্তরের তৈরি রাস্তায় তোরণটি তৈরি করা হয়েছিল আর তার জেরে ওই গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে এলাকায় যানজটের সমস্যা দেখা দিয়েছিল।