ETV Bharat / bharat

ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে পারে স্টেট ব্যাঙ্ক - স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার

খানিকটা হলেও স্বস্তি । ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI) ।

ছবি
ছবি
author img

By

Published : Mar 7, 2020, 5:25 PM IST

দিল্লি, 7 মার্চ : ইয়েস ব্যাঙ্কের আর্থিক মন্দার বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক বাড়তে থাকে গ্রাহকদের মধ্যে ৷ এবার খানিকটা হলেও স্বস্তি । ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । আজ একথা জানিয়ে দিলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার ।

রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা আসার পর থেকেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক বাড়ে ৷ একলাফে 85 শতাংশ শেয়ার কমে যায় ব্যাঙ্কের । পাশাপাশি, ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নতুন করে আর চুক্তি নবীকরণ করবে না বলে জানিয়ে দেয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ৷ রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়েছিল, 3 এপ্রিল পর্যন্ত 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷ তবে শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা গেছিল । গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমানতকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, তাঁদের টাকা মার যাবে না । একই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন ও রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস ।

ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে প্রায় 2450 কোটি টাকা ঢালতে হবে । এই বিষয়ে, স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান জানান, তাঁদের মূল লক্ষ্য, ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের সঞ্চয় সুরক্ষিত রাখা । পাশাপাশি ব্যাঙ্কের মূল সমস্যাও খতিয়ে দেখবে তারা । আগামী সপ্তাহে তা RBI-কেও জানানো হবে ।

রজনীশ কুমার বলেন, "অনেক সম্ভাব্য বিনিয়োগকারী রয়েছেন । স্কিম দেখার পর তারা আমাদের সঙ্গে কথা বলেছেন । যে বিনিয়োগকারীরা 5 শতাংশের বেশি বিনিয়োগ করতে চান, তাঁদের প্রত্যেককে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশাবলী সম্পর্কে অবহিত থাকতে হবে । দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে আমাদের কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে । একটি ব্যাঙ্ক ডুবলে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে । কিন্তু SBI পাশে দাঁড়ালে পরিস্থিতিটা ঘুরতে পারে ।"

দিল্লি, 7 মার্চ : ইয়েস ব্যাঙ্কের আর্থিক মন্দার বিষয়টি প্রকাশ্যে আসতেই আতঙ্ক বাড়তে থাকে গ্রাহকদের মধ্যে ৷ এবার খানিকটা হলেও স্বস্তি । ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে পারে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া । আজ একথা জানিয়ে দিলেন স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান রজনীশ কুমার ।

রিজ়ার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা আসার পর থেকেই গ্রাহকদের মধ্যে আতঙ্ক বাড়ে ৷ একলাফে 85 শতাংশ শেয়ার কমে যায় ব্যাঙ্কের । পাশাপাশি, ইয়েস ব্যাঙ্কের সঙ্গে নতুন করে আর চুক্তি নবীকরণ করবে না বলে জানিয়ে দেয় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ৷ রিজ়ার্ভ ব্যাঙ্ক নির্দেশিকা জারি করে জানিয়েছিল, 3 এপ্রিল পর্যন্ত 50 হাজার টাকার বেশি তোলা যাবে না ইয়েস ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷ তবে শোনা যাচ্ছিল, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সহযোগিতায় একটি সংস্থা ইয়েস ব্যাঙ্কের মালিকানা কিনে নেবে ৷ কেন্দ্র ইতিমধ্যে সেই পরিকল্পনায় সায় দিয়েছে বলেও জানা গেছিল । গতকালই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আমানতকারীদের আশ্বস্ত করে বলেছিলেন, তাঁদের টাকা মার যাবে না । একই আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কৃষ্ণমূর্তি সুব্রমনিয়ন ও রিজার্ভ ব্যাঙ্কের (RBI) গভর্নর শক্তিকান্ত দাস ।

ইয়েস ব্যাঙ্কের 49 শতাংশ মালিকানা কিনতে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়াকে প্রায় 2450 কোটি টাকা ঢালতে হবে । এই বিষয়ে, স্টেট ব্যাঙ্কের চেয়ারম্যান জানান, তাঁদের মূল লক্ষ্য, ইয়েস ব্যাঙ্কের আমানতকারীদের সঞ্চয় সুরক্ষিত রাখা । পাশাপাশি ব্যাঙ্কের মূল সমস্যাও খতিয়ে দেখবে তারা । আগামী সপ্তাহে তা RBI-কেও জানানো হবে ।

রজনীশ কুমার বলেন, "অনেক সম্ভাব্য বিনিয়োগকারী রয়েছেন । স্কিম দেখার পর তারা আমাদের সঙ্গে কথা বলেছেন । যে বিনিয়োগকারীরা 5 শতাংশের বেশি বিনিয়োগ করতে চান, তাঁদের প্রত্যেককে রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশাবলী সম্পর্কে অবহিত থাকতে হবে । দেশের বৃহত্তম ব্যাঙ্ক হিসেবে আমাদের কিছু দায়িত্ব-কর্তব্য রয়েছে । একটি ব্যাঙ্ক ডুবলে অস্থির পরিস্থিতি তৈরি হতে পারে । কিন্তু SBI পাশে দাঁড়ালে পরিস্থিতিটা ঘুরতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.