ETV Bharat / bharat

"গেম চেঞ্জার", রাফাল অবতরণের মুহূর্তে টুইট অমিত শাহের

"ভারতীয় বায়ুসেনার জন্য এটি একটি ঐতিহাসিক দিন । ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এটা।" টুইটবার্তা অমিত শাহের ।

অমিত শাহ
অমিত শাহ
author img

By

Published : Jul 29, 2020, 8:20 PM IST

দিল্লি, 29 জুলাই : ঐতিহাসিক দিন । আম্বালার বিমানঘাঁটিতে রাফালের অবতরণের মুহূর্তে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে তিনি লেখেন, "ভারতীয় বায়ুসেনার জন্য এটি একটি ঐতিহাসিক দিন । ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এটা ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এই রাফাল যুদ্ধবিমানগুলি এক একটি গেম চেঞ্জার ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় বায়ুসেনা ও গোটা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আজ টুইট করেন অমিত শাহ । টুইটারে অভিনন্দনবার্তায় তিনি লেখেন, "বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাশালী এই মেশিনগুলি আকাশপথে যে কোনও ধরনের চ্যালেঞ্জকে ব্যর্থ করতে সক্ষম । এই সর্বশক্তিধর রাফাল আমাদের আকাশপথের নিরাপত্তা সুনিশ্চিত করেতে বায়ুসেনাকে সাহায্য করবে ।"

  • Rafale touchdown is a historic day for our vigorous @IAF_MCC and a proud moment for India!

    These are the world's most powerful machines capable to thwart any challenge in the sky. I am sure Rafale will help our Air warriors to safeguard our skies with its mighty superiority. pic.twitter.com/wTsK0XYcIX

    — Amit Shah (@AmitShah) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য এক টুইটবার্তায় তিনি আরও লেখেন, "এই নতুন বিমানগুলির সংযোজনই প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে শক্তিশালী ও সুরক্ষিত করতে দৃঢ়প্রতিজ্ঞ । ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও মজবুত করতে মোদি সরকার বদ্ধপরিকর । ভারতের বায়ুসেনাকে এই অভূতপূর্ব শক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে ।"

  • Induction of these next generation aircrafts is a true testimony of PM @narendramodi's resolve to make India a powerful and secure nation.

    Modi govt is committed to build on India’s defence capabilities. I thank honourable PM for providing this unprecedented strength to our IAF. pic.twitter.com/g9lIO0bl6d

    — Amit Shah (@AmitShah) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাফালের আগমনে অমিত শাহ আম্বালায় বিমানের প্রথম অবতরণের ভিডিয়োটিও শেয়ার করেন তাঁর টুইটারে । রাফালের প্রশংসা করে তিনি বলেন, "গতিই হোক, বা অস্ত্রসম্ভার, রাফাল সব দিক থেকেই এগিয়ে । আমি নিশ্চিত, এই বিশ্বমানের যুদ্ধবিমানগুলি যে কোনও মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে ।"

দিল্লি, 29 জুলাই : ঐতিহাসিক দিন । আম্বালার বিমানঘাঁটিতে রাফালের অবতরণের মুহূর্তে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । টুইটারে তিনি লেখেন, "ভারতীয় বায়ুসেনার জন্য এটি একটি ঐতিহাসিক দিন । ভারতের জন্য এক গর্বের মুহূর্ত এটা ।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় এই রাফাল যুদ্ধবিমানগুলি এক একটি গেম চেঞ্জার ।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ভারতীয় বায়ুসেনা ও গোটা দেশবাসীকে অভিনন্দন জানিয়ে আজ টুইট করেন অমিত শাহ । টুইটারে অভিনন্দনবার্তায় তিনি লেখেন, "বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাশালী এই মেশিনগুলি আকাশপথে যে কোনও ধরনের চ্যালেঞ্জকে ব্যর্থ করতে সক্ষম । এই সর্বশক্তিধর রাফাল আমাদের আকাশপথের নিরাপত্তা সুনিশ্চিত করেতে বায়ুসেনাকে সাহায্য করবে ।"

  • Rafale touchdown is a historic day for our vigorous @IAF_MCC and a proud moment for India!

    These are the world's most powerful machines capable to thwart any challenge in the sky. I am sure Rafale will help our Air warriors to safeguard our skies with its mighty superiority. pic.twitter.com/wTsK0XYcIX

    — Amit Shah (@AmitShah) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অন্য এক টুইটবার্তায় তিনি আরও লেখেন, "এই নতুন বিমানগুলির সংযোজনই প্রমাণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতকে শক্তিশালী ও সুরক্ষিত করতে দৃঢ়প্রতিজ্ঞ । ভারতের প্রতিরক্ষা ক্ষমতাকে আরও মজবুত করতে মোদি সরকার বদ্ধপরিকর । ভারতের বায়ুসেনাকে এই অভূতপূর্ব শক্তি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে ।"

  • Induction of these next generation aircrafts is a true testimony of PM @narendramodi's resolve to make India a powerful and secure nation.

    Modi govt is committed to build on India’s defence capabilities. I thank honourable PM for providing this unprecedented strength to our IAF. pic.twitter.com/g9lIO0bl6d

    — Amit Shah (@AmitShah) July 29, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাফালের আগমনে অমিত শাহ আম্বালায় বিমানের প্রথম অবতরণের ভিডিয়োটিও শেয়ার করেন তাঁর টুইটারে । রাফালের প্রশংসা করে তিনি বলেন, "গতিই হোক, বা অস্ত্রসম্ভার, রাফাল সব দিক থেকেই এগিয়ে । আমি নিশ্চিত, এই বিশ্বমানের যুদ্ধবিমানগুলি যে কোনও মুহূর্তে মোড় ঘুরিয়ে দিতে পারে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.