ETV Bharat / bharat

মোদিকে ভোট না দিলে দেশ ৫০ বছর পিছিয়ে পড়বে : নির্মলা সীতারমন

"আমরা যদি পিছিয়ে যাই এবং একটা মজবুত সংখ্যাগরিষ্ঠতায় এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে না পারি তাহলে ন্যূনতম ৫০ বছর পিছিয়ে যাব।" বললেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।

নির্মলা সীতারমন
author img

By

Published : Feb 25, 2019, 10:09 AM IST

বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : "নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে না আনলে দেশ ৫০ বছর পিছিয়ে পড়বে।" গতকাল বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।

গতকাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমরা যদি পিছিয়ে যাই এবং একটা মজবুত সংখ্যাগরিষ্ঠতায় এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে না পারি তাহলে ন্যূনতম ৫০ বছর পিছিয়ে যাব। আর BJP যদি তার কাজের স্বীকৃতি না পায় তবে তরুণ প্রজন্মের ভোটাররা বিভ্রান্ত হবে।" নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "আমাদের মতো যারা বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছি, তারা কি সেইসব শক্তিকে ফিরিয়ে নিয়ে আনব যারা দেশের জন্য কিছুই করেনি? শুধু তাই নয়, মনে রাখতে হবে ওরা স্বচ্ছ রাজনীতির ধার ধারে না। এমন কী, দেশের কথাও সবার আগে ভাবে না। যদি আমরা তাদের ফিরিয়ে আনি তাহলে তা তরুণ প্রজন্মের ভোটারদের জন্য নিষ্ঠুর কাজ হবে।"

নির্মলা আরও বলেন, "এখন যে নেতৃত্ব আপনারা পাচ্ছেন, ইতিহাসে খুব কম দেশই এমন নেতৃত্ব পেয়েছে। গত পাঁচ বছরে কোনও বিরতি ছাড়াই প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন।" নাম না করে রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, "আগের সরকার আর এখনকার সরকারের মধ্যে পার্থক্য একটাই। দুর্নীতি। দুর্নীতির আঁচ এই সময়কালে পড়েনি। এই জন্যই বোধহয় কংগ্রেস প্রেসিডেন্টের নতুন নতুন সমস্যাকে চিহ্নিত করার কথা মনে হচ্ছে।"

undefined

বেঙ্গালুরু, ২৫ ফেব্রুয়ারি : "নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে না আনলে দেশ ৫০ বছর পিছিয়ে পড়বে।" গতকাল বেঙ্গালুরুর একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন।

গতকাল অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আমরা যদি পিছিয়ে যাই এবং একটা মজবুত সংখ্যাগরিষ্ঠতায় এই সরকারকে ক্ষমতায় ফিরিয়ে আনতে না পারি তাহলে ন্যূনতম ৫০ বছর পিছিয়ে যাব। আর BJP যদি তার কাজের স্বীকৃতি না পায় তবে তরুণ প্রজন্মের ভোটাররা বিভ্রান্ত হবে।" নিজের উদাহরণ টেনে তিনি বলেন, "আমাদের মতো যারা বিংশ শতাব্দীতে জন্মগ্রহণ করেছি, তারা কি সেইসব শক্তিকে ফিরিয়ে নিয়ে আনব যারা দেশের জন্য কিছুই করেনি? শুধু তাই নয়, মনে রাখতে হবে ওরা স্বচ্ছ রাজনীতির ধার ধারে না। এমন কী, দেশের কথাও সবার আগে ভাবে না। যদি আমরা তাদের ফিরিয়ে আনি তাহলে তা তরুণ প্রজন্মের ভোটারদের জন্য নিষ্ঠুর কাজ হবে।"

নির্মলা আরও বলেন, "এখন যে নেতৃত্ব আপনারা পাচ্ছেন, ইতিহাসে খুব কম দেশই এমন নেতৃত্ব পেয়েছে। গত পাঁচ বছরে কোনও বিরতি ছাড়াই প্রধানমন্ত্রী কাজ করে চলেছেন।" নাম না করে রাহুল গান্ধিকে কটাক্ষ করে তিনি বলেন, "আগের সরকার আর এখনকার সরকারের মধ্যে পার্থক্য একটাই। দুর্নীতি। দুর্নীতির আঁচ এই সময়কালে পড়েনি। এই জন্যই বোধহয় কংগ্রেস প্রেসিডেন্টের নতুন নতুন সমস্যাকে চিহ্নিত করার কথা মনে হচ্ছে।"

undefined
SHOTLIST:
RESTRICTION SUMMARY: AP CLIENTS ONLY
THE FOLLOWING RESTRICTIONS, IMPOSED BY THE ACADEMY, APPLY TO ALL AP VIDEO CUSTOMERS:
Red Carpet and Backstage Footage:
-You may use up to 5 minutes of red carpet footage until 3:30pm PT (2330 GMT)
-You may use up to 3 minutes of red carpet footage in each 30 minute period after 3:30pm PT (2330 GMT)
-After your local territory's exclusive broadcaster has finished airing the show, you may use unlimited red carpet and backstage material
-Any red carpet video used in the U.S. before or during the Oscar broadcast must also contain the screen message: "Tune in to ABC for the full show"
ASSOCIATED PRESS
Los Angeles, 24 February 2019
1. Various of Henry Golding posing on the carpet
2. Various of Sam Elliott and his family on the carpet
3. Various of Nicholas Hoult and Joe Alwyn posing on the carpet
4. Medium of Nicolas Hoult posing on carpet
5. Fashion pan of Helen Mirren on the carpet
6. Fashion pan of Amy Adams posing on the carpet
7. Fashion pan of Cicely Tyson
8. Fashion pan of Allison Janney
9. Medium of Jordan Peele and his wife on the carpet
10. Fashion pan of Charlize Theron
STORYLINE:
JORDAN PEELE, HELEN MIRREN, CHARLIZE THERON AND CICELY TYSON POSE ON OSCARS RED CARPET
"Crazy Rich Asians" star Henry Goulding and "Get Out" director, Jordan Peele, looked dapper in sleek tuxedos while posing on the Oscars red carpet. Peele also posed alongside his wife, Chelsea Peretti.
Nicolas Hoult sported a unique Dior suit that featured a draped collar and side pocket while actress Charlize Theron also donned Dior wearing a high-neck, long-sleeved sheath with a bold, open back, accessorized with Bulgari jewels.
Both Allison Janney and legendary actress Cicely Tyson posed on the carpet in straight, black gowns, while Helen Mirren lit up the carpet, twirling in a neon pink Schiaparelli Haute Couture chiffon gown, accessorized with a diamond necklace and earrings.
"Vice" actress Amy Adams carried on the bling diamond necklace trend wearing a massive drop-gem choker with her white, bedazzled strapless gown.
===========================================================
Clients are reminded:
(i) to check the terms of their licence agreements for use of content outside news programming and that further advice and assistance can be obtained from the AP Archive on: Tel +44 (0) 20 7482 7482 Email: info@aparchive.com
(ii) they should check with the applicable collecting society in their Territory regarding the clearance of any sound recording or performance included within the AP Television News service
(iii) they have editorial responsibility for the use of all and any content included within the AP Television News service and for libel, privacy, compliance and third party rights applicable to their Territory.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.