ETV Bharat / bharat

এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে কেন বলব পরিযায়ী, প্রশ্ন নীতীশের - bihar cm

গতকাল একটি সাংবাদিক বৈঠকে নীতীশ কুমার বলেন, " এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই মানুষকে বলা হচ্ছে পরিযায়ী ৷ কেন এমন বলা হবে ? এটি একটিই দেশ ৷ ওয়ান কানট্রি , ওয়ান ন্যাশনালিটি ৷ একজন মানুষ দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সে কখনও পরিযায়ী নয় ৷ সে দেশের বাইরে গেলে তবেই সে পরিযায়ী ৷ "

Why is a worker going from one state to another called 'migrant', questions Bihar CM
এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলে কেন বলা হবে পরিযায়ী , প্রশ্ন বিহারের মুখ্যমন্ত্রীর
author img

By

Published : Jun 4, 2020, 7:49 AM IST

পটনা, 4 জুন : কোরোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী চলছে লকডাউন ৷ আর এই কোরোনা লকডাউন পর্যায়ে বিহারে ফিরে আসা সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে বিহার সরকার ৷ জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এছাড়া যারা রাজ্যে ফিরে আসা শ্রমিকদের জন্য পরিযায়ী শব্দটি ব্যবহার করছে ৷ তাদের ব্যাপক নিন্দাও করেছেন তিনি ৷ তাঁর মত, একই দেশে এক স্থান থেকে অন্য স্থানে গেলে কেন দেওয়া হবে পরিযায়ী আখ্যা ৷

গতকাল একটি সাংবাদিক বৈঠকে নীতীশ কুমার বলেন, " এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই মানুষকে বলা হচ্ছে পরিযায়ী ৷ কেন এমন বলা হবে ? এটি একটিই দেশ ৷ ওয়ান কানট্রি , ওয়ান ন্যাশনালিটি ৷ একজন মানুষ দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সে কখনও পরিযায়ী নয় ৷ সে দেশের বাইরে গেলে তবেই সে পরিযায়ী ৷ " তিনি আরও বলেন, "অন্যান্য রাজ্য থেকে ফিরে আসা লোকদের অসহায় হওয়ার দরকার নেই ৷ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে ৷ যে সব রাজ্যে শ্রমিকরা গেছেন , সেখানে তাদের লকডাউন চলাকালীন পর্যাপ্ত সাহায্য করা উচিত ছিল ৷ "

কেন্দ্রের অনুমতি দেওয়ার পর শ্রমিক, পড়ুয়া ও অন্যান্যরা ট্রেন ও বাসে করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন নিজের ঘরে ৷ উত্তরপ্রদেশ , বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন জায়গা থেকে নিজেদের বাড়িতে ফিরছেন তাঁরা । ফিরতে চাইছেন আপনজনদের কাছে ।

পটনা, 4 জুন : কোরোনা সংক্রমণ রুখতে দেশব্যাপী চলছে লকডাউন ৷ আর এই কোরোনা লকডাউন পর্যায়ে বিহারে ফিরে আসা সকলের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করছে বিহার সরকার ৷ জানালেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ৷ এছাড়া যারা রাজ্যে ফিরে আসা শ্রমিকদের জন্য পরিযায়ী শব্দটি ব্যবহার করছে ৷ তাদের ব্যাপক নিন্দাও করেছেন তিনি ৷ তাঁর মত, একই দেশে এক স্থান থেকে অন্য স্থানে গেলে কেন দেওয়া হবে পরিযায়ী আখ্যা ৷

গতকাল একটি সাংবাদিক বৈঠকে নীতীশ কুমার বলেন, " এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই মানুষকে বলা হচ্ছে পরিযায়ী ৷ কেন এমন বলা হবে ? এটি একটিই দেশ ৷ ওয়ান কানট্রি , ওয়ান ন্যাশনালিটি ৷ একজন মানুষ দেশের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সে কখনও পরিযায়ী নয় ৷ সে দেশের বাইরে গেলে তবেই সে পরিযায়ী ৷ " তিনি আরও বলেন, "অন্যান্য রাজ্য থেকে ফিরে আসা লোকদের অসহায় হওয়ার দরকার নেই ৷ তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে ৷ যে সব রাজ্যে শ্রমিকরা গেছেন , সেখানে তাদের লকডাউন চলাকালীন পর্যাপ্ত সাহায্য করা উচিত ছিল ৷ "

কেন্দ্রের অনুমতি দেওয়ার পর শ্রমিক, পড়ুয়া ও অন্যান্যরা ট্রেন ও বাসে করে দেশের বিভিন্ন প্রান্তে গিয়েছেন নিজের ঘরে ৷ উত্তরপ্রদেশ , বিহার, পশ্চিমবঙ্গ, কেরালা, মহারাষ্ট্র-সহ বিভিন্ন জায়গা থেকে নিজেদের বাড়িতে ফিরছেন তাঁরা । ফিরতে চাইছেন আপনজনদের কাছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.