ETV Bharat / bharat

"আপনার মনে ভয় থাকলে কী করতে পারি ?", ওয়েইসিকে প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর - রাজনীতি

লোকসভায় NIA (সংশোধনী) বিল নিয়ে আলোচনায় সময় বচসায় জড়ান আসাদউদ্দিন ওয়েইসি ও অমিত শাহ । স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

ওয়েইসি ও অমিত
author img

By

Published : Jul 15, 2019, 6:10 PM IST

দিল্লি, 15 জুলাই : লোকসভায় বচসায় জড়ালেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওয়েইসিকে খোঁচা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, "যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

আজ লোকসভায় NIA (সংশোধনী) বিল নিয়ে আলোচনা হচ্ছিল । বক্তব্য রাখছিলেন BJP সাংসদ সত্যপাল সিং । সেই সময় একাধিকবার বিরোধীদের বাধার মুখে পড়েন তিনি । সত্যপাল অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতা কোনও একটি তদন্তের অভিমুখ ঘোরানোর জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনারকে বলেছিলেন । না হলে তাঁকে বদলি করা হতে পারে বলে হুমকি দিয়েছিলেন । কীভাবে এই ঘটনা জানলেন এনিয়ে BJP সাংসদ বলেন, "সেই সময় মুম্বইয়ের পুলিশ কমিশনার থাকার কারণে আমি এই ঘটনাটি জানি ।"

সত্যপালের এই দাবির বিরোধিতা করেন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি । তিনি বলেন, "নিজের দাবির স্বপক্ষে লোকসভায় উপযুক্ত প্রমাণ পেশ করুন । " এরপরই নিজের আসন থেকে উঠে বিরোধীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধীদের বক্তৃতার সময় ট্রেজ়ারি সদস্যরা বিরক্ত করেননি । তাই বিরোধীদেরও সেরকমই করা উচিত । "

ওয়েইসিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অন্যদের দৃষ্টিভঙ্গি শোনার মতো সংযম বিরোধীদের থাকা উচিত ।" তাতে ক্ষুব্ধ হন হায়দরাবাদের সাংসদ । তিনি বলেন, "আঙুল তুলবেন না । আমাকে ভয় পাওয়ানো যাবে না ।" প্রত্যুত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি আপনাকে ভয় পাওয়াতে চাইছি না । যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

দিল্লি, 15 জুলাই : লোকসভায় বচসায় জড়ালেন AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । ওয়েইসিকে খোঁচা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য, "যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"

আজ লোকসভায় NIA (সংশোধনী) বিল নিয়ে আলোচনা হচ্ছিল । বক্তব্য রাখছিলেন BJP সাংসদ সত্যপাল সিং । সেই সময় একাধিকবার বিরোধীদের বাধার মুখে পড়েন তিনি । সত্যপাল অভিযোগ করেন, একজন রাজনৈতিক নেতা কোনও একটি তদন্তের অভিমুখ ঘোরানোর জন্য হায়দরাবাদের পুলিশ কমিশনারকে বলেছিলেন । না হলে তাঁকে বদলি করা হতে পারে বলে হুমকি দিয়েছিলেন । কীভাবে এই ঘটনা জানলেন এনিয়ে BJP সাংসদ বলেন, "সেই সময় মুম্বইয়ের পুলিশ কমিশনার থাকার কারণে আমি এই ঘটনাটি জানি ।"

সত্যপালের এই দাবির বিরোধিতা করেন হায়দরাবাদের সাংসদ ওয়েইসি । তিনি বলেন, "নিজের দাবির স্বপক্ষে লোকসভায় উপযুক্ত প্রমাণ পেশ করুন । " এরপরই নিজের আসন থেকে উঠে বিরোধীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধীদের বক্তৃতার সময় ট্রেজ়ারি সদস্যরা বিরক্ত করেননি । তাই বিরোধীদেরও সেরকমই করা উচিত । "

ওয়েইসিকে উদ্দেশ্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অন্যদের দৃষ্টিভঙ্গি শোনার মতো সংযম বিরোধীদের থাকা উচিত ।" তাতে ক্ষুব্ধ হন হায়দরাবাদের সাংসদ । তিনি বলেন, "আঙুল তুলবেন না । আমাকে ভয় পাওয়ানো যাবে না ।" প্রত্যুত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "আমি আপনাকে ভয় পাওয়াতে চাইছি না । যদি আপনার মনে ভয় থাকে তাহলে আমি কী করতে পারি ?"


New Delhi, July 15 (ANI): In a new initiative by Indian Railways, Union Minister of Health and Family Welfare Dr Harsh Vardhan along with Minister of State (MoS) for Railways Suresh Angadi flagged off vinyl poster wrapped trains on Monday at New Delhi Railway Station to honour and remember the sacrifices laid down by the soldiers during the Kargil war. Bharatiya Janata Party (BJP) MP Meenakashi Lekhi was also present on the occasion.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.