ETV Bharat / bharat

মান ভাঙাতে স্ট্য়াটাস বার্তা হোয়াটসঅ্য়াপের ! - পরিবর্তিত সুরক্ষা নীতি

প্রথম ম্য়াসেজ়ে বলা হয়েছে, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনাদের তথ্য় ফেসবুকে শেয়ার করবে না ৷’’ দ্বিতীয় ম্য়াসেজ়ে হোয়াটসঅ্য়াপের দাবি, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনার শেয়ার করা লোকেশন দেখতে পারে না ৷’’ তৃতীয় ম্য়াসেজ়ে দাবি করা হয়েছে, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনার ব্য়ক্তিগত তথ্য় পড়তে বা শুনতে পারবে না, কারণ এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’’ এবং সবশেষে বলা হয়েছে, ‘‘আমরা আপনার ব্য়ক্তি স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর ৷’’

whatsapp-leaves-message-on-status-giving-assurance-on-privacy
মান ভাঙাতে ‘‘স্ট্য়াটাস বার্তা’’ হোয়াটসঅ্য়াপের !
author img

By

Published : Jan 17, 2021, 5:42 PM IST

কলকাতা, 17 জানুয়ারি : হোয়াটসঅ্য়াপের স্ট্য়াটাস সেকশনে গ্রাহকদের উদ্দেশ্য়ে বার্তা পাঠালো হোয়াটসঅ্য়াপ কর্তৃপক্ষ ৷ যেখানে নিজেদের পরিবর্তিত সুরক্ষা নীতি নিয়ে হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারীদের আশ্বস্ত করার চেষ্টা করল মার্ক জ়ুকারবার্গের সংস্থা ৷ স্ট্য়াটাস সেকশনে হোয়াটসঅ্য়াপের নামে আসা চারটি ম্য়াসেজ় করা হয়েছে ৷

প্রথম ম্য়াসেজ়ে বলা হয়েছে, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনাদের তথ্য় ফেসবুকে শেয়ার করবে না ৷’’ দ্বিতীয় ম্য়াসেজ়ে হোয়াটসঅ্য়াপের দাবি, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনার শেয়ার করা লোকেশন দেখতে পারে না ৷’’ তৃতীয় ম্য়াসেজ়ে দাবি করা হয়েছে, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনার ব্য়ক্তিগত তথ্য় পড়তে বা শুনতে পারবে না, কারণ এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’’ এবং সবশেষে বলা হয়েছে, ‘‘আমরা আপনার ব্য়ক্ত স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর ৷’’

তবে, হোয়াটসঅ্য়াপের এই স্ট্য়াটাস ম্য়াসেজ়ে পড়ে অধিকাংশ ক্ষেত্রেই সমালোচনা শুরু হয়েছে এর গ্রাহকদের মধ্য়ে ৷ কেউ কেউ একে ড্যামেজ় কন্ট্রোলের চেষ্টা বলে কটাক্ষ করেছেন ৷ এই স্ট্য়াটাস নজরে আসার কিছুক্ষণের মধ্য়েই অন্য়ান্য় সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে হাস্য়কৌতুক শুরু হয়ে যায় ৷ অনেকে প্রশ্ন তুলেছেন, হোয়াটঅ্য়াপের কোনও কন্ট্য়াক্ট গ্রাহকদের কাছে না থাকা সত্ত্বেও, তারা সবার মোবাইলের স্ট্য়াটাস সেকশনে ঢুকে ম্য়াসেজ় পাঠাচ্ছে ৷ এতেই স্পষ্ট হোয়াটঅ্য়াপের প্রাইভেসি পলিসি এখন আর নিরাপদ নয় ৷ তবে, এসবই এখন তর্ক সাপেক্ষ ৷

আরও পড়ুন : হোয়াটসঅ্য়াপের নয়া প্রাইভেসি পলিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা

সমালোচনার মুখে গ্রাহকদের বিশ্বাস ফিরে পেতে এখন 8 ফেব্রুয়ারির ডেটলাইন তুলে নিয়েছে মোবাইল ম্য়াসেজ়িং এই সংস্থা ৷ গ্রাহকদের সংশয় দূর করতে, নয়া সুরক্ষা নীতি চলাকালীন যাঁরা হোয়াটঅ্য়াপ আপডেট করবে না, তাঁদের অ্য়াকাউন্ট সাসপেন্ড করা হবে না বলে জানানো হয়েছে ৷ 15 মে পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই সময়ের মধ্য়ে গ্রাহকরা হোয়াটসঅ্য়াপের নয়া সুরক্ষা নীতি সম্পর্কে সুনিশ্চিত হয়ে, তারপর অ্য়াকাউন্ট আপডেট করতে পারবেন ৷

কলকাতা, 17 জানুয়ারি : হোয়াটসঅ্য়াপের স্ট্য়াটাস সেকশনে গ্রাহকদের উদ্দেশ্য়ে বার্তা পাঠালো হোয়াটসঅ্য়াপ কর্তৃপক্ষ ৷ যেখানে নিজেদের পরিবর্তিত সুরক্ষা নীতি নিয়ে হোয়াটসঅ্য়াপ ব্য়বহারকারীদের আশ্বস্ত করার চেষ্টা করল মার্ক জ়ুকারবার্গের সংস্থা ৷ স্ট্য়াটাস সেকশনে হোয়াটসঅ্য়াপের নামে আসা চারটি ম্য়াসেজ় করা হয়েছে ৷

প্রথম ম্য়াসেজ়ে বলা হয়েছে, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনাদের তথ্য় ফেসবুকে শেয়ার করবে না ৷’’ দ্বিতীয় ম্য়াসেজ়ে হোয়াটসঅ্য়াপের দাবি, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনার শেয়ার করা লোকেশন দেখতে পারে না ৷’’ তৃতীয় ম্য়াসেজ়ে দাবি করা হয়েছে, ‘‘হোয়াটসঅ্য়াপ আপনার ব্য়ক্তিগত তথ্য় পড়তে বা শুনতে পারবে না, কারণ এটি এন্ড টু এন্ড এনক্রিপ্টেড’’ এবং সবশেষে বলা হয়েছে, ‘‘আমরা আপনার ব্য়ক্ত স্বাধীনতা বজায় রাখতে বদ্ধপরিকর ৷’’

তবে, হোয়াটসঅ্য়াপের এই স্ট্য়াটাস ম্য়াসেজ়ে পড়ে অধিকাংশ ক্ষেত্রেই সমালোচনা শুরু হয়েছে এর গ্রাহকদের মধ্য়ে ৷ কেউ কেউ একে ড্যামেজ় কন্ট্রোলের চেষ্টা বলে কটাক্ষ করেছেন ৷ এই স্ট্য়াটাস নজরে আসার কিছুক্ষণের মধ্য়েই অন্য়ান্য় সোশ্য়াল মিডিয়া প্ল্যাটফর্মে হাস্য়কৌতুক শুরু হয়ে যায় ৷ অনেকে প্রশ্ন তুলেছেন, হোয়াটঅ্য়াপের কোনও কন্ট্য়াক্ট গ্রাহকদের কাছে না থাকা সত্ত্বেও, তারা সবার মোবাইলের স্ট্য়াটাস সেকশনে ঢুকে ম্য়াসেজ় পাঠাচ্ছে ৷ এতেই স্পষ্ট হোয়াটঅ্য়াপের প্রাইভেসি পলিসি এখন আর নিরাপদ নয় ৷ তবে, এসবই এখন তর্ক সাপেক্ষ ৷

আরও পড়ুন : হোয়াটসঅ্য়াপের নয়া প্রাইভেসি পলিসির বিরুদ্ধে দিল্লি হাইকোর্ট মামলা

সমালোচনার মুখে গ্রাহকদের বিশ্বাস ফিরে পেতে এখন 8 ফেব্রুয়ারির ডেটলাইন তুলে নিয়েছে মোবাইল ম্য়াসেজ়িং এই সংস্থা ৷ গ্রাহকদের সংশয় দূর করতে, নয়া সুরক্ষা নীতি চলাকালীন যাঁরা হোয়াটঅ্য়াপ আপডেট করবে না, তাঁদের অ্য়াকাউন্ট সাসপেন্ড করা হবে না বলে জানানো হয়েছে ৷ 15 মে পর্যন্ত এই সুবিধা পাবেন গ্রাহকরা ৷ এই সময়ের মধ্য়ে গ্রাহকরা হোয়াটসঅ্য়াপের নয়া সুরক্ষা নীতি সম্পর্কে সুনিশ্চিত হয়ে, তারপর অ্য়াকাউন্ট আপডেট করতে পারবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.