ETV Bharat / bharat

মমতার নেতৃত্বে পশ্চিমবঙ্গ মিনি পাকিস্তানে পরিণত হচ্ছে : JD(U) - jdu

জনতা দল (ইউনাইটেড)-এর তরফে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে । পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গারা তাড়িয়ে দিচ্ছে বিহারিদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মিনি পাকিস্তান হওয়ার পথে দ্রুত এগোচ্ছে পশ্চিমবঙ্গ ।

নিতীশ কুমার ও মমতা বন্দ্য়োপাধ্যায়
author img

By

Published : Jun 12, 2019, 6:05 PM IST

বিহার, 12 জুন : পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গারা তাড়িয়ে দিচ্ছে বিহারিদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মিনি পাকিস্তান হওয়ার পথে দ্রুত এগোচ্ছে পশ্চিমবঙ্গ । এই অভিযোগ করা হয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর তরফে । বিহারে NDA শরিক জনতা দল ইউনাইটেড (JD-U)। সম্প্রতি ওই দল চারটি রাজ্যে BJP-কে ছাড়াই আলাদাভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে । এজন্য JD(U) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

JD(U)-র মুখপাত্র অজয় অলোক গতকাল বলেন, "পশ্চিমবঙ্গে যা ঘটছে তা উদ্বেগের। আমি অনেকদিন থেকে এই কথা বলে আসছি । আমি জানি না উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কেন আমাদের মুখ্যমন্ত্রীর (নীতিশ কুমার) প্রশংসা করছেন ও তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন । উনি হয়তো খুশি হয়েছেন এটা জেনে যে, জনতা দল চারটি রাজ্যে NDA-র জোটসঙ্গী না হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে । কিন্তু তাঁর এই প্রশংসা তাঁর ভুলত্রুটিগুলোকে আড়াল করতে পারছে না । নিজের রাজ্যকে মিনি পাকিস্তান হওয়া থেকে আটকানোর জন্য তাঁর ব্যবস্থা নেওয়া উচিত । আমরা কখনও ভুলব না যে বিহারিরা পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছে এবং তাদের সেই রাজ্য ছেড়ে চলে আসতে বাধ্য করা হচ্ছে ।"

উল্লেখ্য, নিতীশ কুমারের নেতৃত্বে JD(U) দিল্লি, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় NDA-র শরিক না হয়ে আলাদাভাবে বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে । তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, "নীতিশজি আমাকে জানিয়েছিলেন তিনি বিহারের বাইরে NDA-র সঙ্গে জোট গঠন করবেন না । আমি ওনাকে অভিনন্দন জানাতে চাই । তাঁকে ধন্যবাদ ।"

অজয় অলোক আরও বলেন, "মমতা দিদির মনে রাখা উচিত যে বিহারিদের তাঁর রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে । যারা পশ্চিমবঙ্গ থেকে বিহারিদের পালাতে বাধ্য করছে তারা কিন্তু বাঙালি নয়, তারা রোহিঙ্গা ।" পশ্চিমবঙ্গের কয়েকজন BJP কর্মী-সমর্থক 'জয় শ্রীরাম' বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির মুখে পড়েন । মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বহিরাগত বলে অভিযোগ করেছেন ।

বিহার, 12 জুন : পশ্চিমবঙ্গ থেকে রোহিঙ্গারা তাড়িয়ে দিচ্ছে বিহারিদের । মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে মিনি পাকিস্তান হওয়ার পথে দ্রুত এগোচ্ছে পশ্চিমবঙ্গ । এই অভিযোগ করা হয়েছে জনতা দল (ইউনাইটেড)-এর তরফে । বিহারে NDA শরিক জনতা দল ইউনাইটেড (JD-U)। সম্প্রতি ওই দল চারটি রাজ্যে BJP-কে ছাড়াই আলাদাভাবে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে । এজন্য JD(U) নেতা তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

JD(U)-র মুখপাত্র অজয় অলোক গতকাল বলেন, "পশ্চিমবঙ্গে যা ঘটছে তা উদ্বেগের। আমি অনেকদিন থেকে এই কথা বলে আসছি । আমি জানি না উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) কেন আমাদের মুখ্যমন্ত্রীর (নীতিশ কুমার) প্রশংসা করছেন ও তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন । উনি হয়তো খুশি হয়েছেন এটা জেনে যে, জনতা দল চারটি রাজ্যে NDA-র জোটসঙ্গী না হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে । কিন্তু তাঁর এই প্রশংসা তাঁর ভুলত্রুটিগুলোকে আড়াল করতে পারছে না । নিজের রাজ্যকে মিনি পাকিস্তান হওয়া থেকে আটকানোর জন্য তাঁর ব্যবস্থা নেওয়া উচিত । আমরা কখনও ভুলব না যে বিহারিরা পশ্চিমবঙ্গে আক্রান্ত হচ্ছে এবং তাদের সেই রাজ্য ছেড়ে চলে আসতে বাধ্য করা হচ্ছে ।"

উল্লেখ্য, নিতীশ কুমারের নেতৃত্বে JD(U) দিল্লি, ঝাড়খণ্ড, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানায় NDA-র শরিক না হয়ে আলাদাভাবে বিধানসভা নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নিয়েছে । তারপর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেছিলেন, "নীতিশজি আমাকে জানিয়েছিলেন তিনি বিহারের বাইরে NDA-র সঙ্গে জোট গঠন করবেন না । আমি ওনাকে অভিনন্দন জানাতে চাই । তাঁকে ধন্যবাদ ।"

অজয় অলোক আরও বলেন, "মমতা দিদির মনে রাখা উচিত যে বিহারিদের তাঁর রাজ্য থেকে বিতাড়িত করা হচ্ছে । যারা পশ্চিমবঙ্গ থেকে বিহারিদের পালাতে বাধ্য করছে তারা কিন্তু বাঙালি নয়, তারা রোহিঙ্গা ।" পশ্চিমবঙ্গের কয়েকজন BJP কর্মী-সমর্থক 'জয় শ্রীরাম' বলার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের হুমকির মুখে পড়েন । মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের বহিরাগত বলে অভিযোগ করেছেন ।

Bengaluru, June 12 (ANI): Indian Space Research Organisation (ISRO) today announced the launch date of India's second mission to the moon. Chandrayaan-2 Mission is scheduled to be launched on July 15 from Sriharikota in Andhra Pradesh. While addressing a press conference ISRO Chairman Dr. K Sivan said, "ISRO has firmed up that Chandrayaan 2 Mission will be launched on July 15 after early morning at 2 hours 51 minutes." "The Chandrayaan 2 Mission contains three components and the composite body of Chandrayaan 2 is kept inside GSLV MK-III," he added further,Chandrayaan 2 Mission mainly the satellite portion, including the support from foreign agencies as well as for navigation purpose, has cost the Country Rs. 603 crore.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.