দিল্লি, 27 মে: বিশ্বের কোরোনা সংকট নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনায় বসেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি ৷ লকডাউন এবং কোরোনা টেস্ট সম্পর্কে হাভার্ড ইউনিভার্সিটির প্রফেসর আশিস ঝার সঙ্গে কথোপকথনের সময় রাহুল বললেন, কোরোনা পরবর্তী বিশ্বে নতুন অধ্যায় শুরু হবে ৷ পুরোপুরিভাবে বদলে যাবে এ বিশ্ব ৷
তিনি বলেছেন, "কোরোনা ভাইরাসকে এক জায়গায় বেধে রাখা সম্ভব নয় ৷ ফলে কেন্দ্র ও রাজ্য সরকারগুলিকে পথে নেমে লড়াই করতে হবে ৷ এই ভাইরাসের কারণে আর্থিক, স্বাস্থ্য এবং এই দুনিয়ার বিভিন্ন বিষয়ের উপর প্রভাব পড়েছে ৷ লোকে বলে 9/11-র পর এক নতুন অধ্যায় শুরু হয়েছিল ৷ কিন্তু আমার মতে, কোরোনার পর এই বিশ্বে এক নতুন অধ্যায় শুরু হবে ৷ তিনি আরও বলেছেন, আমার এটাও মনে হয় যে এরপর ইউরোপ নতুনভাবে গড়ে উঠবে ৷ চিন এবং অ্যামেরিকার মধ্যে শক্তির ভারসাম্যের পরিবর্তন হবে ৷"
এই আলোচনায় প্রফেসর ঝা জানান, "কোরোনা মোকাবিলার জন্য তিনটি প্রতিষেধক খুব ভাল ফল দিচ্ছে ৷ এতে আগামী বছরের মধ্যে কোভিড-19 ভ্যাকসিন তৈরি করার বিষয়ে আমরা আত্মবিশ্বাসী ৷ এই তিনটি ভ্যাকসিন অ্যামেরিকা, চিন এবং অক্সফোর্ড ইউনিভার্সিটির তৈরি ৷ এদের মধ্যে যেকোনও একটি হলেও কোরোনা ঠেকাতে কাজ দেবে ৷ এদেশের মানুষ সেই প্রতিষেধক কীভাবে পাবে তা নিয়ে এখন থেকেই ভারতের পরিকল্পনা করা উচিত ৷"