ETV Bharat / bharat

আমরা ভুলিনি আর ক্ষমাও করিনি ; পুলওয়ামার শহিদ সহযোদ্ধাদের উদ্দেশ্যে টুইট CRPF-র - one year of pulwama attack

পুলওয়ামা হামলার একবছর পার । টুইটে শহিদদের শ্রদ্ধা জানাল CRPF ।

ছবি
ছবি
author img

By

Published : Feb 14, 2020, 12:23 PM IST

শ্রীনগর, 14 ফেব্রুয়ারি : অতিক্রান্ত একবছর । গতবছর আজকের দিনেই সন্ত্রাসবাদী হামলায় 40 জন সহযোদ্ধাকে হারিয়েছিল CRPF । তবে তাঁদের আত্মবলিদান ভোলেনি কেউ । সশরীরে না থাকলেও অন্য জওয়ানদের মধ্যে আজও যেন শহিদ সহযোদ্ধাদের উজ্জ্বল উপস্থিতি । সকালের CRPF-র তরফে টুইট যেন সেটাই বুঝিয়ে দিল ।

14 ফেব্রুয়ারি । শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর কনভয় যাচ্ছিল । ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের গাড়িতে ধাক্কা মারে । সেদিনের বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন CRPF জওয়ান । কিন্তু তাঁদের আত্মবিলদানের কথা ভোলেনি CRPF ।

CRPF-র তরফে টুইটে জানানো হয়, আমরা ভুলিনি আর আমরা ক্ষমাও করিনি । পুলওয়ামায় দেশের সেবায় আমাদের যে ভাইরা জীবন দিয়েছিলেন তাদের স্যালিউট । তাঁদের পরিবারের পাশে রয়েছি আমরা ।

  • "तुम्हारे शौर्य के गीत, कर्कश शोर में खोये नहीं।
    गर्व इतना था कि हम देर तक रोये नहीं।"

    WE DID NOT FORGET, WE DID NOT FORGIVE: We salute our brothers who sacrificed their lives in the service of the nation in Pulwama. Indebted, we stand with the families of our valiant martyrs. pic.twitter.com/GfzzLuTl7R

    — 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শহিদদের উদ্দেশ্য একটি কবিতাও পোস্ট করা হয়েছে টুইটে ।

শ্রীনগর, 14 ফেব্রুয়ারি : অতিক্রান্ত একবছর । গতবছর আজকের দিনেই সন্ত্রাসবাদী হামলায় 40 জন সহযোদ্ধাকে হারিয়েছিল CRPF । তবে তাঁদের আত্মবলিদান ভোলেনি কেউ । সশরীরে না থাকলেও অন্য জওয়ানদের মধ্যে আজও যেন শহিদ সহযোদ্ধাদের উজ্জ্বল উপস্থিতি । সকালের CRPF-র তরফে টুইট যেন সেটাই বুঝিয়ে দিল ।

14 ফেব্রুয়ারি । শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক দিয়ে CRPF-এর কনভয় যাচ্ছিল । ৩৫০ কেজি বিস্ফোরক ভরতি একটি স্করপিও গাড়ি নিয়ে এক জঙ্গি কনভয়ের গাড়িতে ধাক্কা মারে । সেদিনের বিস্ফোরণে শহিদ হয়েছিলেন 40 জন CRPF জওয়ান । কিন্তু তাঁদের আত্মবিলদানের কথা ভোলেনি CRPF ।

CRPF-র তরফে টুইটে জানানো হয়, আমরা ভুলিনি আর আমরা ক্ষমাও করিনি । পুলওয়ামায় দেশের সেবায় আমাদের যে ভাইরা জীবন দিয়েছিলেন তাদের স্যালিউট । তাঁদের পরিবারের পাশে রয়েছি আমরা ।

  • "तुम्हारे शौर्य के गीत, कर्कश शोर में खोये नहीं।
    गर्व इतना था कि हम देर तक रोये नहीं।"

    WE DID NOT FORGET, WE DID NOT FORGIVE: We salute our brothers who sacrificed their lives in the service of the nation in Pulwama. Indebted, we stand with the families of our valiant martyrs. pic.twitter.com/GfzzLuTl7R

    — 🇮🇳CRPF🇮🇳 (@crpfindia) February 13, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শহিদদের উদ্দেশ্য একটি কবিতাও পোস্ট করা হয়েছে টুইটে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.