দিল্লি, 22 অগাস্ট : ফেসবুক সব সময় স্বচ্ছ এবং ফেসবুকে দরজা সবার জন্য খোলা । এখানে কোনও ভেদাভেদ করা হয় না । সম্প্রতি ফেসবুকে ভুয়ো খবর ও বিদ্বেষ মূলক মন্তব্য পোস্টের বিষয়ে টুইটারে সরব হয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তার জেরে ফেসবুকের প্রতিনিধিদের ডেকে পাঠায় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় স্ট্যান্ডিং কমিটি ।
ভারতে ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট এবং ম্যানেজিং ডিরেক্টর অজিত মোহন একটি পোস্ট করে একথা জানান । অজিত মোহন লেখেন, "বিদ্বেষমূলক মন্তব্যের বিরুদ্ধে ফেসবুকের পলিসি নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন । ফেসবুকে বিদ্বেষমূলক মন্তব্যের কোনও জায়গা নেই । যেকোনও পোস্টের ক্ষেত্রে আমরা নিরপেক্ষ বিচার করি । এর উপর যথেষ্ট কড়া নজরদারি চালানো হয় । সারাবিশ্বে আমরা এটা কোনও রাজনৈতিক রং, দল কিংবা ধর্ম অথবা সংস্কৃতির উপর ভিত্তি করে করি না । ভারতের জনপ্রতিনিধিরা যদি এমন কোনও পোস্ট করেন যা আমাদের নিয়ম বহির্ভূত, তাহলে আমরা তা সরিয়ে দেব ।"
কংগ্রেস নেতা রাহুল গান্ধির একটি পোস্ট ঘিরে কংগ্রেস ও BJP-র মধ্যে রাজনৈতিক তরজা শুরু হয় । রাহুল সম্প্রতি টুইটে একটি সংবাদমাধ্যমের খবরের একাংশ পোস্ট করেন । তাতে তিনি দাবি করেন, "BJP কর্মী ও সমর্থকরা ফেসবুকে ক্রমাগত বিতর্কিত পোস্ট করছেন । এই বিষয়ে ফেসবুকের প্রধান মার্ক জ়ুকারবার্গ উদ্বেগ প্রকাশ করলেও তা বন্ধ হয়নি । এমনকি তেলাঙ্গানার এক BJP বিধায়ক কিছু বিতর্কিত পোস্ট করেন । কিন্তু সেটি ডিলিট করতে চাননি ফেসবুকের এক উচ্চপদস্থ কর্মী ।