ETV Bharat / bharat

"কানে দুল, গলায় হার, কেমন মেয়ে তুমি ?" কিশোরীকে প্রশ্ন পুলিশের - উত্তরপ্রদেশ

অভিযোগ জানাতে পুলিশের কাছে গেছিল কিশোরী । তবে তাকে সাহায্য করার পরিবর্তে আরও এক প্রস্থ হেনস্থা করলেন কর্তব্যরত পুলিশ অফিসার । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । ভিডিয়োটি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা গান্ধি ।

ছবিটি প্রতীকী
author img

By

Published : Jul 25, 2019, 9:13 PM IST

কানপুর, 25 জুলাই : শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় গেছিল এক কিশোরী । যদিও অভিযোগ নেওয়ার বদলে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে একপ্রস্থ হেনস্থা করল । ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । ভিডিয়োটি টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ।

ভিডিয়োটি তোলে অভিযোগ জানাতে যাওয়া কিশোরীর ভাই । পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই কিশোরী থানায় অভিযোগ জানাতে গেছিল । থানার হেড কনস্টেবল তার বাবু প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন । তারপর কিশোরীকে আপত্তিকর শব্দ ব্যবহার করে হেনস্থা করেন । কিশোরীকে প্রশ্ন করেন, "তুমি পড়াশোনা করো না, আংটি ও হার কেন পড়েছ? এসব পড়েই তুমি বুঝিয়ে দিয়েছ তুমি কী ধরনের মেয়ে । এগুলি পরে কী হয়? এটা থেকে বোঝা যাচ্ছে আসলে কে তুমি ।" এরকম চলতে থাকায় কিশোরীর বাবা-মা বাধা দিতে যান, যদিও তাঁদেরও অপমান করেন কনস্টেবল । বলেন, "আপনারা কি দেখেন না মেয়ে কী করে?"

ভিডিয়োটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধি লেখেন, "এইভাবে পুলিশ একটা মেয়ের সঙ্গে আচরণ করে । একদিকে, উত্তরপ্রদেশে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের কমতি নেই । অন্যদিকে, যারা আইনের সুরক্ষার জন্য রয়েছে তাদের এরকম আচরণই হল ।"

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ । কিশোরীর অভিযোগ অনুযায়ী দায়ের করা হয় FIR। অভিযুক্ত পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে ।

কানপুর, 25 জুলাই : শ্লীলতাহানির অভিযোগ জানাতে থানায় গেছিল এক কিশোরী । যদিও অভিযোগ নেওয়ার বদলে কর্তব্যরত পুলিশ অফিসার তাকে একপ্রস্থ হেনস্থা করল । ঘটনাটি উত্তরপ্রদেশের কানপুরের । সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । ভিডিয়োটি টুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ।

ভিডিয়োটি তোলে অভিযোগ জানাতে যাওয়া কিশোরীর ভাই । পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ওই কিশোরী থানায় অভিযোগ জানাতে গেছিল । থানার হেড কনস্টেবল তার বাবু প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করেন । তারপর কিশোরীকে আপত্তিকর শব্দ ব্যবহার করে হেনস্থা করেন । কিশোরীকে প্রশ্ন করেন, "তুমি পড়াশোনা করো না, আংটি ও হার কেন পড়েছ? এসব পড়েই তুমি বুঝিয়ে দিয়েছ তুমি কী ধরনের মেয়ে । এগুলি পরে কী হয়? এটা থেকে বোঝা যাচ্ছে আসলে কে তুমি ।" এরকম চলতে থাকায় কিশোরীর বাবা-মা বাধা দিতে যান, যদিও তাঁদেরও অপমান করেন কনস্টেবল । বলেন, "আপনারা কি দেখেন না মেয়ে কী করে?"

ভিডিয়োটি টুইট করে প্রিয়াঙ্কা গান্ধি লেখেন, "এইভাবে পুলিশ একটা মেয়ের সঙ্গে আচরণ করে । একদিকে, উত্তরপ্রদেশে নারীদের বিরুদ্ধে হওয়া অপরাধের কমতি নেই । অন্যদিকে, যারা আইনের সুরক্ষার জন্য রয়েছে তাদের এরকম আচরণই হল ।"

ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই আসরে নামে উত্তরপ্রদেশ পুলিশ । কিশোরীর অভিযোগ অনুযায়ী দায়ের করা হয় FIR। অভিযুক্ত পুলিশ অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে ।

Kanpur (UP), July 25 (ANI): In a viral video a policeman at Nazirabad Police station in Kanpur humiliated a girl who approached him with a molestation complaint. In a video policeman asked the girl, 'Why are you wearing all these rings, bangles and locket? All this itself shows what you are'. He then goes on to criticising the family of the girl who was accompanying the girl. The Policeman has been sent to district line and further investigation is on. Video has gone viral.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.