ETV Bharat / bharat

নিরাপত্তার দাবিতে AIIMS-এর জুনিয়র ডাক্তাররা অবস্থানে - junior doctors

নিরাপত্তার দাবিতে গত 10 জুন থেকে আন্দোলন শুরু করেছেন রাজ্যের জুনিয়র ডাক্তাররা । তাঁদের সমর্থনে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে IMA । চিকিৎসক নিগ্রহের ঘটনায় AIIMS-এর জুনিয়র ডাক্তাররাও আজ আন্দোলনে সামিল হয়েছেন ।

নিরাপত্তার দাবিতে AIIMS-এর জুনিয়র ডাক্তাররা অবস্থানে
author img

By

Published : Jun 17, 2019, 1:43 PM IST

Updated : Jun 17, 2019, 2:34 PM IST

দিল্লি, 17 জুন : NRS ইশুতে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোশিয়েশন ) । জরুরি পরিষেবা বাদে বাকি চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে । একই ইশুতে AIIMS-এর জুনিয়র ডাক্তাররাও আজ অবস্থান করছেন । তাঁদের অভিযোগ, গতরাতে AIIMS-এর এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছে রোগীর পরিবারের সদস্যরা । বিষয়টি নিয়ে আন্দোলনকারীরা আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন । বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে । সুপ্রিমকোর্টও ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত এই পিটিশনের শুনানিতে রাজি হয়েছে ।

গত 10 জুন NRS-এ রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । জুনিয়র ডাক্তারদের মারধর করা হয় । এর জেরে পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার গুরুতর জখম হন । তারপর নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের পাশাপাশি নিরাপত্তার দাবিতে সরব হন সিনিয়র চিকিৎসক, হাউজ় স্টাফ ও নার্সরাও । যার জেরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে ।

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন । জুনিয়র ডাক্তারদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানান । বিষয়টি নিয়ে আজ বিকেল তিনটেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকের কথা । যদিও সেই বৈঠক নিয়ে তাঁদের সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডাক্তাররা ।

দিল্লি, 17 জুন : NRS ইশুতে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোশিয়েশন ) । জরুরি পরিষেবা বাদে বাকি চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে । একই ইশুতে AIIMS-এর জুনিয়র ডাক্তাররাও আজ অবস্থান করছেন । তাঁদের অভিযোগ, গতরাতে AIIMS-এর এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছে রোগীর পরিবারের সদস্যরা । বিষয়টি নিয়ে আন্দোলনকারীরা আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন । বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে । সুপ্রিমকোর্টও ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত এই পিটিশনের শুনানিতে রাজি হয়েছে ।

গত 10 জুন NRS-এ রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । জুনিয়র ডাক্তারদের মারধর করা হয় । এর জেরে পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার গুরুতর জখম হন । তারপর নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের পাশাপাশি নিরাপত্তার দাবিতে সরব হন সিনিয়র চিকিৎসক, হাউজ় স্টাফ ও নার্সরাও । যার জেরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে ।

মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন । জুনিয়র ডাক্তারদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানান । বিষয়টি নিয়ে আজ বিকেল তিনটেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকের কথা । যদিও সেই বৈঠক নিয়ে তাঁদের সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডাক্তাররা ।

New Delhi, Apr 30 (ANI): Ministry of Home Affairs on Tuesday issued a notice to Congress President Rahul Gandhi over his citizenship. The MHA asked the Congress president to clarify his position on his nationality after Bharatiya Janata Party (BJP) leader Subramanian Swamy cited a British company's document to allege that Rahul Gandhi is a British national. The MHA has asked Rahul Gandhi to respond in the matter within a fortnight. Earlier this month, the BJP had first raised the issue of the Congress president's citizenship, citing the same documents.
Last Updated : Jun 17, 2019, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.