দিল্লি, 17 জুন : NRS ইশুতে আজ দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোশিয়েশন ) । জরুরি পরিষেবা বাদে বাকি চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে । একই ইশুতে AIIMS-এর জুনিয়র ডাক্তাররাও আজ অবস্থান করছেন । তাঁদের অভিযোগ, গতরাতে AIIMS-এর এক চিকিৎসকের সঙ্গে দুর্ব্যবহার করেছে রোগীর পরিবারের সদস্যরা । বিষয়টি নিয়ে আন্দোলনকারীরা আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পারেন । বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছেছে । সুপ্রিমকোর্টও ডাক্তারদের নিরাপত্তা সংক্রান্ত এই পিটিশনের শুনানিতে রাজি হয়েছে ।
গত 10 জুন NRS-এ রোগী মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় । জুনিয়র ডাক্তারদের মারধর করা হয় । এর জেরে পরিবহ মুখার্জি নামে এক জুনিয়র ডাক্তার গুরুতর জখম হন । তারপর নিরাপত্তার দাবিতে আন্দোলন শুরু করেন জুনিয়র ডাক্তাররা । তাঁদের পাশাপাশি নিরাপত্তার দাবিতে সরব হন সিনিয়র চিকিৎসক, হাউজ় স্টাফ ও নার্সরাও । যার জেরে রাজ্যে স্বাস্থ্যক্ষেত্রে অচলাবস্থা তৈরি হয়েছে ।
মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিস্থিতি সামাল দিতে আসরে নামেন । জুনিয়র ডাক্তারদের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের জন্য আহ্বান জানান । বিষয়টি নিয়ে আজ বিকেল তিনটেয় মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের নবান্নে বৈঠকের কথা । যদিও সেই বৈঠক নিয়ে তাঁদের সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন ডাক্তাররা ।