মুম্বই ও চণ্ডীগড়, 21 অক্টোবর : হরিয়ানা ও মহারাষ্ট্রে চলছে ভোটগ্রহণ । সকাল 7টায় ভোটগ্রহণ পর্ব শুরু হয় । হরিয়ানার 90টি ও মহারাষ্ট্রের 288 টি আসনের ভবিষ্যৎ নির্ধারণ হবে আজ ।
পাশাপাশি 17 টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 51 টি বিধানসভা আসন ও দু'টি লোকসভা আসনে চলছে উপনির্বাচন । এর মধ্যে উত্তরপ্রদেশে 11টি, গুজরাতে 6টি, বিহারে 5টি, অসমে 4টি, হিমাচলপ্রদেশে 2টি, তামিলনাড়ুতে 2টি, পঞ্জাবে 4টি, কেরালায় 5টি, সিকিমে 3টি, রাজস্থানে 2টি, অরুণাচলপ্রদেশে 1টি, মধ্যপ্রদেশে 1টি, ওড়িশা 1টি, ছত্তিশগড়ে 1টি, মেঘালয়ে 1টি এবং তেলাঙ্গানার 1টি বিধানসভা আসনে উপনির্বাচন হচ্ছে ৷ আর আজ উপনির্বাচন হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির একটি বিধানসভা আসনে ৷ মহারাষ্ট্রের সাতারা এবং বিহারের সমস্তিপুর লোকসভা আসনে আজ উপনির্বাচন হচ্ছে ৷
মহারাষ্ট্রে একদিকে NCP ও কংগ্রেস জোট । অন্যদিকে শিবসেনা ও BJP জোট । 2014-য় যে সংখ্যাগরিষ্ঠতায় দেবেন্দ্র ফড়নবিশ ক্ষমতায় এসেছিলেন, এবারও শিবসেনার সঙ্গতে নিজের গদি বাঁচিয়ে রাখতে পারেন কি না সেটাই দেখার ।
এই মুহূর্তে কোনও এলাকায় অশান্তির কোনও চিত্র নজরে আসেনি । ভোটগ্রহণ চলবে সন্ধে 6টা পর্যন্ত ।
আজ সকালে সাইকেলে চেপে পোলিং বুথে হাজির হন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর । এর আগেও তাঁকে বেশ কয়েকবার সাইকেলে চাপতে দেখা যায় ।
-
#WATCH Karnal: Haryana Chief Minister Manohar Lal Khattar rides a cycle to the polling booth. #HaryanaAssemblyPolls pic.twitter.com/NMUqTvfYJF
— ANI (@ANI) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#WATCH Karnal: Haryana Chief Minister Manohar Lal Khattar rides a cycle to the polling booth. #HaryanaAssemblyPolls pic.twitter.com/NMUqTvfYJF
— ANI (@ANI) October 21, 2019#WATCH Karnal: Haryana Chief Minister Manohar Lal Khattar rides a cycle to the polling booth. #HaryanaAssemblyPolls pic.twitter.com/NMUqTvfYJF
— ANI (@ANI) October 21, 2019
আজ সকাল 10টা মহারাষ্ট্রে ভোটদানের হার 5.79 শতাংশ ও হরিয়ানায় 9.77 শতাংশ । মহারাষ্ট্রের নাগপুরে ভোট দিলেন সস্ত্রীক দেবেন্দ্র ফডনবিশ ।
-
#MaharashtraAssemblyElections2019: Chief Minister Devendra Fadnavis, wife Amruta & mother Sarita after casting their vote, at a polling booth in Nagpur. pic.twitter.com/iDb5YgE8bt
— ANI (@ANI) October 21, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#MaharashtraAssemblyElections2019: Chief Minister Devendra Fadnavis, wife Amruta & mother Sarita after casting their vote, at a polling booth in Nagpur. pic.twitter.com/iDb5YgE8bt
— ANI (@ANI) October 21, 2019#MaharashtraAssemblyElections2019: Chief Minister Devendra Fadnavis, wife Amruta & mother Sarita after casting their vote, at a polling booth in Nagpur. pic.twitter.com/iDb5YgE8bt
— ANI (@ANI) October 21, 2019