ETV Bharat / bharat

চাঁদের মাটিতে পা রাখবে বিক্রম, প্রহর গুনছে দেশ - চাঁদের মাটিতে বিক্রমের অবতরণ

বিক্রমের অবতরণ দেখতে রাতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকবে দেশের বিভিন্ন প্রান্তের 74 জন ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে 2 জন ৷

কক্ষপথ থেকে আলাদা হওয়ার পর বিক্রম
author img

By

Published : Sep 6, 2019, 8:45 AM IST

Updated : Sep 6, 2019, 1:40 PM IST

বেঙ্গালুরু, 6 সেপ্টেম্বর : দেড় মাস পর হতে চলেছে অপেক্ষার অবসান ৷ রাত 1টা 30মিনিট থেকে 2টো 30মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ল্যান্ডার বিক্রম ৷ চাঁদের মাটিতে ভারতের প্রথম পদক্ষেপ দেখার জন্য উন্মুখ দেশবাসী ৷

চন্দ্রযানের নির্ধারিত যাত্রাপথ অনুসারে বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করার পর তার থেকে রোভার প্রজ্ঞান আলাদা হয়ে যাবে ৷ এই রোভার আসলে ছয় চাকার একটি যন্ত্রযান, যা চাঁদের দক্ষিণ গোলার্ধের মাটিতে ঘুরে বেড়াবে ৷ চাঁদের এক দিন অর্থাৎ পৃথিবীর 14 দিন ধরে চাঁদের মাটিতে ঘুরবে এই রোভার ৷

আরও পড়ুন : আজ চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম

দেশবাসীর উদ্দেশে টুইট করে প্রধানমন্ত্রী আজ জানান, " আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ৷ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ রাতেই চন্দ্রযান-2 চাঁদের মাটি স্পর্শ করবে ৷ ভারত তথা সমগ্র বিশ্বে আমাদের মহাকাশ গবেষণার এক নজির তৈরি হতে চলেছে ৷ "

  • PM Modi: The moment 130 crore Indians were enthusiastically waiting for is here! In a few hours from now, the final descent of #Chandrayaan2 will take place on Lunar South Pole. India&the rest of the world will yet again see the exemplary prowess of our space scientists. pic.twitter.com/WICKhiTl5t

    — ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিক্রমের অবতরণ দেখতে রাতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকবে দেশের বিভিন্ন প্রান্তের 74 জন ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে 2 জন ৷ সেই দু'জনের মধ্যে একজন হল বর্ধমানের ক্লাস নাইনের ছাত্রী ইউসরা আলম ৷

moon
চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

2 সেপ্টেম্বর অরবিটার থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম ৷ এই ল্যান্ডারের মধ্যে রয়েছে প্রজ্ঞান রোভার ৷ ল্যান্ডার এবং রোভার দু'টিই আলাদা হয়ে গেছে অরবিটার থেকে ৷ ISRO জানিয়েছে, বিক্রম এবং প্রজ্ঞান দু'টিরই স্বাস্থ্য ভালো আছে ৷

আরও পড়ুন : বিক্রমের ডি-অর্বিটিং সফল, চাঁদের আরও কাছে ল্যান্ডার

যাত্রা শুরু হয়েছিল 22 জুলাই ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে দুপুর 2টো 43মিনিটে বাহুবলী রকেটে চেপে চাঁদের উদ্দেশে উড়ে যায় চন্দ্রযান-2 । পৃথিবীর কক্ষপথ পার হওয়ার পর ঢোকে চাঁদের কক্ষপথে ৷ তারপর চাঁদের কক্ষপথের পাঁচটি ধাপ পেরিয়ে অবশেষে 2 সেপ্টেম্বর আলাদা হয়ে যায় ল্যান্ডার বিক্রম ৷ ভারতীয় সময় দুপুর 1টা 15মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ৷

আরও পড়ুন : পৃথিবীর ফোটোশুটে চন্দ্রযান-2, ছবি প্রকাশ ISRO-র

ISRO জানিয়েছে, নিয়ন্ত্রিত ধাক্কা দিয়ে চাঁদের মাটিতে নামানো হবে বিক্রমকে ৷ সেটাও এমন নিখুঁতভাবে করতে হবে, যেন পালকের মতো গিয়ে চাঁদের মাটিতে নামে ল্যান্ডার বিক্রম ৷ এই প্রক্রিয়াটি চলবে 15 মিনিটের ৷ আর এই 15 মিনিট কার্যত অগ্নিপরীক্ষা ৷ ISRO-র বিজ্ঞানীদের ভাষায় '15 মিনিটস অব টেরর' বা 'আতঙ্কের 15 মিনিট' ।

বেঙ্গালুরু, 6 সেপ্টেম্বর : দেড় মাস পর হতে চলেছে অপেক্ষার অবসান ৷ রাত 1টা 30মিনিট থেকে 2টো 30মিনিটের মধ্যে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ল্যান্ডার বিক্রম ৷ চাঁদের মাটিতে ভারতের প্রথম পদক্ষেপ দেখার জন্য উন্মুখ দেশবাসী ৷

চন্দ্রযানের নির্ধারিত যাত্রাপথ অনুসারে বিক্রম চাঁদের মাটিতে অবতরণ করার পর তার থেকে রোভার প্রজ্ঞান আলাদা হয়ে যাবে ৷ এই রোভার আসলে ছয় চাকার একটি যন্ত্রযান, যা চাঁদের দক্ষিণ গোলার্ধের মাটিতে ঘুরে বেড়াবে ৷ চাঁদের এক দিন অর্থাৎ পৃথিবীর 14 দিন ধরে চাঁদের মাটিতে ঘুরবে এই রোভার ৷

আরও পড়ুন : আজ চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হবে ল্যান্ডার বিক্রম

দেশবাসীর উদ্দেশে টুইট করে প্রধানমন্ত্রী আজ জানান, " আমরা একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি ৷ আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা ৷ রাতেই চন্দ্রযান-2 চাঁদের মাটি স্পর্শ করবে ৷ ভারত তথা সমগ্র বিশ্বে আমাদের মহাকাশ গবেষণার এক নজির তৈরি হতে চলেছে ৷ "

  • PM Modi: The moment 130 crore Indians were enthusiastically waiting for is here! In a few hours from now, the final descent of #Chandrayaan2 will take place on Lunar South Pole. India&the rest of the world will yet again see the exemplary prowess of our space scientists. pic.twitter.com/WICKhiTl5t

    — ANI (@ANI) September 6, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বিক্রমের অবতরণ দেখতে রাতে বেঙ্গালুরুতে ISRO-র সদর দপ্তরে থাকবেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তাঁর সঙ্গে থাকবে দেশের বিভিন্ন প্রান্তের 74 জন ছাত্রছাত্রী ৷ তাদের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে স্থান পেয়েছে 2 জন ৷ সেই দু'জনের মধ্যে একজন হল বর্ধমানের ক্লাস নাইনের ছাত্রী ইউসরা আলম ৷

moon
চন্দ্রযান-2 থেকে তোলা চাঁদের ছবি

2 সেপ্টেম্বর অরবিটার থেকে আলাদা হয়েছে ল্যান্ডার বিক্রম ৷ এই ল্যান্ডারের মধ্যে রয়েছে প্রজ্ঞান রোভার ৷ ল্যান্ডার এবং রোভার দু'টিই আলাদা হয়ে গেছে অরবিটার থেকে ৷ ISRO জানিয়েছে, বিক্রম এবং প্রজ্ঞান দু'টিরই স্বাস্থ্য ভালো আছে ৷

আরও পড়ুন : বিক্রমের ডি-অর্বিটিং সফল, চাঁদের আরও কাছে ল্যান্ডার

যাত্রা শুরু হয়েছিল 22 জুলাই ৷ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে দুপুর 2টো 43মিনিটে বাহুবলী রকেটে চেপে চাঁদের উদ্দেশে উড়ে যায় চন্দ্রযান-2 । পৃথিবীর কক্ষপথ পার হওয়ার পর ঢোকে চাঁদের কক্ষপথে ৷ তারপর চাঁদের কক্ষপথের পাঁচটি ধাপ পেরিয়ে অবশেষে 2 সেপ্টেম্বর আলাদা হয়ে যায় ল্যান্ডার বিক্রম ৷ ভারতীয় সময় দুপুর 1টা 15মিনিটে সফলভাবে চন্দ্রযান-2 থেকে বিচ্ছিন্ন হয় ৷

আরও পড়ুন : পৃথিবীর ফোটোশুটে চন্দ্রযান-2, ছবি প্রকাশ ISRO-র

ISRO জানিয়েছে, নিয়ন্ত্রিত ধাক্কা দিয়ে চাঁদের মাটিতে নামানো হবে বিক্রমকে ৷ সেটাও এমন নিখুঁতভাবে করতে হবে, যেন পালকের মতো গিয়ে চাঁদের মাটিতে নামে ল্যান্ডার বিক্রম ৷ এই প্রক্রিয়াটি চলবে 15 মিনিটের ৷ আর এই 15 মিনিট কার্যত অগ্নিপরীক্ষা ৷ ISRO-র বিজ্ঞানীদের ভাষায় '15 মিনিটস অব টেরর' বা 'আতঙ্কের 15 মিনিট' ।

New Delhi, Sep 06 (ANI): After launching in 19 other countries, Facebook Dating, the social networking giant's dating service, is now live in the US for users aged 18 and above. Facebook Dating profile will also allow users to integrate their Instagram posts directly into their profile along with the ability to add their Instagram followers into their Secret Crush lists, the official blog explains. The Dating profile works separately from the main Facebook profile and the activities of the Dating profile are not shared on the main profile. People are suggested based on preferences, interests, and other engagements on Facebook. Users can comment directly on a profile or tap on the Like button to let them know. By the end of this year, Facebook plans to add the ability to add Facebook and Instagram Stories to the Dating profile as well.
Last Updated : Sep 6, 2019, 1:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.