ETV Bharat / bharat

২১ দিনে খতম ১৮ জইশ জঙ্গি, অভিযান চলবেই : ভারতীয় সেনা

পুলওয়ামা ঘটনার পর ২১ দিনে ১৮ জইশ জঙ্গিকে খতম করা হয়েছে

ছবিটি প্রতীকী
author img

By

Published : Mar 11, 2019, 5:27 PM IST

শ্রীনগর, ১১ মার্চ : পুলওয়ামা ঘটনার পর ২১ দিনে খতম হয়েছে ১৮ জইশ জঙ্গি। আজ সাংবাদিক বৈঠক করে জানালেন সেনা আধিকারিকরা।

গতকালই শ্রীনগরে খতম করা হয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাসির আহমেদ খানকে। আগেই খতম হয়েছে অন্য আর এক চক্রী কামরান।

এবিষয়ে, আজ শ্রীনগরে সাংবাদিক বৈঠক করেন সেনা আধিকারিকরা। সেখানে তাঁরা বলেন, "৩ সপ্তাহ ধরে জঙ্গিদমনে অভিযান চালিয়েছে সেনা। পুলওয়ামা কাণ্ডের মূলচক্রী দু'জন। কামরান ও মুদাসির দু'জনকেই খতম করা হয়েছে। ২১ দিনে ১৮ জঙ্গিকে খতম করা হয়েছে। আমরা জইশকে উচিত শিক্ষা দিতে চাই। জঙ্গি নির্মূল করাই আমাদের লক্ষ্য। ওরা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালাবে।"

পাকিস্তান কাপুরুষের মতো সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। বলেন, "পাকিস্তান সেনা সাধারণ মানুষের উপর গুলিবর্ষণের চেষ্টা করছে। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনা।"

শ্রীনগর, ১১ মার্চ : পুলওয়ামা ঘটনার পর ২১ দিনে খতম হয়েছে ১৮ জইশ জঙ্গি। আজ সাংবাদিক বৈঠক করে জানালেন সেনা আধিকারিকরা।

গতকালই শ্রীনগরে খতম করা হয়েছে পুলওয়ামা হামলার মূলচক্রী মুদাসির আহমেদ খানকে। আগেই খতম হয়েছে অন্য আর এক চক্রী কামরান।

এবিষয়ে, আজ শ্রীনগরে সাংবাদিক বৈঠক করেন সেনা আধিকারিকরা। সেখানে তাঁরা বলেন, "৩ সপ্তাহ ধরে জঙ্গিদমনে অভিযান চালিয়েছে সেনা। পুলওয়ামা কাণ্ডের মূলচক্রী দু'জন। কামরান ও মুদাসির দু'জনকেই খতম করা হয়েছে। ২১ দিনে ১৮ জঙ্গিকে খতম করা হয়েছে। আমরা জইশকে উচিত শিক্ষা দিতে চাই। জঙ্গি নির্মূল করাই আমাদের লক্ষ্য। ওরা শেষ না হওয়া পর্যন্ত অভিযান চালাবে।"

পাকিস্তান কাপুরুষের মতো সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তাঁরা। বলেন, "পাকিস্তান সেনা সাধারণ মানুষের উপর গুলিবর্ষণের চেষ্টা করছে। পালটা জবাব দিচ্ছে ভারতীয় সেনা।"

Kalaburagi (Karnataka), Mar 10 (ANI): Speaking to mediapersons on his resignation as Congress MLA, Umesh Jadhav said, "I have already submitted my resignation to honorable speaker of Vidhan Sabha Ramesh Kumar. He wants some clarification after clarification he will accept the resignation. There is no reason why he should delay, he wants to get himself clarified why my MLA has resigned, whether he is under some pressure? Has he been offered some money? There is no question, he is getting these things clarified. He will accept, he will not budge under any pressure on the earth. He was a role model politician, I have learnt many things from him. He will not any take any pressure, he will take action as per legal advice." Jadhav, a two-time MLA from Chincholi constituency was reportedly upset with the Congress party for not giving much importance to other leaders of Gulbarga district. Hence, he joined the Bharatiya Janata Party (BJP) in presence of former CM and BJP leader BS Yeddyurappa.


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.