ETV Bharat / bharat

উন্নাও গণধর্ষণ : পথ দুর্ঘটনায় গুরুতর আহত অভিযোগকারিণী, মৃত্যু সাক্ষীর

রায়বরেলিতে জাতীয় সড়কে দুর্ঘটনায় প্রাণ হারালেন উন্নাও গণধর্ষণের ঘটনার অন্যতম সাক্ষী ৷ অভিযোগকারিণীও গুরুতর আহত ৷

উন্নাও গণধর্ষণ : দুর্ঘটনায় মৃত্যু অন্যতম সাক্ষীর, আশঙ্কাজনক অভিযোগকারিণী
author img

By

Published : Jul 28, 2019, 8:05 PM IST

Updated : Jul 28, 2019, 11:10 PM IST

রায়বরেলি, 28 জুলাই : পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাও গণধর্ষণের অভিযোগকারিণী । মারা গেছেন তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই কাণ্ডের অন্যতম সাক্ষী । আজ সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই কেসের আইনজীবীও ।

2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে ওই কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারিণী ও তার মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে লক-আপের মধ্যে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ ওঠে, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছেন ।

  • Unnao rape case: Victim and 2 others injured after the vehicle they were travelling in, collided with a truck in Raebareli. More details waited. pic.twitter.com/n26TGoxpcK

    — ANI UP (@ANINewsUP) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা সামনে আসার পর দেশজুড়ে কড়া নিন্দা শুরু হয় । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় । গ্রেপ্তার করা হয়, কুলদীপ, অতুলদের । এরপর মামলার দায়িত্বভার গ্রহণ করে CBI । অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয় ।

এদিকে, অন্য একটি ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিশোরীর কাকার । আজ দুপুর একটা নাগাদ জেল থেকে তার সঙ্গে দেখা করে ফিরছিল কিশোরীরা । ফতেপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে । সেখানেই দু'জনের মৃত্যু হয় । কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ।

এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র নেই বলে জানিয়েছেন পুলিশ অধিকর্তা এম পি বর্মা । তাঁর কথায়, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে । তবে, দেখে মনে হচ্ছে, এটা একটা দুর্ঘটনা ।

রায়বরেলি, 28 জুলাই : পথ দুর্ঘটনায় গুরুতর আহত উন্নাও গণধর্ষণের অভিযোগকারিণী । মারা গেছেন তাঁর দুই আত্মীয়া । তাঁরা এই কাণ্ডের অন্যতম সাক্ষী । আজ সপরিবারে রায়বরেলি যাওয়ার পথে তাঁদের গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক । ঘটনাস্থানেই দু'জনের মৃত্যু হয় । আহত কিশোরীর চিকিৎসা চলছে লখনউয়ের একটি হাসপাতালে । মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এই কেসের আইনজীবীও ।

2018 সালে সামনে আসে উন্নাও গণধর্ষণের ঘটনা । জানা যায়, চাকরির আশায় 2017-র জুন মাসে ওই কিশোরী বাঙ্গেরমউয়ের BJP বিধায়ক কুলদীপ সেঙ্গারের বাড়ি যায় । সেখানে তাকে ধর্ষণ করা হয় । বিষয়টি নিয়ে বারবার থানায় জানানো হলেও লাভ হয়নি । উলটে কিশোরীর বাবাকেই থানায় তুলে নিয়ে যায় পুলিশ । এরপর 2018 সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাসভবনের সামনে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে অভিযোগকারিণী ও তার মা । তখনকার মতো পরিস্থিতি সামাল দেয় পুলিশ । এর কিছুদিন পরই রহস্যজনকভাবে লক-আপের মধ্যে মৃত্যু হয় কিশোরীর বাবার । অভিযোগ ওঠে, কুলদীপের ভাই অতুল সেঙ্গার তাঁকে পিটিয়ে খুন করেছেন ।

  • Unnao rape case: Victim and 2 others injured after the vehicle they were travelling in, collided with a truck in Raebareli. More details waited. pic.twitter.com/n26TGoxpcK

    — ANI UP (@ANINewsUP) July 28, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই ঘটনা সামনে আসার পর দেশজুড়ে কড়া নিন্দা শুরু হয় । মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশে পুলিশ নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেয় । গ্রেপ্তার করা হয়, কুলদীপ, অতুলদের । এরপর মামলার দায়িত্বভার গ্রহণ করে CBI । অভিযুক্তদের বিরুদ্ধে ধর্ষণ, অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা দায়ের হয় ।

এদিকে, অন্য একটি ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে কিশোরীর কাকার । আজ দুপুর একটা নাগাদ জেল থেকে তার সঙ্গে দেখা করে ফিরছিল কিশোরীরা । ফতেপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে । সেখানেই দু'জনের মৃত্যু হয় । কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করা হয় ।

এই দুর্ঘটনার পিছনে ষড়যন্ত্র নেই বলে জানিয়েছেন পুলিশ অধিকর্তা এম পি বর্মা । তাঁর কথায়, ঘটনার প্রাথমিক তদন্ত শুরু হয়েছে । তবে, দেখে মনে হচ্ছে, এটা একটা দুর্ঘটনা ।

Intro:रायबरेली में एनएच 232 कार और ट्रक की भीषण टक्कर हो गई जिसमें कार सवार एक महिला की मौत हो गई जबकि तीन की हालत गंभीर देख लखनऊ ट्रामा सेंटर रेफर किया गया है कार सवार सभी लोग उन्नाव जिले के माखी के रहने वाले हैं।

Body: रायबरेली में एनएच 232 पर गुरबख्श गंज थाना क्षेत्र के अटोरा के पास बारिश के दौरान तेज रफ्तार कार और ट्रक में भी सर टक्कर हो गई आप खुद देखिए किस तरह से स्थानीय लोगों ने हादसे के बाद घायलों को बाहर निकाला सूचना पाकर डायल हंड्रेड की टीम भी पहुंच गई बिना एंबुलेंस का इंतजार किए डायल हंड्रेड की टीम ने अपनी गाड़ी और प्राइवेट वाहन से सभी घायलों को जिला अस्पताल पहुंचाया जहां डॉक्टरों ने कार सवार एक महिला को को मृत घोषित कर दिया जबकि कार को चला रहे महेंद्र सिंह व दो अन्य महिलाओं की हालत गंभीर देख लखनऊ ट्रामा सेंटर भेजा गया बताया जा रहा है कि कार सवार महेंद्र सिंह उन्नाव के माखी के रहने वाले हैं यह रायबरेली शहर जा रहे थे तभी रायबरेली से करीब 10 किलोमीटर पहले ही गुरबख्श गंज थाना क्षेत्र में अटोरा गांव के पास सामने से आ रहे ट्रक से कार टकरा गई टक्कर इतनी जबरदस्त थी कि सभी लोग कार में फंस गए स्थानीय लोगों ने किसी तरह डायल हंड्रेड की टीम के साथ मिलकर सभी घायलों को बाहर निकाला और हॉस्पिटल पहुंचाया जहां डाक्टरों ने एक महिला को मृत घोषित कर दिया और तीन की हालत गंभीर देख लखनऊ ट्रामा सेंटर  रिफर कर दिया गया।


बाइट डॉ एम के शर्मा (जिला अस्पताल रायबरेली)Conclusion:जिले के गुरुबख्शगंज केअटौरा में हुए इस सड़क हादसे में मृतका की मौत कहीं कहि एक बड़ी साजिश की ओर इशारा कर रही है क्योंकि मृतक माखी कांड की मुख्य गवाह थी और आज जेल में मिले करने आ रही थी।


प्रभाकर त्रिपाठी
रायबरेली
9984524647
Last Updated : Jul 28, 2019, 11:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.