ETV Bharat / bharat

উন্নাওয়ে কড়া নিরাপত্তায় শেষকৃত্য হল নির্যাতিতার

শেষকৃত্য হল উন্নাও গণধর্ষণের নির্যাতিতার । প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দু'ঘণ্টা ধরে কথা বলার পর নির্যাতিতার শেষকৃত্য করতে রাজি হয় পরিবার ।

author img

By

Published : Dec 8, 2019, 9:33 PM IST

Unnao case victim buried
শেষকৃত্য

উন্নাও, 8 ডিসেম্বর : অবশেষে উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার শেষকৃত্য হল । আজ কড়া পুলিশি নিরাপত্তায় তাঁর শেষকৃত্য হয় ।

আজ সকালে মৃতদেহ নিয়ে শেষযাত্রায় বের হওয়ার উদ্যোগ নিয়েছিল প্রতিবেশীরা । কিন্তু বাধ সাধে পরিবার । নির্যাতিতার বোন জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত শেষকৃত্য করা হবে না দেহের । ঘরেই রেখে দেওয়া হয় দেহ । পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দু'ঘণ্টা ধরে কথা বলার পর নির্যাতিতার শেষকৃত্য করতে রাজি হয় পরিবার ।

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে নির্যাতিতার পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে । প্রধামন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । পাশাপাশি পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে । এছাড়া, পরিবারের যদি অন্য কোনও দাবি থাকে তাহলে সেটাও পূরণ করা হবে বলে সরকারের তরফে কথা দেওয়া হয়েছে । নির্যাতিতার বোন বলেছেন, "পরিবারকে সাহায্য করার জন্য আমি সরকারি চাকরি চাই । "

আগামীকাল সোনিয়া গান্ধির জন্মদিন । কিন্তু দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া । গতকাল উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর প্রিয়াঙ্কা গান্ধি বলেছিলেন, "উত্তরপ্রদেশে মহিলাদের জন্য কোনও জায়গা নেই ।"

উল্লেখ্য, 6 ডিসেম্বর দিল্লিতে চিকিৎসা চলাকালীন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয় । দুষ্কৃতীরা নির্যাতিতার গায়ে আগুন দিয়েছিল । দেহ 90 শতাংশ পুড়ে গিয়েছিল নির্যাতিতার ।

উন্নাও, 8 ডিসেম্বর : অবশেষে উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার শেষকৃত্য হল । আজ কড়া পুলিশি নিরাপত্তায় তাঁর শেষকৃত্য হয় ।

আজ সকালে মৃতদেহ নিয়ে শেষযাত্রায় বের হওয়ার উদ্যোগ নিয়েছিল প্রতিবেশীরা । কিন্তু বাধ সাধে পরিবার । নির্যাতিতার বোন জানিয়ে দেন, মুখ্যমন্ত্রী না আসা পর্যন্ত শেষকৃত্য করা হবে না দেহের । ঘরেই রেখে দেওয়া হয় দেহ । পরে প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে দু'ঘণ্টা ধরে কথা বলার পর নির্যাতিতার শেষকৃত্য করতে রাজি হয় পরিবার ।

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যে নির্যাতিতার পরিবারকে 25 লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে । প্রধামন্ত্রী আবাস যোজনায় পাকা বাড়ি তৈরি করে দেওয়া হবে বলেও সরকারের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে । পাশাপাশি পরিবারের নিরাপত্তার জন্য পুলিশি প্রহরার ব্যবস্থা করা হয়েছে । এছাড়া, পরিবারের যদি অন্য কোনও দাবি থাকে তাহলে সেটাও পূরণ করা হবে বলে সরকারের তরফে কথা দেওয়া হয়েছে । নির্যাতিতার বোন বলেছেন, "পরিবারকে সাহায্য করার জন্য আমি সরকারি চাকরি চাই । "

আগামীকাল সোনিয়া গান্ধির জন্মদিন । কিন্তু দেশে মহিলাদের বিরুদ্ধে অপরাধ ক্রমশ বৃদ্ধি পাওয়ায় নিজের জন্মদিন পালন করবেন না বলে জানিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া । গতকাল উন্নাওয়ের নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার পর প্রিয়াঙ্কা গান্ধি বলেছিলেন, "উত্তরপ্রদেশে মহিলাদের জন্য কোনও জায়গা নেই ।"

উল্লেখ্য, 6 ডিসেম্বর দিল্লিতে চিকিৎসা চলাকালীন উন্নাও গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মৃত্যু হয় । দুষ্কৃতীরা নির্যাতিতার গায়ে আগুন দিয়েছিল । দেহ 90 শতাংশ পুড়ে গিয়েছিল নির্যাতিতার ।

Pune (Maharashtra), Dec 08 (ANI): Vice President M. Venkaiah Naidu on December 08 said, "In Indian tradition, we treat women as mother and sister, but what has happened in the recent days, in certain parts is really a shame and challenge for all of us."
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.